Betterlife // The Diarygame 13-07-2024 // A very nice day

in Steem For Bangladesh3 months ago

সালামুআলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি @alomgir121 আজকে আপনাদের মাঝে, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।
আজকে সকালে ঘুম থেকে উঠে, প্রথমে আমার মোবাইল ফোনটি হাতে নেই। এবং স্টিম নোটিফিকেশন চেক করি। তারপর বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করে, ফ্রেশ হয়ে নাস্তা করি।এরপরে দোকানের উদ্দেশ্যে রওনা হই।
IMG_20240714_000209.jpg
বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথেই, আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছে বেশ কিছু কাঁঠাল ধরেছিল।
IMG_20240713_093846.jpg

IMG_20240713_093833.jpg
তো কাঁঠাল গুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল তাই একটা ছবি তুলি।
কাঁঠাল গুলোর সাইজ সব একই রকম হওয়াতে, দেখতে বেশ সুন্দর লাগতেছিল গাছের ভিতর ঝুলে থাকতে।এরপরে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি এমনিতে একটু হাঁটতে পছন্দ করি। তাই আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে যাই প্রতিদিন। তারপর আমাদের বাজারে গিয়ে সেখান থেকে একটি রিকশায় উঠলাম।তারপরে দোকানে পৌঁছে গেলাম।
IMG_20240713_231633.jpg
দোকানে গিয়ে আব্বু যেহেতু সকাল বেলা এসে দোকান খুলেছিল। তাই আমি একটু পরে দোকানে এসেছি। তারপরে আমি গিয়ে দোকানে যা বেচাকিনা হয়েছিল, সেগুলো হিসাব করে বুঝে নেই। এরপর আব্বু বাসায় চলে আসে। এবং আমি দোকানদারি করি। তো আমি বেশ কিছু মাল কাস্টমারের কাছে বেচাকেনা করি।এর পরে একটু নাস্তা কোরে নেই। বাড়ি থেকে আসার সময়,
IMG_20240627_122630.jpg
আমার সাথে এই ফল গুলো দিয়ে দেয়।
এর পরে আরো বেশকিছু কাষ্টোমার আসে,তাদের কাছেও মাল বিক্রি করি।এবং বেচাকেনার ফাকে ইস্টিমিটে ঢুকে বিভিন্ন পোষ্ট পরি ও আপ ভোট দেই এবং কমেন্ট করি।এভাবে প্রাই দুপুর হোয়ে যায়া।তারপর আব্বু বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসে।তখন আমি আর আব্বু একসাথে দুপুরের খাবার সেরে নেই।তার পরে আব্বুকে ডাজবাংলা ব্যাংকে পাঠাই। কিছু পার্টিকে টাকা দেয়ার জন্য।আর এই দিক দিয়ে আমি দোকানের কাষ্টোমার হ্যান্ডেল করি।তারপরে জখোন সন্ধ্যা হোয়ে আসে।তারপরে আমি দোকানের হিসেব কোরতে বসি।কতো টাকা বেচাকেনা হোলো সারা দিনে, সেগুলো খাতায় লিখি।তার পরে একটু চা বিরতি নেই।আমার দোকানের পাশের দোকানে গিয়ে আক কাপ চা খেয়ে নেই।তারপরে কিছু কাষ্টমাদের থেকে টাকা আদায় করি।এরপরে খ্তায় হিসেব কোরে,ক্যাশ মিলিয়ে দোকান বন্ধ কোরে দেই।এর পরে আবার রিকশায় কোরে বাড়িতে চোলে আসি।বাড়িতে এসে ফ্রেশ হোয়ে, আমাদের বাড়ির পাশের একটা চায়োর দঁকানে যাই।সেখানে গিয়ে কেরামবর্ড খেলা দেখি এবং চা খাই।
IMG_20240713_231540.jpg
সেখানে বেশ কিছু সময় থাকার পরে, বাড়িতে চোলে আসি।বাড়িতে এসে রাতের খাবার সেরে নেই।তারপরে ইস্টিমিটে ডায়রি গেম পোষ্ট লেখা শুরু করি।
প্রিয়ো বন্ধুরা আজকে এই পর্যন্ত। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের কে অসংখো ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified UserPending progress-1
Voting CSI[ ? ] ( 0.00 % self, 15 upvotes, 11 accounts, last 7d )
Result Newcomer
 3 months ago (edited)

সুন্দর করে ব্লক করেছেন ভাই। আমি কেরাম বোর্ড খেলতে পছন্দ করি। আনন্দের সাথে বন্ধুদের নিয়ে খেলতাম। এখন মিস করি। আপনার দিন গুলা সুন্দর হোক ও দ্রুত উপরে উঠতে পারেন দোয়া রইলো। আর কাঠালের দাওয়াত দিতে ভুলবেন না 😋

 3 months ago 

Dear brother, আপনার কাঁঠালের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আসলেই কাঁঠালগুলো সব একই সাইজ তো দেখতে বেশ ভালো লাগছে। কাঁঠাল আমার অনেক ফেভারিট কিন্তু গরমের জন্য তেমন একটা খাওয়া হয় না। আপনার ব্লগ টি ভালো হয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69