Drawing contest. My favourite drawing is village and city scene.

in Steem For Bangladesh7 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি। আজকে আমার খুব পছন্দের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। যে প্রতিযোগিতাটি আয়োজন করেছে @mdkamran99. প্রতিযোগিতা আয়োজন করায় কামরান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

received_890277522785637.jpeg

উপকরণ সমূহ।
1: একটি সাদা কাগজ।
2: কয়েক টা রং পেন্সিল।
3: একটা স্কেল।
এবং অন্যান্য সামগ্রী সমূহ।

শুরুতেই একটা সাদা কাগজ বেছে নিলাম। সেটির উপরে প্রথমেই স্কেল দিয়ে সোজা কয়েকটি দাগ কেটে নিলাম।

received_1107913930442318.jpeg
পরিমাণ মতো দাগ গুলো কেটে নেওয়ার পর সেগুলো আকানোর পরিবেশ তৈরি করা হলো। প্রথমে কালো পেন্সিল দিয়ে পাঁচটি সোজা দাগ আকানো হলো। আঁকানোর প্রথম ধাপে মনে মনে আঁকানোর পরিবেশ তৈরি করার রায় হচ্ছে আসল।

received_294112400381106.jpeg

সুজা দাগ গুলো কাটার পর তারপর এক সাইটে একটা ঘর এর শেড তৈরি করলাম। তারপর মাঝখানে একটা সূর্যের ছবি আঁকতে শুরু করলাম।

received_332397456054566.jpeg
সূর্যের ছবি এঁকে মাঝখানে একটি গ্রামের আঁকাবাঁকা রাস্তা আঁকতে শুরু করলাম । আমি যেহেতু আমার পছন্দের ছবি গ্রামের ছবি আঁকতেছি তাই গ্রামের রাস্তাটা থাকাটা খুব জরুরী। তারপর ঘরের ছবির উপরে একটি গাছ আঁকতে শুরু করলাম। আমাদের দেশে প্রত্যেকটা গ্রামের বেশিরভাগ ঘরের পাশে বিভিন্ন রকম গাছ থাকে। সেজন্য ঘরের উপর একটা গাছের ছবি ও যুক্ত করা হচ্ছে।

received_971611421024291.jpeg

ঘরের উপরে গাছ আকার পর আমি রং পেন্সিল গুলো দিয়ে প্রত্যেকটা ছবির উপরে কালার করতে শুরু করলাম। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সুন্দর করে কালার করার জন্য। যেটার যে কালার সে কালার গুলো ফুটিয়ে তোলার জন্য খুবই চেষ্টা করলাম।

received_320028154065327.jpeg
আস্তে আস্তে সকল কিছুর উপরে প্রয়োজন মত রং করলাম। এবং সর্বশেষ ছবিটি আঁকা শেষ করলাম।

20240328_095735.jpg
ছবিটি আকাশ শেষ হলে সেটি খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে প্রয়োজনমতো সেটিকে রং করতে পেরেছে কিনা। তারপর আমি একটা ছবি উঠালাম।

আমি কেন আমার আঁকা পছন্দ করি : আমি মাঝেমধ্যেই কোন না কোন কিছু আর্ট করতে চেষ্টা করে থাকি। অবসর সময়গুলোতে অন্যান্য কাজের পাশাপাশি আমার শখের আরেকটি জিনিস হচ্ছে আর্ট করা। যেটি আমার অন্যতম একটি শখ। আঁকানো আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন কোন কিছু আকাই তখন আমার সাথে আমার বাড়ির ছোট দু তিনজন পোলাপান এসে ভিড় করে থাকে। সেজন্য অনেক ভালো লাগে।

আমার প্রিয় দৃশ্য আঁকার সময় আমার অনুভূতিগুলো:: আমার প্রিয় দৃশ্যটা আঁকার সময় আমার অনুভূতি খুবই আনন্দদায়ক ছিল। ‌ কারণ এমন একটা প্রতিযোগিতার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করতেছিলাম। মনে হচ্ছে কোন একটি আর্ট স্কুলে ভর্তি হয়েছি। মনের ভিতরে খুশি খুশি ভাব নিয়ে এই চিত্রটি আঁকানো হয়েছে।

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @monirm @shahid76 @sapla কে অনুরোধ করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানেই শেষ করলাম। সকলে ভালো ও সুস্থ থাকবেন। সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Sort:  
 7 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 7 months ago 

Thank you for upvote my post.

 7 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI11
Period2024-03-28
ResultClub5050
 7 months ago 

Thank you review my post and suggestion.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 75902.83
ETH 2895.60
USDT 1.00
SBD 2.58