THE DIARY GAME || 22 april 🌼 2023 ||Eid moments Day🥰
Bismillahir Rahmanir Rahim
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello Everyone
I am @afrinn
From #Bangladesh
আজকে শনিবার
২২ এপ্রিল ২০২৩
THE DIARY GAME
সবাই কেমন আছেন। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন।আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি। আজকে অত্যন্ত খুশির দিন। মুসলিম হয়ে জন্মানোটা যেন খুব ভাগ্যের ব্যাপার। আমি অনেক গর্বিত মুসলিম পরিবার জন্ম নিয়ে। একমাস ক্লান্ত অনুভব করে রোজাটা যেন বেশ ভালোই কেটে গেল। কালকে আমরা চাঁদ দেখতে পেলাম। আর আজকে আমাদের ঈদ হল। মুসলমানদের বছরে দুটি ঈদ আসে। এ দুটি ঈদ আমরা অনেক আনন্দ কাটাই। ঈদ আমাদের জীবনের সবচেয়ে বড় উৎসব। এই ঈদের মাঝে আমরা নানারকম জামা কাপড় কিনি। আপনারা হয়তো সবাই জানেন আমার ছোট একটি মেয়ে আছে। বাবুকে নিয়ে রান্নাবান্না নিয়ে হাজারো ব্যস্ততার মাঝে আজকে আমার দিনটি কেটে গেল।কালকে রাতে মেয়ে ঘুম আসতে অনেক দেরি হল। তাই আমি মেয়েকে মেহেদি পড়াতে পারিনি। তাই আমি সকাল বেলা মেয়েকে ঘুম থেকে না ওঠাতেই হাতে এবং পায়ে মেহেদি পরিয়ে দিলাম।।
মেয়ে ঘুমোতে লাগলো। এদিকে সকালবেলা আমি। প্রথমে ফ্রিজ থেকে দুধ বের করলাম। তারপর দুধগুলো পানির মাঝে ভিজিয়ে রাখলাম।তারপর আমি তিন রুম ভালো করে গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি
গ্যাসের মাঝে সেমাই রান্না করে নিলাম। মেয়ে আমার মিষ্টি জাতীয় তেমন খাদ্য পছন্দ করে না। তারজন্য মেয়ে কে আমি নুডুলস রান্না করে দিলাম। তারপর আমার এবং আমার শাশুড়ী ফুল পিঠা খেতে অনেক পছন্দের।তাই আমি ফুল পিঠা তেলের মাঝে ভেজে নিলাম।
এভাবে আমি সকাল বেলার রান্না শেষ করে নিলাম।তারপর আমার স্বামী আমার শ্বশুর সবাই এক এক করে গোসল করে নিল। ঈদের মাঠে সবাই নামাজ পড়তে যাবে বলে। তারপর আমার শশুর স্বামী সবাইকে আমি প্রিজ এর মাঝে নুডুলস সেমাই ফুল পিঠা আরও ইত্যাদি খেতে দিলাম। ওনারা সবাই খেতে লাগলো তারপর আমি আমার মেয়েকে গোসল করালাম। তারপর নতুন জামা পরিয়ে সাথে জুতো পরিয়ে দিলাম। তারপর বাবুর আব্বুর খাওয়া শেষ হলো। এদিকে আমি আমার মেয়েকে রেডি করে দিলাম। তারপর বাবুকে নিয়ে বাবুর আব্বু মাঠে নামাজের উদ্দেশ্য চলে গেল।
তারপর এদিকে আমি কিছু সময় ফ্রী তে ছিলাম। তাই কিছু সময় টিভি দেখলাম। তারপর ১০ টা পার হয়ে গেল। বাবু এবং বাবুর আব্বু চলে আসলো।বাবু ঈদের মাঠে গিয়ে অনেক কিছু খাওয়ার বায়না ধরলো। তাই বাবুর আব্বু বাবুকে অনেক গুলো ফটো জুস কিনে দিল।এবং সেই জুস গুলো বাড়িতে নিয়ে আসলো।
এভাবে আমার সকাল কেটে দুপুর হয়ে গেল।তারপর আমি দুপুরের রান্না কাজে একটু ব্যস্ত হলাম। দুপুরে আমি গরুর মাংস রান্না করলাম।
এবং খিচুড়ি। রান্না শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মাংস দিয়ে আমরা সবাই মুড়ি মাখিয়ে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমি বাবু আমরা সবাই সুয়ে রেস্ট নিলাম। তারপর বিকালবেলা একটু হাটাহাটি করলাম রাস্তা দিয়ে। তারপর আমি রাতের খাবার মাংস গুলো চুলার মাঝে গরম করে নিলাম।
তারপর রান্না করা খিচুরি দিয়ে আমরা রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে 7 up খেয়ে নিলাম।অবশেষে বলব আজকের দিনটা অনেক ভালো কাটলো। এখন সবশেষে একটা কথা বলব সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা।।
ঈদ মোবারক🥰🥰🥰
Thank you for reading my dairy game blog.
Thank you
Photography | @afrinn |
---|---|
Edit | Me |
Location | Bangladesh 🇧🇩📷 |
Device | Inifinix Mobaile |
From #bangladesh
@afrinn
Hi, Greetings, Good to see you Here:)
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Eid Mubarak sister. Your daughter is so cute. May Allah bless you and your family with great joy, happiness and prosperity.
Thank you So much Sister...
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ? আপনার ডায়েরি গেম অনেক চমৎকার হয়েছে ।বিশেষ করে আপনার মেয়ের ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে। আর খাবারগুলো দেখলেই তো খাইতে ইচ্ছে করে আপু।
ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি। আপনি কেমন আছেন @fz5?? অনেক ধন্যবাদ আমার মেয়ের ফোটোগ্রাফি আপনার ভালো লেগেছে।আর আমার খাবার গুলি যেহেতু আপনার খেতে ইচ্ছে হচ্ছে তাহলে আপনাকে আমি আমার বাসায় দাওয়াত দিলাম চলে আসেন আর এই খাবার খেয়ে যান।