Better life with steem. The diary game. 21/3/2024..Visited my arable lands and was busy with business.

in Steem For Bangladesh3 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240321_102727.jpg

20240321_102722.jpg

প্রতিদিনের মতো আজকেও সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম। তারপর বাড়ি থেকে বের হয়ে আমার আমাদের জমিগুলো দেখতে গেলাম।

20240321_105450.jpg
বাড়ি থেকে হেঁটে হেঁটে আমার জমিতে চলে আসলাম। এসে প্রথমে আমার মরিচের ছবিগুলো দেখতে শুরু করলাম। করেছে এর ফলন খুবই ভালো হয়েছে। মরিচের গাছের ফলন দেখে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করলাম। এভাবে প্রত্যেকটা মরিচের জমিটা ভালো করে দেখলাম।

20240321_102703.jpg

20240321_102658.jpg
মরিচের জমিগুলো দেখার পর আমি আমার ধানের জমিগুলো দেখতে আসলাম। ধানের ক্ষেতের মধ্যে কোন প্রকার পোকার আক্রমণ হয়েছে কিনা সেটা দেখলাম। ধানের মধ্যে মাজরা পোকার আক্রমণ তাদের খুব ক্ষতি করে থাকে। সেজন্য ভালো করে খেয়াল করে দেখতে হয় যে মাজরা পোকার আক্রমণ হয়েছে কিনা।

20240321_123759.jpg

20240321_110652.jpg

এসব জমি দেখে আমি আমাদের বাড়ির পূর্ব পাশের জমিগুলো দেখতে আসলাম। এসে দেখি আমাদের এলাকায় বেশ কয়েকজন তাদের মরিচের চারা থেকে মরিচ উত্তোলন করিতেছে। ছবিতে যাকে দেখতে পারছেন তার নাম মোঃ সুলতান আলী মন্ডল। তিনি আমার ফুফা লাগে। যে তোমরা মরিচের ব্যবসা করি সেজন্য মরিচগুলো তার কাছে চেয়ে আসলাম। সেও আমাদের মরিচগুলো দিবে বলে আশ্বস্ত করলেন। তারপর আমি আমার বাড়িতে চলে আসলাম।

20240321_140335.jpg
বাড়িতে এসে গোসল করে নিলাম। তারপর যোহরের নামাজ আদায় করলাম। আদায় করে বেশ কিছুক্ষণ বাড়িতেই বসে রইলাম। দুইটা বিশ মিনিটের দিকে বাড়ি থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করলাম।

20240321_150831.jpg

20240321_150819.jpg

20240321_150638.jpg
বাজারে গিয়ে প্রথমে আমাদের বাজারের কাঁচা বাজারটা পরিদর্শন করলাম। আজকে আমাদের বাজারে টমেটো শসা আবেদন এবং অন্যান্য শাকসবজি কি বাজার তা জিজ্ঞেস করলাম। টমেটো ত্রিশ টাকা কেজি। বেগুন ১০ টাকা কেজি। এবং অন্যান্য স্থানীয় শাকসবজিও বেশ কম দামে বিক্রি হচ্ছে। এইসব দেখে তারপর আমি আমাদের ব্যবসার জায়গায় চলে আসলাম। এসে কাঁচা মরিচ ক্রয় করার কাছে ব্যস্ত হলাম। কাঁচা মরিচ ক্রয় করে ইফতারের সময় ইফতার করলাম। ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আসলাম। তারপর মরিচগুলো মরিচ ভরার শ্রমিকের অবস্থায় ভর্তি করলো।

20240321_200753.jpg

20240321_185506.jpg

ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আসার পরও মরিচগুলো বসার মধ্যে ভরতে দেখলাম। পড়া শেষ হলে বস্তাগুলো ট্রাকের মধ্যে উঠানো শুরু হল। শাকের মধ্যে উঠিয়ে ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। আমরা আমাদের আজকে হিসাবটা দেখে নিলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI9.8 ( 0.00 % self, 76 upvotes, 49 accounts, last 7d )
Period2024-03-22
ResultClub5050
 3 months ago 

Thank you for read My post and suggestion.

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 3 months ago 

Thank you steemcurato08 for upvote my post.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61795.04
ETH 3458.89
USDT 1.00
SBD 2.52