The diary game ||১৯,০৩,২০২৪|| রোজার দিনে আবাদি জমি দেখতে গেলাম আমাদের গ্রামের বাড়িতে।

in Steem For Bangladesh7 months ago (edited)

facebook cover - 1.png

Image created by canva

হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো এবং সুস্থ আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি আপনাদের কাছে একটি সুন্দর ডায়েরি গেম উপহার দেব আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

IMG_1785.jpeg

রোজার মাস চলছে আর কোনো কাজ নেই তাই বেরিয়ে পড়লাম আমাদের কিছু আবাদি জমি দেখতে। বাবা তো অন্য কোন কাজ নিয়ে ব্যস্ত তাই আমাকে আজ এই দিকটা সামলাতে হবে। অনেকদিন ধরেই যাব যাব বলে আর যাওয়া হচ্ছে না অবশেষে আজকে গেলাম জমির ফসল দেখতে কেমন হইছে ।

IMG_1762.jpeg

IMG_1764.jpegIMG_1763.jpeg

প্রথমেই চলে গেলাম আমাদের শসা খেতে। গত এক মাস আগে তিন কাটা জমিতে আমাদের শসা লাগিয়েছিল মাশাল্লাহ ভালো ফলন এসেছে শসা খেতে কোনরকম পোকামাকড়ের আক্রমণ হয়নি নিয়মিত বিষ দেওয়ার কারণে এবং শসা খেতে দেখতে পেলাম সুন্দর ফুল এসেছে এবং নুতন কড়া এসেছে। সঠিক সময়ে যদি শাশাগুলো আমরা বাজারজাত করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো লাভের আসা করতে পারি। শসা ক্ষেতের ঠিকমত যত্ন নিলে খুব ভালো ফলন হয় এবং খুব লাভবান একটি ফসল হচ্ছে শসা চাষ।

IMG_1761.jpegIMG_1784.jpeg

রোজার মাসের বিক্রি করার জন্য কিছু জমিতে পাট শাক লাগিয়েছিলাম কিন্তু দেরি হওয়ার কারণে গাছগুলো এখনো একদম ছোট ছোট রয়েছে যা খাওয়ার অনুপযোগী আর মাত্র কিছুদিন গেলেই শাক খাওয়ার মত হয়ে যাবে।

IMG_1765.jpeg

গতবার ভুট্টা এর বাম্পার ফলন হওয়ার কারণে আমাদের এদিকে সকল চাষিরা ভুট্টা ভুট্টার আবাদ করেছে যেদিকে চোখ যায় শুধু ভুট্টার ক্ষেত আর ভোট টার খেল আমাদের ব্যতীত নয় আমরা প্রায় ৫ কাঠা থেকে ভালো কোনো আশা করি। এবারও ভুট্টার খুব ভালো ফলন হবে আশা করি প্রতি কাটাতে প্রায় ৫ থেকে ৬ মন্ ভুট্টার আমাদের আবাদ হয়ে থাকে।

IMG_1760.jpeg

বাড়ির সামনে পানি জমে থাকার কারণে প্রতিবছরে ভোগান্তিতে পড়তে হয় সেই ভোগান্তে জানাই বড় না করতে হয় সেজন্য আমরা কিছু ইটের টুকরা যে বাড়ির সামনে।

IMG_1768.jpegIMG_1766.jpeg

বাসায় আসার সময় দেখতে পেলাম ছোট একটি না দুইটি ছাগলের বাচ্চা খেলা করতেছে মাশাল্লাহ ছাগলে বাচ্চা দুটি অনেক সুন্দর এবং চমৎকার ।

IMG_1769.jpegIMG_1773.jpeg

রাস্তা দিয়ে পার হচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম অসাধারণ একটি গাড়ি এবং পাশাপাশি দেখতে পেলাম রাস্তায় কাজ করার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে মালামাল

IMG_1776.jpegIMG_1775.jpeg
IMG_1778.jpegIMG_1777.jpeg
--

আমাদের বাসায় অল্প একটু জমিতে কিছু লাউ গাছ এবং কিছু বেগুন গাছ লাগানো হয়েছিল লাউ গাছের সুন্দর করি এসেছে এবং দেখতে পেলাম সুন্দর বেগুন ধরে আছে বেগুন গাছে। কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম সেখান থেকে পাড়া মরিচগুলো শুকাতে দেয়া হয়েছে রোগের এই মরিচগুলো লাল টুকটুকে হয়ে গেছে।

IMG_1759.jpeg

Thanks to read my post

Sort:  
Loading...
 7 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 7 months ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার পোস্ট পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনার শসা ক্ষেতের ছবিটি দেখতে অনেক সুন্দর লাগছিল দোয়া করি অনেক ভাল ফলন হবে। তারপর আপনার ভুট্টা ক্ষেতে ছবিটি অনেক সুন্দর লাগছে দোয়া করি অনেক ভালো ফলন হবে। এবং ছাগলের বাচ্চা আমার খুবই প্রিয় ছাগলের বাচ্চা ছোটবেলা অনেক দুষ্টামি করে যা আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার কলা গাছে একটি কলার ছরি হয়েছে আমি জানিনা এটা কি কলা তবে কলা টিও দেখতে খুব ভালো লাগছিল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

Thanks for your wonderful review.

Posted using SteemPro Mobile

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by : @sohanurrahman



আপনাদের সবজি বাগান গুলো দেখে অনেক ভালো লাগলো আমি ও বাগান করতে অনেক পছন্দ করি। আপনার তোলা প্রতিটি বাগানের ফটোগ্রাফি দেখতে দারুন দেখাচ্ছে। ভুট্টা ক্ষেতটা দেখতে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে আপনার বাগানের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে ধন্যবাদ খুব মনোযোগ সহকারে আমার পোস্ট পড়ার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67971.67
ETH 2643.41
USDT 1.00
SBD 2.67