Better life with steem . The diary game. 26/3/2024. My simple busy day.

in Steem For Bangladesh3 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240326_114541.jpg

20240326_104426.jpg
প্রতিদিনের মতো আজকেও ভোর চারটার দিকে উঠে সেহরি খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল সাড়ে আটটার দিকে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আবারো হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বাড়ির সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আজকের আকাশ বেশ মেঘনা ছিল। মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে এমন একটা পরিবেশ বিরাজ করিতেছিল। কিছুক্ষণ বাড়িতে বসে থেকে আমি আমার আমাদের জমিগুলো দেখতে বাড়ি থেকে বের হয়ে পড়লাম।

20240326_113949.jpg

20240326_113938.jpg
বাড়ি থেকে বের হয়ে হেঁটে হেঁটে আমি আমার গন্তব্যে যেতে শুরু করলাম। বাড়ি থেকে হেঁটে পাকা রাস্তা দিয়ে কিছুক্ষণ যেতে যেতে মাঝেমধ্যে কিছু ছবি উঠিয়ে নিলাম। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তাটি খুবই মনোমুগ্ধকর। রাস্তার দুধ আর দিয়ে সবুজ গাছগাছালি ও ধানের ক্ষেতগুলো একটি খুবই ভালো লাগে।

20240326_114541.jpg
রাস্তা শেষ হলে রাস্তার মাথায় একটা ভুট্টা ক্ষেত রয়েছে। ভুট্টা ক্ষেতের নতুন দিক থেকে দেখতে খুবই ভালো লাগে। তাই ভুট্টার ক্ষেতের কাছে দাঁড়িয়ে কিছু ছবি উঠালাম। ভুট্টার গাছের এখন কলা ধরা শুরু করেছে। কিছুদিন হলেই ভুট্টার গাছের সকল কলা গুলো বের হয়ে পড়বে।

20240326_114737.jpg
ভুট্টার ক্ষেত পার হয়ে আমি আমার মরিচের ক্ষেতে চলে আসলাম। মরিচের জমিতে এসে মরিচের চারা গুলো খুব ভালো করে দেখলাম। মরিচের চারা গুলোর মধ্যে কোন রকমের বালাই নষ্ট ধরেছে কিনা তা খেয়াল করলাম। কোন প্রকার চালাগুলোর সমস্যা যেন না হয় সেটিকে খুব খেয়াল করে বিভিন্ন রকমের সার ও বিষ প্রয়োগ করতে হয়।

20240326_120609.jpg

20240326_120559.jpg
মরিচের চারা গুলো ভালো করে দেখে তারপর পানি সেচ দেওয়ার যে ড্রেন রয়েছে সেটি থেকে বিভিন্ন রকমের আগাছা পরিষ্কার করার কাজে লিখে পাঠালাম। কোদাল দিয়ে রোমিও দুই পাশে প্রথমেই কেটে নিলাম। তারপর মাঝখানে কোদাল দিয়ে আগাছাগুলো এবং হালকা মাটি
সহ তুলে ফেললাম। বেশ কিছুক্ষণ কাজ করার পর পুরা ড্রেনটি পরিষ্কার হয়ে গেল। তারপর আমি আমার বাড়ির দিকে আসতে শুরু করলাম।

20240326_152345.jpg
বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করে নিলাম। গোসল করার পর আমি বাজারে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। বাজারে গিয়ে প্রথমে এটা হচ্ছে বাংলা এজেন্ট ব্যাংকের মধ্যে প্রবেশ করলাম। সেখান থেকে কিছু টাকা উত্তোলন করলাম। তারপর আমাদের কাঁচামরিচ ক্রয় করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম।

20240326_162526.jpg
ব্যাংক থেকে টাকা ওঠাবার পর বেশ কিছু মরিচ ক্রয় করে নিলাম। তারপর আমাদের বাজারের সাত আট কিলো দোরাবি আরো একটা কাঁচামরিচের বাজার রয়েছে। সে বাজারের নাম হাজিপুর বাজার। সে বাজারে কত টাকা কেজি মরিচ বিক্রয় হচ্ছে সে খোঁজখবর নিলাম। কারণ আমাদের বাজার আর সে বাজার কাছাকাছি হওয়ায় সে বাজারের দামের সাথে আমাদের দামের অনেকটা মিল রাখতে হয়।

20240326_171345.jpg

20240326_171343.jpg
কিছুক্ষণ পর খেয়াল করি আমাদের বাজারের এক পাশে কিছু ফুল গাছ উঠেছে। এগুলো এক নার্সারিওয়ালা বিক্রি করার জন্য আমাদের বাজারের নিয়ে এসেছে। আমি গোলাপ গাছ দুটো দাম করলাম। সে দেড়শ টাকা দাম চাইলো। আমি দাম বেশি হওয়ায় গাছ দুটি কিনলাম না।

20240326_213259.jpg
বিভিন্ন রকমের কাজগুলো শেষ করার পর আমরা গাড়িতে আমাদের গন্তব্য থেকে ছেড়ে দিলাম। তারপর আমরা আমাদের হিসাব গুলো মিলিয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI11
Period2024-03-28
ResultClub5050

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64411.29
ETH 3516.69
USDT 1.00
SBD 2.55