Better life with steem. The diary game. 15/04/2024. Got busy working on my arable land and doing business in the afternoons.

in Steem For Bangladesh5 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000027419.jpg
আজকে সকাল ছয়টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার দাঁত ব্রাশ করি। তারপর হাতমুখ ধুই। হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে নিলাম। তারপর ধানের ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম।

1000027403.jpg
বিষ প্রয়োগ করার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ সাথে নিয়ে নিলাম। তারপর হেঁটে আমার ধানের জমিতে চলে আসলাম। তারপর বিষগুলো পানির সাথে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো দেশের ট্যাংকির মধ্যে ঢেলে নিলাম। তারপর পানি ভর্তি করে নিয়ে কাধের সাথে বা বেঁধে স্প্রে করতে শুরু করল। দেড় থেকে দুই ঘন্টার মত সময় লাগলো দেশগুলো জমিতে ছিটিয়ে দিতে।

1000027408.jpg
তারপর আমার মরিচের জমিতে চলে আসলাম। আমি এখন সাধারণ লোক। সারাদিন সংসারের ছোট ছোট কাজগুলো সাধারণত আমাকেই করতে হয়। সকল আবাদি জমিগুলো দেখতে হয়। জমির মধ্যে ছোট ছোট কাজগুলো করতে হয়। ২০ ছিটিয়ে দেওয়ার পর মরিচের জমিগুলো দেখার পর ধানের জমিতে সেচ দেওয়ার জন্য তৈরি হলাম।

1000027412.jpg
প্রথমে সেচ পাম্পটি স্টার্ট করে নিলাম। তারপর আমার জমির থেকে পানি গুলো প্রবাহিত করার ব্যবস্থা করলাম। আমার সাথে আমার ছোট দাদাও ছিল। হাতির নিচে দেখতেই পারছেন সে আমার ছোট দাদা। পাশে যে আরেকজনকে দেখতে পাচ্ছেন সে আমার সম্পর্কে ভাই লাগে। আমাদের আবাদি জমিগুলো একই জায়গায় হওয়ায় একসাথে অনেক কাজ করে থাকি।

1000027420.jpg
বাড়িতে এসে দেখি আমাদের পার্টির আঙ্গিনায় আমার ছোট দাদার ছেলে এবং আমার কাকা তারা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। তাদের সাথে আমি কিছুক্ষণ কথা বললাম। এবং তাদের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর আমি গোসল করতে চলে আসলাম। গোসল করে দুপুরের খাবার খেলাম। তারপর বেশ কিছুক্ষণ বাড়িতে বসে রইলাম। তারপর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম।

1000027427.jpg

1000027421.jpg
বাড়ির পাশে একটা অটো রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। বেশ কয়েক মিনিট দাড়িয়ে থাকার পর অটো রিকশা চলে আসলো। তারপরে সে ছোটে বাজারের উদ্দেশ্যে যেতে শুরু করলাম। ৬ থেকে ৭ মিনিটের মধ্যে বাজারে চলে আসলাম।

1000027441.jpg

1000027445.jpg
বাজারে এসে ছবি উঠিয়ে নিলাম। পরিস ক্রয় করার জন্য বিভিন্ন উপকরণগুলো গুছিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে মরিচ নিয়ে বাজার আসতে শুরু করলো।

1000027446.jpg
সময়ের সাথে সাথে মরিচ ক্রয় করতে শুরু করলাম। সন্ধ্যার দিকে মরিচ কয় পড়া শেষ হলো। তারপর মরিচগুলোকে বস্তা ভর্তি করার উপযোগী করে তোলা হলো। মরিচ ব্যবস্থা করতেই করা হলো। এভাবে সারাদিনের ব্যস্ততার মধ্যে আমার দিনটি কেটে গেল। এ ছিল আজকে আমার সারাদিন। সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
Loading...
 5 months ago 

আসলেই বেশ ব্যস্ততাময় দিন কেটেছে। আর সংসারের ছোট ছোট কাজ গুলো করতেও কষ্ট। যাইহোক বেশ ভালো দিন অতিক্রম করেছেন আপনি।

 5 months ago 

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার ও আপনার পরিবারের সদস্যদের প্রতি শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57326.97
ETH 2428.61
USDT 1.00
SBD 2.32