🫶Better Life With Steemit || The Diary game | 13 Aug 2023🫶Today is my full day job
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।
প্রতিদিনের মতো আজকে আমি সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠি। তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হই। রুমে আসি তারপর কাজের জন্য রেডি হই। তারপর আমি কাজে চলে যাই তখন আটটা বাজে সকাল। তখনো আমাদের এ জায়গায় গরমের তাপমাত্রা ছিল ৩৬° সকাল বেলা। আমি পাক করার জন্য আমার চুলার উপর যখন পাতিলা বসালাম। চুলার নিচে আগুন লাগাবার কিছুক্ষণ পরে।
আমাদের গ্যাস শেষ হয়ে যায় এবং কি চুলার নিচের আগুন বন্ধ হয়ে যায়। যখন আমি গ্যাস চেঞ্জ করতে যাই। তখন দেখি বাইরে একটা গ্যাস ও নাই। সব গ্যাস গাড়ির ভিতরে। যখন আমি গাড়ি খুলতে যাই তখন দেখি যে গাড়ি লক করা ছিল। তারপরে গেলাম ড্রাইবারের রুমে। রুমে শুয়ে রইছে তালা মেরে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট আমি দরজায় কলিংবেল দেওয়ার পরেও দরজা খোলে। তখন ওকে আমি বললাম এত লেট হইলো কেন দরজা খুলতে। ও আমাকে বলল কাল রাত গ্যাস নিয়ে আসতে লেট হয়ে গেছে বেশি আমার।
তখন আমি বললাম চাবি দিয়ে দেন আপনি ঘুম যাইতে থাকেন। তারপরে আমাকে চাবি দিয়ে দিল। তারপর আমি গাড়ি চালায়ে গ্যাস নামায় আসলাম। আমি তাকে গাড়ির চাবি দেওয়ার জন্য আর ডিস্টার্ব করলাম না। আমি গাড়ির চাবিটা আমাদের স্টোরে রেখে দিলাম। তারপরে এসে আমি আমার কাজ করতে লাগলাম। তারপর আমার কাজ শেষ হয়ে গেলে। তখন বাজে ১১:২০ মিনিট। তারপর আমি কাজের জায়গা থেকে চলে আসি আমার রুমে। কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হই।
দুপুর ১২ টা বাজে যেয়ে আমি খাবার খেয়ে আসি রুমে। কিছুক্ষণ রেস্ট করার জন্য শুয়ে পড়লে। আমার কখন ঘুম চলে আসে আমি বলতে পারি নাই। কিছুক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় মোবাইলে লাউড আওয়াজ। তখন আমি জলদি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। এতবার ফ্রেশ হওয়ার কথা বললে আপনারা সন্দেহ করতে পারেন। আসলে বর্তমানে এ জায়গায় যা গরম পড়েছে ৩-৪ বার গোসল না করলে হয় না আমাদের।
দুপুর তিনটা বাজে গরমের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তারপরে যখন আমরা কাজে যাই। চুলার নিচে আগুন লাগাবার পর আমাদের কি অবস্থা হয়। আরো একটা চুলা আর নয় বড় সাতটা চুলা চলে ছোট তিনটা চুলা একসাথে চলে। এই চুলা গুলা যখন একসাথে চলে। তখন আমাদের এ জায়গায় এডজাস্ট ফ্যান এসি কুলার সবকিছু কাজে আসতেছে না। যাইহোক কাজ করার জন্য আসছি। এই কারণে আমাদের সবার কাজ করতে হয়।
তারপর আমি আমার কাজে লেগে গেলাম। আরবিদের জন্য চিকেন লেগ পিস ভাজি করতে হবে। ফাস্ট এগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এগুলা আবার ভিনেগার দিলাম। ভিনিগার দিয়ে ভালো করে মিস করলাম। কোন জীবাণু যেন না থাকে। তারপরে এগুলাকে ময় মসলা দিয়ে একসাথে মিস করলাম। এদিক দিয়ে তেল গরম হয়ে গেছে। তখন আমি চিকেন লেগ পিস গুলো একসাথে সব ঢেলে দিলাম তেলে কোরিয়ার উপরে। তারপর চিকেন লেগ পিস ভাজা হয়ে গেলে আমাদের ডিসি নিয়ে নেওয়া হয়। আমার কাজ শেষ হয়ে যায় ছয়টা বাজে।
তারপরে সন্ধ্যা বেলা আমাদের ক্যাম্প একটু হাঁটাহাঁটি করলাম। এক জায়গায় বসলাম কিছুক্ষণের জন্য। সন্ধ্যেবেলা একটু ঠান্ডা হাওয়া আসতে ছিল তাই এ জায়গায় বসে একটু আরাম লাগলো। তারপর আমরা আটটা বাজে খাবার খাই। রাতে নয়টা বাজে আমি কাজে চলে যাই। রাত্রেবেলা একটু কাজ কম থাকে। তারপরও আমরা ডিউটি টাইম পুরা করে আসতে হয় আমাদের। আমাদের কাজ শেষ হয়ে যায় রাতের দশটা বাজে। আমরা ডিউটি থেকে আসি ১১ টার পরে। তারপর রুম আসে কিছুক্ষন রেস্ট করি।
অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @goodybest