The Shopping Game -Season 6.

in Steem For Bangladeshlast month (edited)

আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি @alomgir121 আজকে আপনাদের সাথে the shipping game-season 6 নিয়ে একটি ব্লগ শেয়ার করবো।আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
বন্ধুরা আজকে আপনাদেরকে আমার দোকানের মাল কেনার অভিজ্ঞতা শেয়ার করবো।
IMG_20240625_144305.jpg
প্রিয় বন্ধুরা আমার একটি হার্ডওয়্যারের দোকান রোয়েছে। দোকানের নাম হোচ্ছে মা-বাবার দোয়া হার্ডওয়ার। আমার দোকান টি কোটচাঁদপুর বাস ইষ্ট্যান্ড , ঝিনাইদাহে অবস্থিত। তো আমার দোকানের জন্যে বিভিন্ন সময় নানান রকমের মালামাল ক্রয় করতে হয়।তো আমি ঢাকা থেকেই বেশিরভাগ মাল ক্রয় করে থাকি।কারন ঢাকায় বেশ কিছু বড় বড় পাইকারি দোকান রোয়েছে।তাদের কাছথেকে কম দামে মাল ক্রয় করা যায়।তা ছাড়া চিটাগাং থেকেও মাল ক্রয় করি।
যেমন পিভিসি নেট
IMG_20240603_130938.jpg
সমিলের গাছ কাটার করাত।
IMG_20240624_085239.jpg

IMG_20231108_170317.jpg ব্যাটারির পানি।এই গুলা এসিড ব্যাটারি তে দিতে হয়।যেমন আই পি এস।ইজি বাইক,মটর গাড়ির ব্যাটারি ইত্যাদি।
IMG_20230213_145227.jpgএটা হোচ্ছে রেচিড সেট।এটা দিয়ে সব ধরনের নাট, খুব সহজে খোলা যায়।প্রাই প্রতেকটা গ্যারেজে এই মাল ব্যাবহিত হয়।

IMG_20240625_145543.jpgএটা হোচ্ছে ডিফেন্সিয়াল মটর।এই মটর সব ধরনের ডিফেন্সিয়াল গারির জন্য প্রয়োজন। যেমন বোরাক,মিশুক,অটোরিকশা ইত্যাদির

IMG_20240625_145451.jpgএটা হোচ্ছে কন্ট্রোলার বক্স।ব্যাটারি চালিতো সকল ধরনের গারির জন্যা এটা।

চেইনছো মেশিন।
IMG_20240625_145357.jpg
![IMG_20240625_150826.jpg]এই মেশিনটি সাহায্যে এই গাছগুলোকে এভাবে কাটা হয়েছে। খুব অল্প সময়ে এই গাছগুলোকে কাটা হয় এই মেশিনের দ্বারা।
IMG_20240625_150826.jpg
তার পরে আরো অনেক ধরনের মেশিন রোয়েছে।
IMG_20240625_150324.jpg

IMG_20240625_154239.jpgএই সকল ধরনের মালামাল আমি ঢাকা এবং চিটাগাং থেকে ক্রয় কোরে থাকি।তবে বর্তমানে আমাদের মাল কিনতে, খুবই সুবিধা হয়। কারণ এখন আমাদের আর ঢাকাতে যেয়ে, দেখে মাল কিনতে হয় না। এখন ফোনে ছবি দেখে মাল অর্ডার করে দেই, এবং অনলাইনে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেই। আর বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যোমে আমাদের মাল চলে আসে। আমরা এই সুবিধা পেয়েছি বোলে।আমাদের টাকা ও সময় উভয়ই বেঁচে যায়।
তবে একবার ঢাকা থেকে মাল কিনতে গিয়ে, একটা ঝামেলার শিকার হোই।আমি মাল ক্রয় করার পরে আমার ঠিকানা দিয়েছিলাম কোটচাঁদপুর ঝিনাইদহ। কিন্তু দোকানদার ভুল করে কুমিল্লা চাঁদপুর পাঠিয়ে দেয়।তো সেই মাল আনতে খুব ঝামেলা হোয়ে গিয়ে ছিলো।তাছারা কখোনো কোনো সমস্যা হয়নি।তো এই ছিলো আমার আজকের The shipping game ব্লগ।সেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধ্যোন্যাদ,আল্লাহ হাফেজ @jubayer687728 @mostofajaman @shakilkhan
লেখোক@alomgir121

Sort:  
 last month 

সবকিছুই ঠিক ছিলো, কিন্তু আপনার ট্যাগগুলো সংশোধন করুন প্রিয় ভাই।

রাইট ট্যাগ 👉steem4bangladash , club5050

Thank you brother

 last month 

Most welcome💐

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68021.51
ETH 3262.66
USDT 1.00
SBD 2.67