Betterlife with Steem || The Diary Game (26-03-2024) || "Normal day with Student Life
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আমি ইমন আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আজকে ১৫ রোজা ----
আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইমন | আমার বাড়ি জামালপুর জেলার,মেলান্দহ থানার ভাবকী গ্রামে | তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালে ঘুম থেকে ওঠি দাত ব্রাশ করি | সকালে কিছু সময় হাঁটাহাঁটি করি এবং মাঠে বিয়াম করি | তারপর আমি বাড়ি ফিরে আসি | তো আলহামদুলিল্লাহ আজকে ১৫ রোজা | কে কে রোজা রাখছেন কমেন্ট করবেন |
তো আমাদের পরীক্ষাও শেষ কিন্তু আমাদের প্রেকটিকেল খাতা জমা দেওয়ার তারিখ আজকে | তাই আমি সকাল ১১টার সময় স্কুলে চলে আসি | আজকে সব বন্ধুরা একএিত হতে পারবো | জানি না আবার কবে একএিত হতে পারবো | প্রেকটিকেল পরীক্ষার পর সবাই যার যার সপ্ন পূরণে জন্য কাজ করবে | তাই আজকে সবাই মিলে অনেক মজা করো আড্ডা দিবো | প্রেকটিকেল খাতা জমা দিয়ে আমি বাড়ি ফিরে আসি |
ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে তারপর আমি ৩ টার সময় নদীর পাড়ে ঘুরতে আসলাম | আমি আমার বন্ধুরা সবাই এই ব্রিজে আড্ডা দেই | শীতের দিনে নদীর পানি শুকিয়ে গেছে | ছোট বেলা এই নদীতে অনেক মাছ ধরেছি বাবার সাথে | এখন আর নদীতে আগের মতো পানি আসে না | তো বন্ধুরা আমাদের এস এসসি পরীক্ষা শেষ তাই আমরা বেশি সময় এখানে আড্ডা দিবো না | তো কিছু সময় আড্ডা দিয়ে আমরা চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য | নামাজ হলো বেহেশতের চাবিকাঠি | আমরা চেষ্টা করব কাজ করার পাশাপাশি নামাজ পড়ার জন্য |
তো বন্ধুরা নামাজ পড়ে আসার পর আমি কেরাম বোর্ড খেলি | এই খেলাটা আমার অনেক ভালো লাগে | রোজার দিনে সময় কাটানোর জন্য এই গেমটা আমি খেলি | তো আমি বন্ধুদের সাথে এক গেম খেলি | তার আমি স্কুল মাঠে যায় ইফতারির জন্য | আমরা সব বন্ধু মিলে একসাথে ইফতার করবো |
![received_25920245327575076.jpeg](
তার পর আমি আসি স্কুল মাঠে ইফতার করার জন্য | তো আজকে অনেক দিন পর আমরা সবাই এক সাথে ইফতার করবো | আমরা সবাই ২০০ টাকা করে চাদা দেই | আমরা খিচুড়ি এবং সাথে কিছু ফল যেমন তরমুজ রাখি | আজকে মাগফিরাতের ১৫ রোজা | এবং ২৬শে মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস | আমাদের দেশের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন | আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন |
তো বন্ধুরা ইফতারের পরে নামাজ পড়ার পর আবার আমি পোস্ট করার জন্য কিছু সময় মোবাইল চালায় | পরীক্ষা ও শেষ | পোস্ট করার পর আমি ইশার নামাজ পড়ার আসলাম | নামাজ পড়ার পর আমি বাসায় আসলাম | বাসায় আসার পর আমি কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি |
আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
The pictures used in your post are not from the same day. Since this is a diary so here should be pictures from the same day. Of course same day photo diary should be used in post. Hope you will pay attention.
কিন্তু ভাইয়া ছবি গুলো একই দিনের | ভুল হলে মাফ করবেন