Betterlife // The Diarygame 28-06-2024 // A very nice day

in Steem For Bangladeshlast month (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি @alomgir121 আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
বন্ধুরা প্রতিদিনের মতো, আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে। প্রথমেই steemit একাউন্টে ঢুকে নোটিফিকেশন চেক করলাম। তারপরে বিছানা থেকে উঠে ব্রাশ করে, গোসল করে, নাস্তা সেরে নিলাম।
IMG_20240628_081444.jpg আজকে সকালে আবার, আমাদের এই খানে বৃষ্টি হোচ্ছিলো।তাই একটু অপেক্ষা করছিলাম।তারপর বৃষ্টির সেরে যাওয়ার পরে,রিকশা যোগে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।
IMG_20240628_082843.jpg
তারপর দোকানে গিয়ে, দোকান খুলতে না খুলতেই কাষ্টোমার হাজির।তাই সাথে সাথে বেচাকেনা শুরু করলাম।এর পরে একটা কাষ্টমারের সাথে, চা খেতে গেলাম। আমার দোকানের পাশের চায়ের দোকানে।আজকে যেহেতু শুক্র বার তাই, অন্যান্য দিনের তুলনায় কাস্টমার কম ছিল। তাই এই ফাঁকে আমি এস্টিমেট একাউন্টে ঢুকি,এবং বিভিন্ন পোষ্ট গুলো পরি ও আপ ভোপ দেই।এভাবেই টুকটাক করে দোকান বন্ধো করে দেই। কারণ আজকে যেহেতু শুক্রবার, তাই আমি আধা বোলা দোকান বন্ধো রাখি। আমি দোকান বন্ধ করে রিকশা যোগে আবার বাড়িতে ফিরে আসি।তো বাড়িতে এসে একটু রেস্ট নেই। এবং দুপুর হয়ে আসছিল তাই আমরা একটু সিঙ্গারা দিয়ে নাস্তা করে নিলাম।
IMG_20240628_123405.jpg
নাস্তা করে, আমি জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে। চোলে গেলাম নামাজ পড়তে।
IMG_20240628_143926.jpg
নামাজ শেষে বন্ধুদের সাথে একটু সময় এক্সপ্লেন করে তারপর বাড়িতে চলে আসি।বাসায় এসে সবার সাথে একসাথে বসে লাঞ্চ করি
IMG_20240628_145628.jpgলাঞ্চ করা হয়ে গেলে। একটু বেড রেস্ট নিয়ে নেই।তারপর ঘুম থেকে উঠে একটু আমাদের বাড়ির পেছনে, নদীর পাড়ে ঘুরতে যাই। আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল। তাই বিকেলের পরিবেশটা খুবই মনোরম ছিল।
IMG_20240628_171506.jpg

IMG_20240628_171355.jpg

IMG_20240628_171206.jpg

IMG_20240628_170602.jpg
তাই আমি এখানকার প্রকৃতির কিছু ছবি তুলে নিলাম।তারপরে ওইখান থেকে আসার সময় আমাদের সবজি বাগানে।কি সুন্দোর ফলন হোয়েছে সেটা দেখলাম।

IMG_20240628_170403.jpg

IMG_20240628_170225.jpg

IMG_20240628_170335.jpgতার পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমার যে কবুতর এবং হাঁস মুরগি আছে,সেগুলোকে খাবার দিলাম।অন্যান্য দিন আব্বু আম্মু এগুলো করে। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, আমি বাড়িতে ছিলাম তাই এই গুলো আমি করলাম। সত্যি কথা বলতে, আমার হাঁস মুরগি এবং পশু পাখির লালন পালন করতে খুবই ভালো লাগে। তো এগুলো সবকিছু করতে, করতে, সন্ধ্যা হয়ে গেল। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করলাম।বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ব্লগ ছিলো। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামুয়ালাইকুম।
লেখক @alomgir121

Sort:  
 last month 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified Userx
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI00
Club Status5050
Period2024-06-29

পোস্ট এর মান বৃদ্ধির চেষ্টা করুন এবং ছবি ধারণ করার ক্ষেত্রে মোবাইলটা আড়াআড়ি ভাবে ধরে ধারণ করুন।

thank you so much brother I will my best try.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68021.51
ETH 3262.66
USDT 1.00
SBD 2.67