Better life with steem. the diary game.01/08/2023. Simple day..

in Steem For Bangladeshlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

GridArt_20230802_123045462.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।
তারপর সকালের খাবার খাই।
আজকের তেমন কোন কাজ নেই তাই বাড়িতেই বসে ছিলাম। বাড়িতে বসে একটা গাছের নিচে গল্প করিতেছিলাম।

20230718_101306.jpg
গল্প করার মাঝে হঠাৎ আমাকে আমার বাড়ি থেকে ডেকে পাঠালো। আমার বাড়ি তে আমি যাবার পর কিছু ধান ধানের মিল থেকে চাল করার জন্য নিয়ে যেতে বলল। তারপর আমি কিছু ধান নিয়ে ধানের মিলের দিকে রওনা করলাম। একটা বাইসাইকেলের মাধ্যমে ধানের বস্তা টা নিয়ে গেলাম। ধানের মিলের কাছে গিয়ে দেখি ধান ভাঙ্গানোর জন্য সিরিয়াল পড়ে গেছে। তাই কিছুক্ষণ এদিক-ওদিক ঘুরতে থাকলাম।
20230718_101914.jpg

20230718_101839.jpg
ছবিতে যে ব্রিজ দেখতে পারছেন সেটা ঝিনাই নদীর উপর নির্মাণ করা হয়েছে। এই নদী একটা শাখা নদী। যেটা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে বেরিয়ে এসেছে। এক সময় এই শাখা নদীতেও প্রচুর পানি প্রবাহিত হতো। বর্ষা মৌসুমে এখানে প্রচুর স্রোত থাকতো। নৌকাতে পারাপার হতে গেলেও খুব কষ্ট হতো। পানির স্রোতে নৌকা অনেকদূর নিয়ে চলে যেত। কিন্তু কালের পরিক্রমায় এখন আর সেরকম পানি প্রবাহিত হয় না। তাই এখন এই নদীতে প্রচুর পরিমাণ কচুরিপানা জড়ো হয়েছে। নদীতে পানি চলাচল না করার কারণে অনেকদিন যাবত থেকে যায়। শুকনো মৌসুমে এই নদীটি এখন শুকিয়ে যায়। নদীর তলদেশে ধান উৎপাদন করা হয়। যা আজ থেকে ২০ বছর আগে সম্ভব হতো না।

20230718_102547.jpg

20230718_102534.jpg
কিছুক্ষণ ব্রিজের নিচে ঘোরাঘুরির পর রাস্তার পাশে এসে গাছের নিচে বাতাসের মধ্যে বসে পড়লাম। অনেক ক্ষণ বসে রইলাম কারণ বিদ্যুৎ চলে গেছে। সেজন্য অপেক্ষা করতে হলো বেশ কিছুক্ষণ।

20230718_103509.jpg

20230718_103246.jpg
পাশে একটা দোকান আছে। এই দোকান আমার চাচাতো ভাইয়ের। তার নাম মোঃ আব্দুর রাজ্জাক। সেখানে গিয়ে তার সাথে কিছুক্ষণ তথ্য আদান প্রদান করলাম। তার দোকানে বিক্রি কেমন হয় তা জিজ্ঞেস করলাম। আব্দুল রাজ্জাক ভাই বলল বেশ ভাল বেচাকেনা হয় আল্লাহর রহমতে। আব্দুর রাজ্জাক ভাই তার বাবা-মার বড় ছেলে সন্তান। আর আরেকজন ছোট ভাই রয়েছে তার নাম মোঃ সাজ্জাদ হোসাইন। সেও রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবসা করে থাকে। দুজনেরই আলাদা সংসার রয়েছে। তারা এই ব্যবসার পাশাপাশি কৃষি কাজ করে থাকে। অনেকক্ষণ আলাপ করার পর যখন বিদ্যুৎ আসে তখন আমি ধানের মিলে চলে আসি। এসে ধান থেকে চাল করার কাজে লেগে যায়। আমার ধান ভাঙ্গানো শেষ হলে আমি আমার বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে গোসল করে নিলাম। গোসল করার পর আমি দুপুরের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলাম। বিকেল পাঁচটার দিকে আমি আমাদের গ্রামের বাজারে চলে গেলাম। সেখান থেকে কিছু বাজার সন্ধ্যার দিকে আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে পুনরায় হাত মুখ ধুয়ে নিলাম। তারপর কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম। রাত দশটার দিকে রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারাদিন।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  

this is really amazing content

 last year 

Thank you for read My post.

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @msharif

Screenshot_20221130-164846_Canva.jpg

 last year 

Thank you steemcuraror04.

 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary 10 %
Voting CSI2.9 ( 0.00 % self, 50 upvotes, 25 accounts, last 7d )
Period2023-08-02
Result Club5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

Thank you for read My post and suggestion.

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30