🫶Better Life With Steemit || The Diary game | 06 sept 2023🫶Today is my full day
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।
সকাল ৭ঃ০০ টা বাজে ঘুম থেকে উঠে আমি। তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হই। তারপরে আমি কাজের জন্য রেডি হই। আমি কাজে যাই সাড়ে সাতটা বাজে। তারপরে আমি কাজে যাওয়ার সমান রেখে। কেচিনের ভিতরে যায় নাস্তা করার জন্য। তারপরে দেখি যে আমরা আজকে খানা পাক করতেছে মুরগির মাংস। তারপর আমি বললাম মুরগির মাংস হতে আর কতক্ষন লাগবে তোমাদের।
বলল একটু ধৈর্য ধরো ১০ থেকে ১৫ মিনিট লাগবে মুরগির মাংস হয়ে যেতে। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা ১০ মিনিট পর আসতেছি। তারপরে আমরা কিচেন থেকে বের হয়ে গিয়ে। একটা ছোট কমপ্লেন ছিল রোমের লাইট খারাপ হয়ে গেছিল কালকে রাত্রে। তারপর আমরা লাইট লাগিয়ে দিয়ে চলে আসছি ১৫ মিনিটের ভিতরে।
এসে দেখে যে মুরগির মাংস হয়ে গেছে। যে মুরগির মাংস পাক করলো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি খাবে কিনা। বলল হ্যাঁ আমিও খাব একটু সালাত কেটে নাও। তারপর আমি সালাত কেটে সবার সাথে নাস্তা করতে বসলাম। সবাই একসাথে নাস্তা করে আমরা কিচেন থেকে বের হয়ে গেলাম।
তারপর আমরা আমাদের কাজ করতে গেলাম আর এমন সময় একটা কমপ্লেইন আসলো। বলল আগে এই কাজটা করে দিতে হবে তোমাদেরকে। তখন আমরা বললাম কি হয়েছে। আমাদের এ জায়গায় এক সৌদি আছে তার রুমে সিলিং ভেঙ্গে পড়েছে। তখন আমরা বললাম মানুষের কিছু হয়নি এইতো।
বলল না ও কাজে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটেছে। তখনও আমরা বললাম তাহলে তো আমাদের কোম্পানি বেঁচে গেছে একটুর জন্য। একদিকে সে হচ্ছে সৌদি আরবে তার গায়ের উপরে পড়তো এই সিলিং টা ভেঙে তাহলে আমাদের কোম্পানি জরিমানা দিতে হতো। তারপরে আমরা এ কাজ করার জন্য চলে আসলাম সৌদির রুমে।
তারপর আমরা কিছুক্ষণ সৌদির সাথে মজা করলাম। সৌদি আমাদেরকে বলে তোমার কোম্পানি বেঁচে গেছে আজকের জন্য। সে আজকে আমাদেরকে অনেক কথা বললো কোম্পানির ব্যাপারে। আমরা কাজ এটা শুরু করলাম সকাল ৯ টা বাজে। কাজ শেষ হলো আমাদের বিকাল সাড়ে চারটা বাজে।
এদিক দিয়ে আমরা দুপুরে খাওয়া খেয়ে নিয়েছি একটা বাজে। আমরা আজকে আর দুপুরবেলা রেষ্ট করলাম না। কেননা আজকে এসির ভিতর কাজ করতেছি তাই এতটা গরম লাগতেছিল না আমাদের। কাজটা শেষ করে আমরা পুরা দিনের জন্য কাজ শেষ করে দিলাম আজকে। কিছুক্ষণ বসে বসে বাংলাদেশের ম্যাচটা দেখলাম আর বললাম আজকে বাংলাদেশ হেরে যাবে। খেলা মানেই বিশ্বাস করা যায় না কোন দল জিতবে আর কোন দল হারবে হারজিত আছে খেলার মাঝে। তারপর সন্ধ্যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম একসাথে।
অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।
Team Newcomer- Curation Guidelines For Septembert 2023 Curated by - @karianaporras
Note:
Thanks you Team Newcomer @karianaporras to support me
https://twitter.com/arohaman066/status/1699526381682463009?t=FcHYlhg40tvYlgXJwwl6rA&s=19
বাসায় সকালে মুরগির মাংস দিয়ে ব্রেকফাস্ট এবং সৌদি প্রবাসীর চমৎকার ছিলেন মেরামত করেছেন। এবং পুরো বিষয় নিয়ে আপনি চমৎকার একটি দিনলিপি স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিকে উপহার দিয়েছেন।
বেশ ভালো লাগলো আপনার পুরো দিনের কার্যক্রম পড়ে। ধন্যবাদ আপনার পুরো দিনের দিনলিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পুরা পোস্টটা পড়ে এবং কি আপনি একটা সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। ভাইয়া কিচেনে যে খাবার দেয় আমরা মাঝেমধ্যে খেতে পারি না। তাই কিছু টাইম নিজেরা পাক করে খেতে হয়। আপনার কিছু মূল্যবান সময় আমার পোস্টটা দেওয়ার জন্য। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের একটু খেয়াল রাখবেন।
ধন্যবাদ একটা চমৎকার দিন আমাদের মাঝে শেয়ার করার জন্য। মুরগির মাংস আমারও প্রিয় খাবার। আপনার ডাইরি দেখে আমার খাবারের কথা মনে পড়ে গেল।আমরাও খুব আশা নিয়ে বাংলাদেশের খেলা দেখতে বসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় দিতে পারল না।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনার কিছু মূল্যবান সময় নিয়ে আমার পোস্টটা দেখো একটা সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে ভাই আমরা গর্বিত আমরা বাঙালি আমরা কিছু হলেই ইমোশনাল হয়ে যাই। যাইহোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের একটু দয়া করে খেয়াল রাখবেন।
সত্যিই যারা প্রবাসে থাকে তারা অনেক পরিশ্রম করে। আপনারা আমাদের এ দেশের রেমিডিয়েটস যোদ্ধা।
আপনাদের ঋণ কখনোই শোধ করার নয়। দেশ এবং দেশের মানুষের জন্য আপনাদের এই অক্লান্ত পরিশ্রম। আপনারা দেশের মানুষের হৃদয়ে আছেন এবং থাকবেন। আপনার জন্য অন্তরের স্থল থেকে দোয়া করি। আল্লাহতালা যেন আপনাকে এবং সমস্ত প্রবাসি ভাইদের সুস্থ রাখেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার কিছু মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটা দেখার জন্য এবং কি আমার পোস্টে একটা কমেন্ট করার জন্য সুন্দর করে। কিন্তু আমি আপনার সাথে একমত হতে পারলাম না প্রবাসীদের নিয়ে। আমরা প্রবাসীরা এত কষ্ট করে বিদেশ থেকে বাড়িতে যাই এয়ারপোর্টে আমরা শান্তি পাই না। আমাদের কোন মূল্যই নেই বাংলাদেশে। কারো জন্য কোন প্লাটফর্মের প্রমোশনের দরকার হয় সে এসে গালি দিবে প্রবাসীদের নিয়ে সেই প্রমোশন হয়ে যাবে। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের দিকে নিজের দয়া করে খেয়াল রাখবেন।
Hi, Greetings, Good to see you Here:)
ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমার পোস্টটা চেক করার জন্য। সুন্দর করে একটা কমেন্ট করার জন্য।