Better life with steem. The diary game. 10/07/2024. Some busy and simple day.

in Steem For Bangladesh4 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000033901.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
তারপর আমাদের ঘরের মধ্যে কিছু শুকনো মরিচ শুকানোর বাকি ছিল সেগুলোকে শুকাবার জন্য প্রস্তুতি নিলাম।

1000033897.jpg

1000033898.jpg
প্রায় ১০ থেকে ১২ দিন যাবত একটানা বৃষ্টি হওয়ার কারণে মরিচগুলো আদ্র বাতাসে নরম হয়ে গেছে। সেজন্য মরিচগুলোকে ভালোভাবে শুকানোর জন্য আজকে আবারো রোদে বের করে দিতে হচ্ছে। মরিচের সাথে যেন ধুলাবালি না মিশে যায় সেজন্য একটা কাগজ নিচে বিছিয়ে দেয়া হলো। কাগজের উপরে মরিচ সকালে মরিচ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং এর গুণগত মান খুব ভালো থাকে। মরিচের রং ও খুব ভালো হয়। এজন্য আমাদের এলাকার সবাই কাগজের উপরে বা পলিথিনের উপরে মরিচ শুকিয়ে থাকে। আমাদের এলাকা মরিচ এবং ধানের জন্য বিখ্যাত। সারা বছর আমাদের এলাকায় শুকনা মরিচ পাওয়া যায়।

1000033900.jpg

1000033901.jpg
আমার এক চাচাতো ভাই তার কিছু মরিচ বিক্রি করে দিচ্ছে। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। মরিচের দরদাম জিজ্ঞেস করলাম। মরিচের ব্যাপারীরা তারা বলল মরিচ চার হাজার টাকা মণ। আর আমার চাচাতো ভাইয়ের বউ বললেন ৪২০০ টাকা মন। ব্যাপারীরা যে সচরাচর মিথ্যা কথা বলে আজকে তার প্রমাণ পেলাম। তারপর আমি আমার কাজে বের হয়ে পড়লাম।

1000033912.jpg

1000033914.jpg
আমি আমার ফুফাতো বোনের কিছু টাকা উত্তোলন করার জন্য জামালপুর শহরের পাঁচটা আস্তা মোড় নামক স্থানে চলে আসলাম। সেখানে এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে কিছু টাকা উত্তোলন করার পরও আমি আমার বাড়ির দিকে রওনা শুরু করলাম। আবারো অটো রিক্সার মাধ্যমে বাড়িতে আসতে হলো। আমাদের বাড়ি থেকে জামালপুর শহরে গেলে অবশ্যই অবশ্যই মির্জা আজম চত্বর পার হয়ে যেতে হয়। আসার সময় ও মির্জা আজম চত্বর হয়েই আসতে হয়। আজকে প্রচুর গরম হাওয়ায় বাড়িতে এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বেশ কিছু সময় শুয়ে ঘুমিয়ে নিলাম। ‌ ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেলাম।

1000033916.jpg
বাড়িতে এসে একটা কাগজে কিছু একটা আঁকা তে চেষ্টা করলাম। সেজন্য তাকানুর সকল উপকরণগুলো বের করলাম। পরিপূর্ণ ভাবে আঁকানো শেষ হওয়ার আগেই আমি সেটা বন্ধ করে বসে রইলাম। হঠাৎই আমার আঁকানোর প্রতি মনোযোগ নষ্ট হয়ে গেল।

1000033951.jpg

1000033950.jpg
বিকালের দিকে কিছু কাঁচা বাজার ক্রয় করার জন্য আমি আমাদের বাজারে চলে আসলাম। এখানে এসে প্রয়োজনীয় কাঁচা তরকারি গুলো কিনলাম। বাজারেও অতিরিক্ত গরম অনুভূত হওয়ায় আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হলাম। তারপর বাড়িতে বসে রইলাম। আসলে আমাদের এলাকায় বন্যার পানি প্রবেশ করায় তেমন কোনো কাজ নেই।

1000033954.jpg

1000033952.jpg
সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে বন্যার পানি দেখলাম। তারপর বেশ কিছু ছবি তুললাম। সন্ধ্যার সময় হওয়ায় চতুর্দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। বাহিরে দাঁড়িয়ে থাকলে শরীর অল্প কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। মাগরিবের সময় আমি মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসলাম। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত সাড়ে আটটার দিকে রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের প্রতি শুভকামনা রেখে এখানেই শেষ করলাম সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 4 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 4 months ago 

Thank you up vote My post.

 4 months ago 

সুন্দর দিনের সুন্দর একটি ডায়েরি গেম আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন আপনি।শুকনা ঝালের ব্যবসা মনে হচ্ছে আপনাদের দিকে রমরমা ভাবে চলে।আপনার আর্টটি ভালোই হচ্ছে এভাবে এগিয়ে যান জয় নিশ্চিত।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ার জন্য। আপনার আগামীর দিন গুলো ভালো হোক।

 4 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI6.1
Period2024-07-11
ResultNo Club
 4 months ago 

Thank you for review my post and suggestion.

 4 months ago 

10:07 AM
You sent
It is every man's responsibility to do something else besides work. I also did trade air drops and project business over the phone besides work. Besides, it turned out that I had more income from here than work. Unfortunately I have left the job now. Coming home and working on steemit and I think this is my DPS. How many dollars after three years is more than the bank? Actually it will be more than that. Because there will be more profit here than the bank, inshallah.so i love steemit

 4 months ago 

অনেক ভালো লাগলো আপনার ডায়েরি পড়ে,অনেক সুন্দর করে আপনার সারাদিনের কার্যকলাপ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন,আপনার ডায়েরি পড়ে শুকনো মরিচের দাম সম্পর্কে জানতে পারলাম,আর এখন কাচা মরিচের দাম আকাশ ছুয়ে যাচ্ছে, যাইহোক ভালো থাকবেন প্রিয় ভাই

 4 months ago 

ভাই আপনি আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার প্রতি আমার শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75969.36
ETH 2843.76
USDT 1.00
SBD 2.56