Better life with steem. the diary game. 17/06/2023. simple day.

in Steem For Bangladeshlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

GridArt_20230618_191051538.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি। তারপর আমি গোসল করে নিলাম। গোসল করার পর আমি আমার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা অটো রিক্সার মাধ্যমে অফিসে চলে গেলাম।

20230617_135210.jpg
অফিসে গিয়ে আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর অনেকেই আসতে শুরু করেছে। তারপর অনেকের সাথে কিছু আলাপ আলোচনা করলাম। সবাই ভালো আছে সুস্থ আছে কিনা তা জিজ্ঞেস করে নিলাম। তারপর কাজে মনোযোগী হয়ে নিলাম।

20230617_161535.jpg
কাজ করতে করতে প্রায় বেলা এগারোটা বেজে গেল। তারপর কিছু খাবার খাওয়ার জন্য অফিসের ক্যান্টিনে চলে গেলাম। সেখানে আমরা তিনজনে মিলে কিছু খাবার ও চা খেলাম। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। খাবারগুলো বেশিরভাগ আনা হয় এখানে একটা স্থানীয় বেকারি থেকে। এখানে বসে কিছুক্ষণ আলাপ-আলোচনা করলাম। তারপর আবারও আমাদের কাজের জায়গায় চলে আসলাম।

20230617_161812.jpg

20230617_161802.jpg
আমাদের অফিসের দ্বিতীয় তলায় বেশ কিছু নিটিং মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনগুলো খুবই দামি। এগুলো অটোমেটিং মেশিন বা জেকার্ড মেশিন। এইসব মেশিন একটা ক্রেতার ইচ্ছা অনুযায়ী ক্রয় করা হয়েছে। এই মেশিনের কোম্পানির সাথে তৈরি পোশাক ক্রেতার একটা যোগসাজেশ রয়েছে। যারা এই কোম্পানিতে তৈরি পোশাকের আদেশ দেয় তাদের এই মেশিনগুলো বিক্রির সাথে কিছু মুনাফা হয়ে থাকে। সেজন্য তৈরি পোশাকের ক্রেতাদের ইচ্ছামত অটো নিটিং মেশিন ক্রয় করা হয়ে থাকে। এইসব মেশিনের কাজ বুনন খুবই সহজ। একটা অপারেটর ৪ থেকে ৭ টা মেশিন অপারেট করতে পারে।

20230617_161848.jpg
গত পোস্টে যে অটোমেটিং মেশিন গুলো দেখেছেন তা অন্য ফ্লোরে সেটিং করা ছিল। প্রত্যেকটা অটো নিটিং মেশিনের প্রোগ্রামের মাধ্যমে পরিচালনা করা হয়। এই মেশিনেরও প্রোগ্রামের মাধ্যমে পরিচালনা করা হয়। পেনড্রাইভের মাধ্যমে প্রোগ্রামগুলো নিয়ে মেশিনে সেট করতে হয়। প্রোগ্রামগুলো সঠিকভাবে সেট করতে প্রত্যেকটা মেশিনের একটা করে মনিটর থাকে। ছবিতে যে মনিটর দেখতে পারতেছেন সেটা এইসব মেশিনের মনিটর।

20230617_162027.jpg
অটোমেটিং মেশিন সেকশন থেকে সুতা তৈরি সেকশনে চলে আসলাম। এটা আমাদের বিল্ডিং এর তৃতীয় তালায় অবস্থিত। এখানে বেশ কিছু সুতা তৈরির মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিন গুলো খুব দামি। সবগুলো দেখে দুপুরে খাবার খেতে চলে গেলাম। দুপুরের খাওয়া-দাওয়া করে আবার কাজের জায়গায় চলে আসলাম। কাজের জায়গায় এসে কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে সন্ধ্যা সাতটা বেজে গেল। তারপর অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাজার থেকে কিছু মাছ কিনে নিলাম। তারপর মাছগুলোকে বাজার থেকেই কেটে পরিষ্কার করে বাসায় নিয়ে আসলাম।

20230617_234124.jpg
মাছগুলোকে বাসায় এনে সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর সেগুলোকে বেজে নিলাম। তারপর তরকারি রান্না করা শুরু করলাম। রান্নার কাজ শেষ হলে কিছুক্ষণ বিরতি নিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর ঘুমাবার জন্য শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারাদিন।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary 10 %
Voting CSI4.0 ( 0.00 % self, 36 upvotes, 29 accounts, last 7d )
Period2023-06-20
Transfer to VestingPowerUp : 50.739 STEEM
Cash Out
31.000 STEEM
Result Club5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

Thank you

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57914.43
ETH 2289.91
USDT 1.00
SBD 2.47