Betterlife // The Diarygame 26-09-2024 // A very nice day
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হোলাম।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠি। তারপরে দাঁত ব্রাশ করে গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করি। প্রতিদিনের মতো আজকে আর আমার ফার্মের হাঁস, মুরগি এবং কোয়েল পাখি, কবুতরকে খাবার দিতে হচ্ছে না। কারণ আমি আজকে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি। তো এরপরে আমি নাস্তা শেষ করে, আমি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তারপরে দোকানে আসি দোকানে এসে আমি একটু বাসায় যাই। বাসায় গিয়ে কিছু বাজার করে দিয়েছি। তখন খুব একটা দুঃখের খবর শুনতে পাই। কারণ গতকাল রাতে আমি বাসায় ছিলাম না। সেই সুযোগে আমার যেই খরগোশগুলো ছিল, সেই খরগোশগুলোর ভিতর থেকে একটা খরগোশকে কুকুর ধরে নিয়ে যায়। তো শুনে খুব মন খারাপ হলো। কারণ এগুলো কিছুদিনের ভিতরেই বাচ্চা দিত। যাইহোক যদি কুকুর নিয়ে যায় তা তো আর কিছু বলার নেই।তাই মনটাকে শান্তনায় দিয়ে আমি দোকানে চলে আসলাম।
এরপর দোকান খুলে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করলাম। আজকে আমার দোকানে সকালবেলা ট্রান্সপোর্ট থেকে ব্যাটারি দিয়ে যায়। ব্যাটারি নিয়েছিল একজন কাস্টমার তার ব্যাটারিগুলো দোকানে ঢুকলে,সেগুলো কার্টুন থেকে আনবক্সিং করি।কারণ এগুলোতে এসিড পানি করতে হবে তাই।
এগুলো হচ্ছে কিং পাওয়ার ব্যাটারি ১৬০ এম্পিয়ার ইজি বাইকের জন্য। ব্যাটারিগুলো সার্ভিস খুবই ভালো এবং খুবই মানসম্মত। তাই আমাদের এই অঞ্চলে অনেকেই এই ব্যাটারি ব্যবহার করে থাকে।তো এরপরে ব্যাটারিগুলোতে আমি পানি ভরে দেই।পানি ভরার পরে ব্যাটারিগুলো অনেক গরম হয়। তাই ঠান্ডা হতে রেখে দেই। এরপরে দোকানে অনেক কাস্টমার আসে, তাদের কাছেও বেশ কিছু মাল বিক্রি করি। তার মধ্যে দুপুর হয়ে যায়। তখন আমি লাঞ্চ সেরে নেই।তো দুপুরে পরপরই আমার একটা পার্সেল আসে। ইস্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে। কারন আমি আল হিবা থেকে একটা আতরের কম্বো প্যাক অর্ডার করেছিলাম। তখন ডেলিভারি ম্যান আমার দোকানে আমার পার্সেলটা বুঝিয়ে দিতে আসে।
তারপরে আমি ডেলিভারি ম্যানে কাছ থেকে নিজ দায়িত্বে আমার পার্সেলটা বুঝে নাই। এবং তারপরে তাকে বিল পেমেন্ট করি। কারণ এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। তো এরপরে আমি আমার দোকানে আবার বেচাকেনা শুরু করি। অনেকগুলো কাস্টমার আসে, তাদের কাছে বেশ কিছু মাল বিক্রি করি। এভাবে করতে করতে এক সময় সন্ধ্যা হয়ে আসে। তারপর আমি দোকানে হিসেব শেষ করে, দোকান বন্ধ করে দেই। কালকের মত আজকেও আমি আমার বাসায় যাচ্ছি না। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি।কারণ এখানে আমার স্ত্রী এবং ছেলে আছে তাই।তারপর আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসি সবাই একসাথে এবং অনেক মজা করি। খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করি তারপরে ঘুমাতে চলে যাই। প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম, আল্লাহ হাফেজ।
লেখোক @alomgir121
Hi, Greetings, Good to see you Here:)
আপনার ক্লাব ট্যাগ লেখা সঠিক নয়। আশাকরি সংশোধন করে নিবেন।
আসসাামুআলাইকুম ভাই, ধন্যবাদ আপনাকে আপনার আজকের ডাইরি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ডাইরিটা আমি সম্পূর্ণ পড়েছি। আপনি খুব সুন্দর করে আপনার দিনলিপি বর্ণনা করেছেন। আপনার একটা খরগোশ কুকুরে খেয়ে ফেলেছে। আসলে এটা খুবই দুঃখের খবর। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে আপনি আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনার আতরের কম্বো প্যাকটা খুবই সুন্দর। আতরের বক্সটা খুব সুন্দর করে কেলিওগ্রাফি লেখা দিয়ে সাজানো। আতরের ঘ্রাণটা মনে হয় ভালো হবে তাই তো আপনি এই কম্ব প্যাকটা অর্ডার করেছেন। আপনার জন্য রইল অনেক শুভকামনা ।সামনে এইভাবে এগিয়ে যান।