Drawing contest. My favourite drawing is village and city scene.
উপকরণ সমূহ।
1: একটি সাদা কাগজ।
2: কয়েক টা রং পেন্সিল।
3: একটা স্কেল।
এবং অন্যান্য সামগ্রী সমূহ।
শুরুতেই একটা সাদা কাগজ বেছে নিলাম। সেটির উপরে প্রথমেই স্কেল দিয়ে সোজা কয়েকটি দাগ কেটে নিলাম।
পরিমাণ মতো দাগ গুলো কেটে নেওয়ার পর সেগুলো আকানোর পরিবেশ তৈরি করা হলো। প্রথমে কালো পেন্সিল দিয়ে পাঁচটি সোজা দাগ আকানো হলো। আঁকানোর প্রথম ধাপে মনে মনে আঁকানোর পরিবেশ তৈরি করার রায় হচ্ছে আসল।
সুজা দাগ গুলো কাটার পর তারপর এক সাইটে একটা ঘর এর শেড তৈরি করলাম। তারপর মাঝখানে একটা সূর্যের ছবি আঁকতে শুরু করলাম।
সূর্যের ছবি এঁকে মাঝখানে একটি গ্রামের আঁকাবাঁকা রাস্তা আঁকতে শুরু করলাম । আমি যেহেতু আমার পছন্দের ছবি গ্রামের ছবি আঁকতেছি তাই গ্রামের রাস্তাটা থাকাটা খুব জরুরী। তারপর ঘরের ছবির উপরে একটি গাছ আঁকতে শুরু করলাম। আমাদের দেশে প্রত্যেকটা গ্রামের বেশিরভাগ ঘরের পাশে বিভিন্ন রকম গাছ থাকে। সেজন্য ঘরের উপর একটা গাছের ছবি ও যুক্ত করা হচ্ছে।
ঘরের উপরে গাছ আকার পর আমি রং পেন্সিল গুলো দিয়ে প্রত্যেকটা ছবির উপরে কালার করতে শুরু করলাম। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সুন্দর করে কালার করার জন্য। যেটার যে কালার সে কালার গুলো ফুটিয়ে তোলার জন্য খুবই চেষ্টা করলাম।
আস্তে আস্তে সকল কিছুর উপরে প্রয়োজন মত রং করলাম। এবং সর্বশেষ ছবিটি আঁকা শেষ করলাম।
ছবিটি আকাশ শেষ হলে সেটি খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে প্রয়োজনমতো সেটিকে রং করতে পেরেছে কিনা। তারপর আমি একটা ছবি উঠালাম।
আমি কেন আমার আঁকা পছন্দ করি : আমি মাঝেমধ্যেই কোন না কোন কিছু আর্ট করতে চেষ্টা করে থাকি। অবসর সময়গুলোতে অন্যান্য কাজের পাশাপাশি আমার শখের আরেকটি জিনিস হচ্ছে আর্ট করা। যেটি আমার অন্যতম একটি শখ। আঁকানো আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন কোন কিছু আকাই তখন আমার সাথে আমার বাড়ির ছোট দু তিনজন পোলাপান এসে ভিড় করে থাকে। সেজন্য অনেক ভালো লাগে।
আমার প্রিয় দৃশ্য আঁকার সময় আমার অনুভূতিগুলো:: আমার প্রিয় দৃশ্যটা আঁকার সময় আমার অনুভূতি খুবই আনন্দদায়ক ছিল। কারণ এমন একটা প্রতিযোগিতার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করতেছিলাম। মনে হচ্ছে কোন একটি আর্ট স্কুলে ভর্তি হয়েছি। মনের ভিতরে খুশি খুশি ভাব নিয়ে এই চিত্রটি আঁকানো হয়েছে।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @monirm @shahid76 @sapla কে অনুরোধ করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানেই শেষ করলাম। সকলে ভালো ও সুস্থ থাকবেন। সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Thank you for upvote my post.
https://steemit.com/hive-170554/@anisurr/drawing-contest-my-favourite-drawing-is-village-and-city-scene
Hi, Greetings, Good to see you Here:)
Thank you review my post and suggestion.