🫶Better Life With Steemit || The Diary game | 23 Aug 2023🫶Today is my full day job
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।
আমি আপনাদের একটা কথা বলতেছি। আমি আগে খাওয়ার পাপ করতাম। এখন আর করি না। কেননা আমার কাজ চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কিচেন থেকে বাহিরে। এখন আমি ইলেকট্রিশিয়ানের সাথে কাজ করি।
আজকের সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠি। তারপরে আমি মুখ ধুয়ে ফ্রেস হই। আমি সাড়ে ছয়টা বাজে কাজে চলে যাই। আমার আজকে সকাল বেলা কাজ ছিল। ইলেকট্রিশিয়ানের সাথে যে রুমগুলোতে এসি ছিল না সেই রুমগুলোতে এসি নিয়ে রাখা।
তারপরে আমরা এসিগুলো নেওয়া শুরু করলাম। ছোট তিনটা গাড়ি দিয়ে। এই গাড়িগুলার নাম এ জায়গায় এগুলাকে আরবিয়া বলে। আমি জানিনা বাংলাদেশে এগুলোকে কি বলে। কিন্তুক আমি মাঝেমধ্যে দেখছি এগুলোকে দিয়ে ইটভাটা কাজ করে।
সকালবেলা আমাদের থেকে এত গরম লাগতেছে যা বলার বাহিরে। সকালবেলা আমাদের এ জায়গায় গরমের তাপমাত্রা থাকে চল্লিশ থেকে উপরে। বর্তমানে এত গরম পড়তেছে যা চামড়া জ্বলে যাবে এরকম অবস্থা আমাদের। আমি প্রথম দিন হাপাতা টি-শার্ট পরে কাজ করতে গেছিলাম।
আমার গায়ের রঙ শ্যামলা। আমি দিনের বারোটা পর্যন্ত এই গরমের ভিতরে। তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম। যখন আমি গোসল করতে গেলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি হাফহাতা টি শার্ট গায়ে দিয়ে ভুল কাম করেছি। আমি দেখলাম যে আমার শরীরের যতটুক টি শার্ট ছিল। যতটুকু আমার টি-শার্ট ছিল বাকি হাতের অংশ কালো হয়ে গেছে।
তারপরে আমি বুঝতে পারলাম যে আমার হাফ হাতা টি-শার্ট পরে কাজ করা বাহিরে উচিত হবে না। আমরা সারা দিনে কাজ করে। ৩২টা খালি রুম ছিল এসি ছিলনা। তাই আমরা ৩২ টা রুমে এসি লাগিয়ে দিয়েছি। তারপরে আমরা কাজ শেষ করে সন্ধ্যা বেলা।
সাতটা বাজে কাজ শেষ করি আমরা। তারপরে রুমে এসে কিছুক্ষণ রেস্ট করি। তারপরে গোসল করা হয়। আটটার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে। যেহেতু আমার এখন তিন টাইম কাজ নাই। তাই আমি এখন রাত্রেবেলা বন্ধুদের সাথে কিছুটা আড্ডা দিতে পারি। আমরা সবাই মিলে রাত্রে এগারোটা পর্যন্ত আড্ডা দিলাম। তারপরে যে যার রুমে চলে গেলাম। কেননা সকাল বেলা সবারই কাজ আছে।
অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।