Betterlife // The Diarygame 26-08-2024 // A very nice day

in Steem For Bangladesh14 days ago

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আমি @alomgir121 আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লক শেয়ার করতে আসলাম ।
প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি, তাই আবার ঘুমিয়ে পড়ি। এরপরে বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠি।এর পরে বাহিরে গিয়ে হাসঁ, মুরগি,কবুতর ও কোয়েল পাখি গুলোকে খেতে দেই।তারপরে দাত ব্রাশ কোর,গোসল কোরে নাস্তা করি।আজ বৃষ্টি হোয়েছে বোলে আম্মু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেন।
IMG_20240826_102834.jpg
তারপরে নাস্তা সেরে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।আজকে বৃষ্টি ছিলো তাই সাথে কোরে ছাতা নিয়ে নিলাম।
IMG_20240826_113933.jpg
এর পরে দোকানে গিয়ে দোকান খুলি। তারপরে দোকান গুছিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।আজ বৃষ্টির কারনে মানুষ কাজে আসেনি তাই বেচাকেনা তুলনামূলক খুবি কম ছিলো। সারা দিন বোসে বোসেই পার করার মতো।তো তার পরে যোহরের আযান হোলে নামাজ আদায় কোরে আসি।এর পরে দুপুরের খাবার সেরে নেই। এর মধ্যে আমি বৃষ্টি ভেজা প্রকৃতির কিছু ছবি তুলি।
IMG_20240827_200124.jpg

IMG_20240827_200027.jpg

IMG_20240827_195917.jpg
তার পরে সারাদিন অলস সময় অতিবাহিত করি। এর পরে রাত হোয়ে আসলে হিসেব শেষ কোরে দোকান বন্ধো কোরে দিয়ে বাড়িতে চোলে জাই। তার পরে বাসায় এসে কোয়েল পাখি ও মুরগি গুলোকে কাবার ও পানি দেই।তার পরে রাতের কাবার খেয়ে সুতে যাবো ঠিক ওই সময় ভাবলাম, ইনকিবিউটর টা একটু চেক করি, কারন সেকানে যে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম সেগুলো ফোটার সময় হোয়ে এসেছে। তারপরে ইনকিবিউটর খুলে দেখি সত্যি সত্যিই বাচ্চা ফুটেছে।
IMG_20240827_001121.jpg

IMG_20240827_001107.jpg

IMG_20240827_001040.jpg
বাচ্চা গুলো দেখে খুব ভালো লাগছিল। অনেক কিউট কিউট বাচ্চা গুলো বের হয়েছে এবং খুবই চঞ্চল। শুধু দৌড়াদৌড়ি করতেছিল মেশিনের ভিতরে। তারপরে আমি মেশিনের ভিতরে কিছু পোল্ট্রি ফিডগুলো করে বাচ্চাদেরকে খেতে দেই।। কারণ ইনকিউবেটরের থেকে বাচ্চা ফোটার পরও বাচ্চাগুলোকে মিনিমাম ১২ ঘন্টা রাখতে হয়। সেজন্য আমি আর বের করিনি সেগুলোকে মেশিনের ভিতরে রেখেছি। এরপরে ইনকামের মেশিনের দরজাটা বন্ধ করে দেই।
তারপরে আমি বাসায় কিছু বিটল পোকা চাষ করি। সেগুলোকে দেখলাম, যে কি অবস্থা খাবার আছে কিনা। তো গিয়ে দেখলাম যে এখানে খাবার নেই। তারপরে আমি একটা মিষ্টি কুমড়া কেটে তাদেরকে খেতে দিলাম।
IMG_20240827_001810.jpg

IMG_20240827_001805.jpg

IMG_20240827_001734.jpg

IMG_20240827_001152.jpg
তারপরেও সাবান দিয়ে ভালোমতো হাত মুখ ধুয়ে শুতে চলে যায়।
প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। যে ব্লগ টি কেমন হলো। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।
লেখোক @alomgir121

Sort:  
Loading...
 5 days ago 

🌞 "দিনের শুরুতে ১২ ঘন্টা রাখতে হয়েছিল, সেজন্য আমি সেগুলোকে মেশিনের ভিতরে রেখেছি। পরে ইনকামের মেশিনের দরজা বন্ধ করে দেয়া।
তারপরে আসে বাহাইর, বাসায় ১টা মিষ্টি কুমড়া চাষ করি। দেখে দেখে ১টা নেই। হঠাৎ ভাবে, এগুলোদের শিফা করি মিষ্টি কুমড়া খাওয়ার জন্য।
তারপরে এসে গেলাম ১টা বাথরুমে, সাবানের চিকিৎসা দেই হাত মুখ ধুয়ে।
প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।
আগামী দিন হবে, অধিক বা অল্প। উচিৎ নাই সবাইকে এভাবে জানাতে থাকি।
আমার ব্লগ টির দিকে এসুন, ধন্যবাদ। @alomgir121"

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56912.97
ETH 2334.70
USDT 1.00
SBD 2.37