Better life with steem. The diary game. 22/3/2024. Some busy and some easy day..

in Steem For Bangladesh3 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240322_112230.jpg

প্রতিদিনের মতো সেহরি খেয়ে আবারো আমি ঘুমিয়ে পড়লাম। এখন সংসারের তেমন কোন কাজে চাপ না থাকাই ঘুম থেকে সকাল সাড়ে আটটার দিকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে নিলাম। হাত মুখ দিয়ে বাড়িতে বসে রইলাম।

20240322_104028.jpg

20240322_104014.jpg
আমাদের বাড়িতে আমার ছোট দাদা সে অনেক পাকা মরিচ রোদে শুকাচ্ছে। বাড়ির আঙিনায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে মরিচগুলো একটা পাতলা কাগজের উপরে শুকাতে দেওয়া হয়েছে। সরাসরি মাটির উপরে মরিচ শুকাতে দিলে মরিচের সাথে অনেক ধুলা বালি লেগে থাকে। মরিচের সাথে কোন প্রকার ধুলাবালি যেন না লেগে থাকে সেজন্য সে গতকাল বেশ কিছু টাকার বড় বড় পলিথিন নিয়ে এসেছে। এগুলোর উপরে মরিচ শুকাতে খুবই আরামদায়ক হয়ে থাকে। বৃষ্টি আসলে মরিচ গুলোকে খুবই দ্রুত একসাথে একত্রিত করা যায় এবং সেই পলিথিন দিয়ে ঢেকে রেখে দেওয়া যায়।

20240322_112225.jpg
বাড়ির আঙ্গিনায় এসব দেখে আমি আমার আবাদি জমিগুলো দেখতে বাড়ি থেকে বের হয়ে পারলাম। গত দুদিন বৃষ্টি হওয়ায় মরিচের চারা গুলো ঠিকই আছে কিনা তা দেখতে গেলাম। বৃষ্টির পর অনেক পোকা মাকড়ের আক্রমণ হয়ে থাকে। সেগুলো দেখে সঠিক সময় পোকা নাশক বিষ প্রয়োগ করতে হয়। আমার আবাদি জমিগুলোর কাছে গিয়ে দেখতে পেলাম আমার চাচাতো ভাই মোহাম্মদ শাহিন মিয়া এবং ফুফাতো ভাই মোহাম্মদ রফিকুল মিয়া তার জমিগুলো দেখতে গেছে। তাদের সাথে বেশ কিছুক্ষণ খুশ গল্প করলাম। তারপর তাদের সাথে কিছু ছবি উঠালাম।

20240322_112814.jpg
তাদের সাথে কিছুক্ষণ আলাপ-আলোচনা করার পর আমি আমার মরিচের চারা গুলো দেখে নিলাম। তারপর আবারো বাড়ির দিকে আসতে শুরু করলাম। আমাদের জমিগুলো থেকে বাড়িতে আসতে তাই ১২ থেকে ১৪ মিনিট সময় লাগে। সেজন্য আমাদের একটি সাইকেল দিয়ে যাতায়াত করা হয়।

20240322_123033.jpg
আজকে শুক্রবার হওয়ায় বাড়িতে এসে গোসল করে জুমার নামাজ আদায় করার প্রস্তুতি নিলাম। তারপর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। জুমার নামাজ আদায় করে একটা ৪৫ মিনিটের দিকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ সময় বিশ্রাম নিলাম। তারপর বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম।

20240322_151210.jpg

20240322_150904.jpg
বাজারে গিয়ে প্রথমে আমি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের চলে আসলাম। এখানে এসে প্রায় এক ঘন্টা যাবৎ বৈদ্যুতিক সমস্যার কারণে বসে থাকতে হলো। তারপর যখন বিদ্যুৎ চলে আসলো তখন ব্যাংক থেকে টাকা উঠালাম। টাকা উঠিয়ে নিয়ে কেনাকাটার ব্যস্ত হয়ে পড়ল।

20240322_201335.jpg

20240322_201326.jpg
মরিচ কেনাকাটা শেষ হলে মরিচগুলো বস্তার মধ্যে ভর্তি করা হলো। তারপর সেগুলো কেউ ওজন করে ট্রাকের মধ্যে উঠানো হলো। এভাবে সারাটা দিন কেটে গেল। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের প্রতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
|

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 3 months ago 

সুন্দর একটি পোষ্ট করেছেন। এখন মরিচের যে দাম। সবাই বাড়ির খাীল যায়গায় মরিচের চাষ করা উচিত।

 3 months ago 

মরিচের দাম খুবই কম।

 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI9.1
Period2024-03-23
Club Status5050
 3 months ago 

Thank you for review my post and suggestion.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61784.55
ETH 3389.51
USDT 1.00
SBD 2.52