Betterlife // The Diarygame 09-08-2024 // A very nice day

in Steem For Bangladesh3 months ago

আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই পাশেই থাকবেন ধন্যবাদ।
বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, ঘুম থেকে উঠে আমার ফোনে ইন্টারনেটে চালু কোরে। steemit এ ঢুকে নোটিফিকেশন চেক করি। তারপর বিছানা থেকে উঠে। আমার ইনকিউবেটর মেশিনটা চেক করি। আমি কিছুদিন আগে,বেশ কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। আমার ইনকিউবেটর মেশিনের ভিতরে।মেশিনের ভিতরে ডিম গুলো ফুটে বাচ্চা বের হওয়া শুরু করেছে কিনা সেটা দেখার জন্যে।মেশিনের দরজা খুললাম। দরজা খুলতেই দেখি , বেশ কিছু ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেছে, আরো অনেকগুলো মুখ খুটিয়ে রেখেছে সেগুলো থেকেও বাচ্চা বের হবে।
IMG_20240716_230419.jpg
আমি জেই বাচ্চাগুলো ফুটেছিল, সেই বাচ্চা গুলোকে মেশিন থেকে বের করেছি ।এবং সেগুলোকে অন্য একটা খাঁচার ভিতর ব্রুডিং এ রাখার ব্যবস্থা করেছি।
IMG_20240716_231817.jpg
বাচ্চা গুলোকে দেখে, আমার খুব আনন্দ হচ্ছিলো। এবং দেখতে খুব কিউট লাগছিলো, আর কোয়েল পাখির বাচ্চা এমনিতেই খুব দুরন্ত হয়,একদিন বয়সের বাচ্চা আপনি হাতে রাখতে পারবেন না। এদিক ওদিক দিয়ে লাফিয়ে, লাফিয়ে পড়ে যায়। যাইহোক তারপরে দাঁত ব্রাশ করে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, নাস্তা করতে বসলাম। তারপর নাস্তা শেষ করে, দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দোকানে যাওয়ার সময় একটা ছবি তুলে নিজেকে
ফ্রেম বন্দি করলাম।
IMG_20240809_154709.jpg
তারপর দোকানে এসে দোকান ঝাড় পোছ করে দোকানে বেচাকেনা শুরু করলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল,তাই অনেক প্রতিষ্ঠান ও ব্যবসা বন্এজন্য আজকে বেচাকেনাটা অনেক কম ছিল। যাইহোক টুকটাক, টুকটাক করে বেশ কিছু মানুষের কাছে বেচাকেনা করলাম। তারপর যেহেতু আজ শুক্রবার, তাই সাড়ে বারোটার দিকে জুম্মার আযান হয়ে যায় । তারপর আমি দোকান বন্ধ করে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।এবং বাসায় এসে পাঞ্জাবি পড়ে মসজিদের উদ্দেশ্য রওনা দেই। এরপর নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরে খাবার সেরে নেই। খাওয়া-দাওয়া শেষে আমরা একটি সমাবেশে যোগদান করি।
IMG_20240809_163759.jpg
আমার সাথে আমার কয়েকজন বন্ধু ছিল সেই সমাবেশে। সমাবেশ শেষ করে আমি দোকানে এসে পড়ি। এবং বেচাকেনা শুরু করে দেই। এরপরে যখন সন্ধ্যা হয়ে যায়। তখন আমি দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নেই। তারপর দোকান বন্ধ করে সোজা বাসায় চলে আসি।প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই ছিলেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
লেখক @alomgir121

Sort:  
 3 months ago 

আপনি আপনার ডায়েরি গেম এ মোট চারটি ছবি ব্যবহার করেছেন। যার মধ্যে দুটি ছবি গত মাসের। ডায়েরি গেম প্রকাশনার ক্ষেত্রে ভিন্ন তারিখের ছবি ব্যবহার করা স্টিমিট প্ল্যাটফর্মে নিয়ম বর্হিভূত।

Screenshot 2024-08-10 044303.png

আপনার পূর্বের পোস্টটিতে আমাদের টিমের মডারেটর এ বিষয়ে পরামর্শ ও সর্তক করে দিয়েছিলো। Post Link তার পরও আপনি একই কাজ করেছেন। বিষয়টি দুঃখজনক, মনে রাখবেন স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিছু নির্দেশনা আপনাকে মানতে হবে।

আমি আপনাকে আমাদের কমিউনিটির সাপ্তাহিক অনলাইন ক্লাস এ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করছি। এখানে পোস্ট এর মান বৃদ্ধি করা সহ আর অনেক ভাবেই ইউজারদের কে সাহায্য করা হয় যাতে তারা এই প্লাটফর্ম এ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আপনার পোস্ট এর মান বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং দিকনির্দেশনারও তাই আমাদের ডিস্কর্ড সার্ভারে জয়েন করুন।https://discord.gg/ksmVErs5.

 3 months ago 

Best wishes for your quail business friend. Along with this, friends are advised to listen to the directions of the moderator.🥰

 3 months ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.029
BTC 68144.21
ETH 2432.74
USDT 1.00
SBD 2.54