Better life with steem. The diary game. 15/3/2024.. the simple easy and busy day..

in Steem For Bangladesh5 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240315_144442.jpg

20240315_093154.jpg

আজকে সকালে ওঠার প্রয়োজন হয়নি কারণ আমি ঢাকা যাত্রাবাড়ী আঢ়ৎ এ এসেছি। রাত ২ টার দিক দিয়ে আরও এসে পৌঁছে মাল গাড়ি থেকে নামিয়ে নিলাম। তারপর আরো তে এসে বসে রইলাম। কতদরে কাঁচামরিচ বিক্রি করিতেছে তা ঘুরে ঘুরে দেখলাম। রাত চারটার দিকে সেহরি খেতে এক হোটেলে চলে গেলাম। সেহরি খেয়ে এখন বসে রইলাম। তারপর আবারও আড়ৎএর মধ্যে চলে আসলাম। এখানে এসে আবারো ঘুরে ঘুরে মাল বিক্রি দেখতেছি। তারপর প্রচন্ড ঘুমের চাপের কারণে পাঁচটার দিকে ঘুমাতে চলে গেলাম। সকাল সাড়ে সাতটার দিকে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আবারো আড়ৎ এর মধ্যে চলে গেল। মাল বিক্রি বাকি রয়েছে কিনা সেটা দেখলাম এবং কত টাকা ধরে বিক্রি করিতেছে সেটাও দেখলাম।

20240315_093203.jpg

যে চার ঘোরে আমরা কাঁচামরিচ বিক্রি করতে দেই সেই চায়ের ঘরে মরিচ বিক্রি করা প্রায় শেষ। তারপর প্রত্যেক আড়ত দারের কাছ থেকে মালের বিক্রয় দর হিসাব করতে বসলাম। তাদের সাথে হিসাব করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগলো। আমরা মোট পাঁচটা আরতে মরিচ বিক্রি করতে দিয়ে থাকি। যার কারণে চৌতা করতে খুব সময় লেগে যায়। চার ঘর থেকে হিসাব করে আরেকটা ঘরে আসলাম।

20240315_144348.jpg

20240315_142408.jpg
ছবিতে যাকে দেখতে পারছেন তার নাম মোঃ মাসুম। যাত্রাবাড়ীতে তার ভালো সুনাম রয়েছে। তার বাড়ি ঢাকা জেলায় কেরানীগঞ্জ অঞ্চলে অবস্থিত। তার আরতে এসে হিসাব করতে বেলা প্রায় চারটা বেজে গেল। তার হিসাব শেষ করে আসরের নামাজ পড়লাম। তারপর আবারো আড়ৎদে এসে ব্যাংকে টাকা লাগাতে গেলাম। টাকা ডাচ-বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লাগানো হয়। সেজন্য সন্ধ্যা পর্যন্ত টাকা ব্যাংকিং করা হয়। টাকা ব্যাংকিং করে আমি যাত্রাবাড়ী থেকে মুগদা অঞ্চলের দিকে রওনা শুরু করলাম।

20240315_172307.jpg

20240315_172017.jpg
কিছুক্ষণ হেঁটে বাসস্ট্যান্ডে চলে আসলাম। যাত্রাবাড়ী বাস স্ট্যান্ড থেকে তুরাগ বাসের মধ্যে উঠে পড়লাম। তারপর বাসের মাধ্যমে যাত্রাবাড়ী থেকে মুগদায় এসে পড়লাম। যাত্রাবাড়ী থেকে মুগদার বাস ভাড়া মাত্র ১০ টাকা। মুগদায় নেমে আমি আমার খালাতো ভাইয়ের বাসায় চলে আসলাম। বাসায় এসে দাঁত ব্রাশ করে গোসল করে নিলাম। তার কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে গেল। সে বাসার মধ্যেই ইফতার সেরে নিলাম। তারপর তাদের বাসার পাশেই মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করলাম। তারপর পুনরায় বাসায় চলে আসলাম। বাসায় এসে বেশ কিছুক্ষণ ফোনে বাড়িতে কথা বললাম। তারপর প্রচন্ড ঘুমের চাপে আমি ঘুমিয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সকলের প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 5 months ago (edited)

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI4.9
Period2024-03-16
Club Status5050
 5 months ago 

Thank you for review my post and suggestion.

 5 months ago 

You shared a fantastic diary with us.Through your diary I came to know that you have done various task in this day. You took ifter at your cousin's house. Best luck brother

 5 months ago 

Thank you for read My post.all the best brother.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59531.52
ETH 2678.46
USDT 1.00
SBD 2.43