Contest 📢📢 - Save and Clean Environment in your area.

in Steem For Bangladeshlast year

ভুমিকা

প্রিয় বন্ধুরা,
আমি আজকে অনেক সুন্দর একটা কনটেস্ট অংশ গ্রহণ করলাম।আমি সত্যি আনন্দিত যে এই কন্টেস্টে প্রতিটি কাজ আমার দৈনিক করতে হয়।তাই পরিবেশ পরিচ্ছন্নতা রাখার কাজটা আমার জন্য সহজ হয়ে যায়।আসলে বাড়ির আসেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলের দায়িত্ব।আমরা যদি সভাই একটু সচেতন হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা থাকি তাহলে আমরাই আমাদের দেশ এবং দেশের মানুষকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো।যাইহোক কনটেস্ট এর প্রশ্ন গুলির উত্তর নিচে দেওয়া হলো আশা করি আমার উত্তর গুলি কমিউনিটির সকলের ভালো লাগবে সেই আশায় শুরু করা যাক-

PhotoCollageMaker_2023111125710339.jpg

আপনি কি কখনো এলাকার পরিবেশ পরিষ্কারের কাজে নিয়োজিত হয়েছেন? যদি তাই হয়, আপনি কিভাবে তাদের পরিচালনা করেছেন?
উত্তর: জি আমি আমার এলাকার পরিবেশ পরিষ্কারের কাজে নিয়োজিত হয়েছি। পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবার একটা দায়িত্ব। পরিবেশ পরিষ্কার করার জন্য থাকলে সবকিছু ভালো থাকে। মন ভালো থাকে। নিজের বাড়িঘর পরিষ্কার করে রাখা যেমন নিজের দায়িত্ব। এবং অন্যকে পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্ন রাখা বলে দে আমাদের দায়িত্ব।নিজের বাড়িঘর পরিষ্কার রেখে অন্যকে উপদেশ দেয়াটা ভালো কাজ।

পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
উত্তর :পরিবেশ পরিচ্ছন্ন রাখলে নিজেদের মন ভালো লাগে সাথে পরিবেশ সুষ্ঠ থাকে।পরিবেশ পরিচ্ছন্ন রাখায় আমাদের ভালো কাজ। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে পরিবারের অসুখ-বিসুখ হয় না। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমাদের যা যা করণীয়। গড় গোছানো ব্যবহার করা। সব সময় সাবান ব্যবহার করা। গাছের ডালপালা হলে ছাটাই করে দেওয়া।

IMG_20230111_115435_824.jpg

সব থেকে খেয়াল রাখতে হবে। বাড়ির আশেপাশে যেন জঙ্গল না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। জঙ্গল হলে সাথে সাথে পরিষ্কার করা। বাড়ির আশেপাশের জঙ্গলে কীট পতঙ্গ আমাদের অনেক ক্ষতি করে। আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। তাই আমাদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশ। চা আমাদের জন্য উপকারে আসবে।
উত্তর
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন করা কীভাবে সম্ভব?
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে।মানুষের সাথে মিশতে হবে।তারা যদি পরিবেশ পরিচ্ছন্ন না রাখে তাদের কিছু উপদেশ দিতে হবে।পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ।তাই পরিষ্কার থাকা ভালো মানুষ কে সেটা বুজিয়ে বলতে হবে।পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মানুষের রোগ জীবানু ভয় কম থাকবে।তারপর স্বাস্থ্য ভালো রাখতে পরিবেশ পরিচ্ছন্নতা রাখা গুরুত্বপূর্ণ।এভাবে আরও কিছু নিয়ম কানন বললে মানুষ অবশ্যই সচেতন হবে।

IMG_20230111_114312_655.jpg

পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কি আমাদের কর্তব্য বলে মনে করেন? যদি তাই হয় তাহলে আপনি কিভাবে ভূমিকা পালন করবেন?

পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য আমরা মনে করি।কারন পরিবেশ নোংরা থাকলে অসুখ-বিসুখ হয়।পরিবেশ নোংরা থাকলে পোকা মাকর জন্ম নেয়।সে পোকামাকর আমাদের অনেক ক্ষতি করে।পরিবেশ নোংরা থাকলে আরো অনেক ক্ষয়ক্ষতি হয় যেমন ডেঙ্গু মশা আরও অনেক প্রজাতির পোকামাকড় জন্ম নেয়।সে গুলো মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে। এবং নানা রোগ ছড়ায়।এর কারনে আমরা অনেক কস্ট ভোগ করি।পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মানুষের কোন ক্ষতি হয় না।যেমন বাড়ির পাশে বা পিছনে যদি জঙ্গল হয়ে থাকে তা পরিষ্কার করে নেবেন।
তারপর আমি মুরগির খোপ পরিষ্কার করা নিয়মিত গাচপালা ডাল ছাটাই করা।তারপর দেখলাম বাগানটা কিছু ময়লা জমছে ও ফুল গাছের ডালা পড়ে আছে।তা কাচি দিয়ে কেটে দিলাম।তারপর পেপে গাছের বাগান টা একটু একটু ঘাস ছিল

IMG_20230111_111731_857.jpg

তা টেনে তুলে ফেলে দিয়ে জারু দিয়ে নিলাম।তারপর দেখলাম বাড়ির এ পাশে অনেক জঙ্গল তা হাত দিয়ে পরিষ্কার করে নিলাম।তারপর বাড়ির চতুর দিক দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না।তা দেখলাম সবই ঠিক আছে।কিছুক্ষন পর আমি পুড়ো বাড়ি জারু দিয়ে পরিষ্কার করে ফেলি।।
আর তাছাড়া বাড়িতে ময়লা আবর্জনা আমি সহজে জমে থাকতে দেই না।

IMG_20230111_111837_538.jpg

প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়।ঘরে ময়লা বাহিরে ময়লা এগুলো পরিবেশ দূষিত করে তাই আমাদের কর্তব্য প্রতিদিনের কাজ প্রতিদিন করা।এতে পরিবেশ দূষন থেকে রক্ষা পাওয়া যাবে।এবং আমরা সুস্থ থাকব।পরিবেশ পরিচ্ছন্ন রাখা এটা আমাদের জন্য খুবই জরুরী।তাই আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখব।সুস্থ মোরা জিবন গরবো।সবাই ভালো থাকবেন।।
উপসংহার

IMG_20230111_104948_412.jpg

পরিশেষে বলা যায় আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে দেশের এবং দেশের মানুষের অনেক রকম রোগপ্রতিরোধ খমতা কমে যাবে এবং দেশ ও জাতির উন্নতি হবে।তো বন্ধুরা সবাই আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সুস্থ মোরা জিবন গড়ি।আসলে ছবি তুলার মতো আমি ছাড়া কেও নেই তাই কোন ছবি তুলে দিতে পারিনি।তবে যতটুকু পারছি চেস্টা করছি।ভালো থাকবেন।

খোদা হাফেজ

From #Bangladesh
@afrinn

Sort:  
 last year 

হা আপনি ঠিক বলছেন আমরা যদি পরিবেশ পরিচ্ছন্নতা রাখি তাহলে আমাদের কাছে রোগ জীবানু আসতে পারবেনা।পরিবেশ পরিচ্ছন্নতা রাখবো আর সুস্থতা জীবন গরবো।অনেক সুন্দর বলেছেন আপনি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাজে আপনার সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতার মন্তব্য শেয়ার করছেন।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

It is a great job to keep everything clean and tidy. You are definitely doing a great job of cleaning your yard.

 last year 

জি আমি সবসময় আমার নিয়মিত কাজ করতে ভালোবাসি।তারমাঝে হলো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার আপনার সবার দায়িত্ব। ধন্যবাদ

 last year 

If everyone keeps the environment clean and tidy in their own place, the environment will be much more beautiful. You have done a good job, I hope your neighbors will also clean up around their house after seeing your work. Best of luck. 🥰

 last year 

ধন্যবাদ 🥰🥰

 last year 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI[ ? ] ( 0.00 % self, 11 upvotes, 6 accounts, last 7d )
Transfer to Vesting24.69 STEEM
Cash Out
22.5
ResultClub5050
 last year 

If we keep the environment clean, then disease organisms cannot come to us. I will keep the environment clean and live happily.Very nice words, thank you very much.to observe with us.

 last year 

নিজের বাড়ির আশেপাশের এরিয়া আপনি খুব সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এটা খুবই বড় ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ কনটেস্ট অংশগ্রহণ করার জন্য।

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags.
Curated by: @shohana1

BRINGING_MUSIC_TO_YOUR_EARS.gif

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66504.03
ETH 3578.30
USDT 1.00
SBD 3.03