🫶 Better Life With Steemit || The Diary game | 14 Aug 2023 🫶 what happened to me today

in Steem For Bangladeshlast year (edited)
"বিসমিল্লাহির রহমানির রহিম"

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।

20230810_093045.jpg

Morning


আজকের সকাল সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠি। মোবাইলে ভাইব্রেশন সাউন্ড ঘুম থেকে ওঠা হয়। তারপর মোবাইল দেখে যা আমার বাবা কল দিছিলো আমাকে। আমি কল রিসিভ করে সেলাম দিয়ে বললাম আজকে এত সকাল বেলা কল দিচ্ছেন। আমাদের সাথে কাজ করে বাদশা মিয়া এই জায়গায় মারা গেছে সকাল ছয়টা বাজে। তখন আমি বললাম ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন।


তখন আমার চিন্তা হলো যে উনাদের সামনে মারা গেছে উনাদের কি অবস্থা এখন। তখন আমি আমার বাবাকে কিছু বুঝানোর চেষ্টা করলাম কিছুক্ষণ। বললাম আপনি কি কান্না করলে কি মানুষটা ফিরে আসবে। আমি আমার বাবাকে এগুলো বলে বুঝাচ্ছি আর আমার চোখে দিয়ে যাকে নিরবে পানি পড়তেছে। কেননা আমরা এখন প্রবাসে থাকি। একটা মানুষ মারা গেলে তার পাশে থেকে থাকবে প্রবাসী এমন লোক পাওয়া যায় না।


উনি যে জায়গায় মারা গেছে আমার এই জায়গা থেকে ৫০০ কিলোমিটার দূরে। তাই আমরা ওই জায়গায় যেতে পারিনি। মনটা খারাপ হয়ে গেছিল সকালবেলা। তারপরও আমাদের কাজে যাওয়া লাগছে। আমি কাজে গিয়ে আমার কাজ করতে লাগলাম। আমার কাজ করতে করতে কাজ শেষ হলো। ১১ঃ০০ টা বেজে গেল। তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম।

20230811_153829.jpg

noon


আজকে দুপুর বেলায় আর ঘুম হয়নি। শুধু মাথার ভিতর চিন্তা আসছে কেন আমরা প্রবাসে। জানিনা আমাদের কি হবে। তারপরও দুপুর একটা বাজে খাবার খেলাম। তারপরে কিছুক্ষন রেস্ট করলাম। কাজের জন্য আবার রেডি হলাম। তারপর আমি আমার কাজে চলে গেলাম।


কাজে গিয়ে দেখে যে কালকের জন্য মাছ বাইরে করছে কাটার জন্য। এই মাছ টার নাম হচ্ছে মিল্ক ফিশ। এই মাছগুলা ফিলিপিনেরে খেতে অনেক পছন্দ করে। এ মাসটা সমুদ্রের মধ্যে পাওয়া যায়। এ মাছ পাক করলেন লবণ দেওয়া লাগেনা। অন্যান্য মাছের তুলনায় এ মাসে একটু লবণ বেশি থাকে। এই মাছটা কাটতে অনেক কষ্ট হয়।


তারপরে আমি আমার কাজ করতে লাগলাম। আমার কাজ ছিল বিকাল বেলা ৪৫ কেজি ভাত পাক করা। তারপরে আমি গরম পানিতে ৪৫ কেজি চাউল ঢেলে দি। আমার ভাত পাকানো হয়ে গেলে‌। রাতের জন্য বালতির মাঝে চাউল ভিজিয়ে আসি আমি পানিতে। তারপর আমার কাজ শেষ হয়ে যায় সাড়ে পাঁচটা বাজে। আমরা কাজ থেকে আসি ছয়টা বাজে। কিছুক্ষণ আসে রুমে রেস্ট করি। তার ওপরে গোসল করা হয়।

20230814_215031.jpg

night


রাতের আটটা বাজে আমরা খাবার খাই। ১০ থেকে ১৫ মিনিট মোবাইল দেখি। তারপরে কাজে চলে যাই ৯ টা বাজে রাত। কাজে যাওয়ার পরে আমাদের জেনারেটর খারাপ হয়ে গেছে। আমাদের এ জায়গায় কারেন্ট নাই। তারপরও আমাদের পাক করতে হবে। তারপর আমরা মোবাইলে আলো দিয়ে পাক করা স্টার্ট করলাম। সারাদিনের যত কষ্ট লাগে নাই কিন্তু এই রাত্রে বেলা এত কষ্ট লাগতেছে আমাদের। এদিক দিয়ে রাতের বেলা ৩২ ডিগ্রি তাপমাত্রা চলতেছে। আরো আমাদের রান্না করার জায়গা চুলার আগুন। দোনো দিকে গরমে আমার অবস্থা কেরোসিন। যাইহোক কাজ শেষ করে আসি আজকে। রুমে না রেস্ট করে গোসল করে নিলাম। আজকে আর রাত্রেবেলা মোবাইল দেখলাম না শুয়ে পড়লাম।

20230814_224129.jpg

অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।

আল্লাহ হাফেজ

Sort:  

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI6.1 ( 1.59 % self, 63 upvotes, 36 accounts, last 7d )
Period2023-08-16
Transfer to VestingPowerUp : 27.433 STEEM
Cash Out
00
ResultClub5050

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76394.21
ETH 2959.60
USDT 1.00
SBD 2.65