Better life with steem. The diary game. 8/3/2024. Easy and enjoyable day.

in Steem For Bangladesh6 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240308_144508.jpg

20240308_140947.jpg
প্রতিদিনের মতো আজকের সকাল ৮ঃ০০ টার দিকে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে প্রথমে আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুই। তারপর সকালের খাবার খাই। আজকের শুক্রবার হাওয়ায় বাড়িতে বাড়ীতে কোন কাজ ছিল না। তাই বাড়িতেই বসে রইলাম। বেলা 11:30 টার দিকে আমি গোসল করতে চলে গেলাম। তারপর অজু করে জুমার নামাজ আদায় করার জন্য বারোটা দশের দিকে মসজিদে চলে আসলাম। নামাজ শেষ করে একটা 40 মিনিটের দিকে আবারো বাসায় চলে আসলাম। বাসায় এসে দুপুরের খাবার খেলাম।

20240308_144508.jpg
দুপুরের কিছু খাবার খেয়ে অন্য একটা জায়গায় দাওয়াত খাবার জন্য বাড়ি থেকে বের হলাম। আমার বাড়ি থেকে ছয় সাত মিনিট হেঁটে রাস্তায় একটা গাড়ির জন্য অপেক্ষা করিতে থাকলাম। ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করার পর একটা গাড়ি পেলাম। তারপর সেখান থেকে আমাদের গন্তব্যে চলে আসলাম।

20240308_150028.jpg

আমার সাথে আমার এক চাচা ও ছিল। ছবিতে যাকে আমার সাথে দেখতে পারছেন সে আমার ক্লাসমেট এবং সম্পর্কে চাচা লাগে। তার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। দুজনে একসাথে পাশাপাশি বসে দাওয়াতের খাবার খেলাম। খাবার খেয়ে আমরা পুনরায় আমাদের বাড়ির দিকে রওনা শুরু করলাম।

20240308_163200.jpg

20240308_163150.jpg
আমাদের বাজারে একটা সনুকারের দোকানে বসে কিছু কাজ করলাম। ৩০ থেকে ৪০ মিনিটের মত সেখানে বসে কাজটি সম্পন্ন করা হলো। তারপর আমি বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম। হঠাৎ করে আমার মাথা ব্যথা করিতেছিল। মাথা ব্যাথার কারণে দেড় ঘন্টার মত শুয়ে রইলাম। তারপর উঠে আবারো আমাদের বাজারের দিকে রওশন করলাম।

20240308_200132.jpg

20240308_200122.jpg
সন্ধ্যা সাতটার দিকে আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে আমাদের মরিচের ব্যবসার খোঁজ-খবর নিলাম। প্রতিদিনের তুলনাই আজকে মরিচের আমদানি একটু কম। যার কারণে গত দুই মাসের মধ্যে আজকে সর্বোচ্চ মরিচের দর হয়েছে। আজকে ৬০ টাকা কেজি মরিচ ক্রয় করা হচ্ছে। মরিচ ক্রয় করা শেষ হলে মরিচ গুলোকে বস্তার মধ্যে ভরে ফেলা হলো। তারপর কাজের মধ্যে উঠানো হলো। এই কাজ দুটি সম্পন্ন করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায়। তারপর রাত নয়টা দশের দিকে ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। আমিও আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বসে কিছুক্ষণ মোবাইলে খবর দেখলাম। তারপর আমাদের কমিউনিটিতে অনলাইনে ক্লাস করলাম। সবার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। রাত এগারোটার দিকে আমি ঘুমাতে চলে গেলাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সকলের প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 6 months ago 

Thank you for showing us a video of your whole day. I am very glad to read your diary game. I like your activities throughout the day. You must have had a good time with your uncle on Friday. Thank you, and I hope you stay well.

 6 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI9
Period2024-03-09
Club Status5050
 6 months ago 

Thank you for read My post and suggestion.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58077.92
ETH 2457.08
USDT 1.00
SBD 2.37