Better Life With Steem || The Diary Game || 6 July 2024 বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ।

in Steem For Bangladeshlast month
1000001353.jpg
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সুস্থ আছি।

1000001074.png

Diary game:-

1000001074.png

আমি আমার ৬ তারিখ সারা দিনের কার্যক্রম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকে ১০ তারিখ আজ থেকে চার দিন আগের ডায়েরি গেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আমি আমার বাবার অসুস্থতার কারণে লিখতে সময় পায়নি তাই আজকে লিখছি। গত কয়েকদিন আমি খুবই পেরেশানির মধ্যে ছিলাম, এর কারণ হচ্ছে, একদিকে আমার বাবা অসুস্থ অপরদিকে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ।

1000001351.jpg
1000001355.jpg

বন্যার পরিস্থিতি দেখার জন্য সকাল ৯ টার দিকে ছোট্ট একটা নৌকা নিয়ে বের হলাম। আমাদের বাড়ি যমুনা নদীর তীরে, সারাবছর খুবই আরামে দিন কাটে কিন্তু বর্ষাকালে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। যখন বন্যা আসে তখন আশেপাশের বাড়িগুলো ডুবে যায়। সেদিন কয়েকজনের বাড়িতে গিয়েছিলাম দেখলাম অবস্থা খুবই ভয়াবহ, তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কান্না মাখা কন্ঠে বলল বাবা আমাদের অনেক কষ্ট হচ্ছে।

1000001356.jpg

এই পরিস্থিতি অবশ্যই আপনারাও অনুভব করলে বুঝতে পারবেন কতটা কষ্টের। তাদের ঘরের মধ্যে হাঁটু পানির বেশি হয়েছে, তারা তাদের খাট অনেক উঁচু করে তার ওপর ঘুমায়। কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ, কেননা যখন পানি আসে তখন সাপ পোকামাকড় শুকনো জায়গা খুঁজতে যে কোন ভাবে খাটেও উঠতে পারে। তাই তাদের বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায়ও সেখানে টিকে থাকতে হচ্ছে। কেননা তাদের ওই বাড়িটাই হচ্ছে শেষ সম্বল। যাইহোক বন্ধুরা আমাদের ও তাদের জন্য বন্যার এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করছি।

1000001365.jpg

দুপুরের পরে আমার বাবার ওষুধের জন্য সিরাজগঞ্জ গিয়েছিলাম, সিরাজগঞ্জ শহরে নেমে বড় ফার্মেসিতে যায় সেখান থেকে ওষুধ নিয়ে বড় বাজারে গিয়েছিলাম। বড় বাজারে যাওয়ার সময় রিক্সায় গিয়েছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহরের এই ফটোটি উঠিয়েছিলাম। সেখানে খুব বেশি সময় দেরি করি নাই বিকালের মধ্যেই আবার চলে এসেছি।

1000001369.jpg
1000001368.jpg

সীমান্ত বাজার নেমে কিছু কাঁচা বাজার কিনলাম । বিভিন্ন তরকারির দাম জিজ্ঞেস করলাম দেখলাম তরকারির দাম অনেক বেড়ে গেছে। ১ কেজি আলু কিনলাম 70 টাকা দিয়ে, আধা কেজি মুখি কিনলাম ৩০ টাকা দিয়ে, এক পোয়া কাঁচা মরিচ কিনলাম ৭০ টাকা দিয়ে, লাল শাক ও মুলার শাক কিনলাম ৩০ টাকা দিয়ে। মোট ২০০ টাকার কাঁচা বাজার করে বাসায় নিয়ে যায়। যেহেতু বাসায় মাছ মাংস ছিল তাই এগুলো কেনার প্রয়োজন হলো না।

1000001370.jpg

রাত্রিবেলা ঘরের মধ্যে ক্রামবোর্ড খেললাম। ঘরের মধ্যে ক্রাম বোর্ড খেলার কারণ হচ্ছে, বাহিরে বন্যা ও বৃষ্টি তাই বাহিরে ক্রামবোর্ড খেলা সম্ভব নয় এজন্য ঘরের মধ্যে ক্রামবোর্ড খেলেছি। ক্রাম বোর্ড খেলার জন্য আমরা চারজন ছিলাম, কথা ছিল মোট দুই গেম ক্রামবোর্ড খেলা হবে। তাই আমরা এক গেম শেষ হওয়ার পরে হালকা নাস্তা করলাম।

1000001374.jpg

আমাদের হালকা নাস্তা হিসেবে ছিল ঝাল মুড়ি, যা আমরা নিজেরাই বানিয়েছি। যদিও মুড়ি ছিল না কিন্তু চাউল ভাজি ছিল। কাঁচা মরিচ পিয়াজ চানাচুর দিয়ে চাউল ভাজা সুন্দর করে মাখিয়েছিলাম, আমাদের ঝাল মুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল। এরপরে আমরা আরেক গেম ক্রামবোর্ড খেললাম। এই ছিল আমার ৬ তারিখ সারাদিনের কার্যক্রম।

1000001073.png

তো বন্ধুরা আজকে আর সামনে লিখছি না, দেখা হবে পরবর্তী পোস্টে, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

1000001073.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Sort:  
Loading...
 last month 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

TEAM 6 : Congratulations!

This post has been curated using steemcurator08. We appreciate your efforts on making quality blogs and post relevant comments. Thank You! 😊

footer.jpg

Curated by : @shohana1
 26 days ago 

সত্যি বলতে আমাদের এখানেও বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ। চারদিকে শুধু পানি আর পানি। কিন্তু এই রাতে পানির আবহাওয়াটা বেশ ঠান্ডা। তবুও মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। তাই আমি আসা প্রাপ্ত
খুব দ্রুত যেন আমাদের এলাকা থেকে পানি নেমে যায়। আপনার জন্য আমি আশাবাদী আপনার গ্রাম থেকে বন্যা যেন খুব তাড়াতাড়ি চলে যায় এবং আপনারা খুব সাধারণভাবে যখন যাপন করতে পারেন

 26 days ago 

আপনাদের এলাকা কোথায়? আমাদের সিরাজগঞ্জ কাজীপুর, আমাদের এখানে এখন পানি একটু কমের দিকে।
আমার লেখাটি পড়ে মূল্যবান একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56