Better life with steem. The diary game. 03/02/2024/. My some busy day.
আজকে সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আজকেও প্রথমে আমি আমার দাঁত ব্রাশ করে নিলাম। তারপর হাতমুখ ধুলাম। সকাল ৯ টার দিকে সকালের খাবার খেলাম। তারপর ঘরের বাহিরে এসে সকালে রোদের মধ্যে কিছুক্ষণ বসে রইলাম। গতকালকের তুলনায় আজকে অনেক ভালো রোদ উঠেছে। শীতের দিনের সকালের রোদ খুবই ভালো লাগে।
কিছুক্ষণ রোদে বসে থাকার পর আমি আমার ধান নিয়ে নিয়ে ভাঙ্গাতে চলে গেলাম। সেখানে গিয়ে ধানগুলো মিলে ভাঙ্গিয়ে সেগুলো সাইকেলের মধ্যে নিয়ে আবারো বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ বসে রইলাম।
বাড়ি থেকে সাইকেল নিয়ে আমি আমার আবাদি জমিগুলো দেখতে চলে গেলাম। শুরুতেই আমি ভুট্টার ক্ষেত দেখতে চলে গেলাম। এই জমিতে কিছুদিন আগে পোকা নিধন করার বিষ প্রয়োগ করেছি সে সাথে আগাছা নিধন করার বিষ প্রয়োগ করেছি। সেই বিষগুলো ভালোভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্যই আজকে এই জমিতে এসেছি। ভুট্টার জমি দেখে আমি আমার মরিচের জমিতে চলে আসলাম।
মরিচের চারা গুলোতে কোন প্রকার পোকামাকড় আক্রমণ করেছে কিনা সেটা খুব খেয়াল করে দেখলাম। মরিচের গাছের মরিচের ফুল সঠিকভাবে ফুটতেছে কিনা সেটাও দেখলাম। সম্পূর্ণ ক্ষেত চতুর্দিকে ঘুরে দেখে বাড়ির দিকে চলে আসলাম।
বাড়িতে এসে দেখি আমার এক ছোট ভাতিজা খটকাটার জন্য খড় কাটার পয়েন্টে বসে রয়েছে। সে কাঁচি ছাড়াই ঘরগুলো কাটার মত ভান করতেছে। তার এইসব দেখে আমরা হাসাহাসি করলাম। তারপর আমি দুপুরের গোসল করার জন্য তৈরি হলাম। গোসল করে কিছুক্ষণ রোদে আবারো দাঁড়িয়ে রইলাম। দুপুর দুইটার দিকে দুপুরের খাবার খেলাম।
দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বাড়িতে বিশ্রাম নিয়া আমি বাজারের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। বাজারে গিয়ে প্রতিদিনের মতো মরিচ ক্রয় করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আজকে আমাদের বাজারে মরিচ প্রতি কেজি ৩২ থেকে ৩৩ টাকা দরে ক্রয় করা হচ্ছে। এভাবে ক্রয় করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বস্তাগুলোকে সাজিয়ে ট্রাকের মধ্যে উঠানো হলো। ট্রাকের মধ্যে উঠিয়ে মালগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল।
ট্রাক আমাদের বাজার থেকে ছেড়ে যাওয়ার পর আমরা আমাদের প্রতিদিনের মতো চূড়ান্ত হিসেবে বসে পড়লাম। হিসাব করতে করতে রাত সাড়ে দশটা বেজে গেল। তারপর বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে রাতের খাবার খেলাম।। তারপর কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়লাম। এ ছিল আজকে আমার সারা দিন। সবার প্রতি শুভকামনা রেখে আজকের মত এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। |
---|