Better Life With Steem || The Diary Game || 26 July 2024 শুক্রবার ছুটির দিন আনন্দের দিন।

in Steem For Bangladesh3 months ago

1000002907.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

ডাইরি গেম:-

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি বাংলাদেশের যারা আছেন তারা খুব বেশি ভালো নেই, বাকি অন্য দেশে যারা অবস্থান করছেন হয়তোবা তারা ভালো আছেন। আমি যেহেতু বাংলাদেশে তাই আমিও বেশি ভালো নেই।

আজকে প্রায় দেড় সপ্তাহ ধরে ইন্টারনেট সংযোগ নেই, যখন প্রথমে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিল তখন একদিন ওয়াইফাই দিয়ে চালিয়েছিলাম। এরপরে দীর্ঘ এক সপ্তাহ নেটের কোন কানেকশন ছিল না, ওয়াইফাই এর কানেকশন ছিল না ডাটা কানেকশন তো আগেই বন্ধ করে দিয়েছিল। তাই বাধ্য হয়ে বন্ধুর বাসায় গিয়েছিলাম। আমি আমার যে বন্ধুদের বাসায় গিয়েছিলাম ঐ বন্ধুরা আমার ছোটবেলার বন্ধু অর্থাৎ ছোটবেলা যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন আমরা একসাথে লেখাপড়া করতাম।

1000002908.jpg

যেহেতু মাদ্রাসার পরিবেশে ছিলাম না বন্ধুদের বাসায় ছিলাম সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, আমি সাধারণত ভোর ৪ঃ৩০ মিনিটে ঘুম থেকে উঠে পড়ি কারণ ৪ঃ৪৫ মিনিটে ফজরের নামাজ। কিন্তু শুক্রবারে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি ছয়টা দশ বাজে। যেহেতু ঘুমের কারণে নামাজ পড়তে বিলম্ব হয়েছে তাই যখন ঘুম থেকে উঠলাম তখনই ফজরের নামাজটা পড়ে নিলাম।

1000002902.jpg

শুক্রবার জুমার দিন তাই আযানের আগেই আমরা গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিলাম। আমি এবং আমার বন্ধুরা জুমার নামাজ আদায় করার জন্য মাদ্রাসার মসজিদে আসতে চেয়েছিলাম। কিন্তু বন্ধুরা বলল যেহেতু আমরা মাদ্রাসা থেকে খাবার কিনে আনবো তাই যদি আমরা মাদ্রাসার মসজিদে নামাজ আদায় করি তাহলে অনেক ভিড় হবে এজন্য আমরা বাহিরের মসজিদ থেকে নামাজ আদায় করে মাদ্রাসার মধ্যে প্রবেশ করলাম।

1000002904.jpg

জুমার নামাজের পরে খাবার কেনার জন্য মাদ্রাসার খাবারের বাজারে চলে গেলাম। আমাদের শুক্রবারের দুপুর বেলা খাবারের আইটেমে ছিল চিকেন বিরিয়ানি সাথে ছিল ডিম ভুনা। চিকেন বিরিয়ানি সাধারণত রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু আমাদের মাদ্রাসার মধ্যে যেহেতু খাবারের বাজার লাগে তাই সেখানে বিভিন্ন ধরনের আইটেমের খাবার নিয়ে আসে। আমরা সেই খাবারের বাজার থেকে খাবার কিনে বাসায় নিয়ে গিয়ে খেয়েছিলাম।

1000002899.jpg

1000002901.jpg

খাবার কিনে যখন বাহিরে বের হলাম তখন পর্যাপ্ত পরিমাণ গরম লাগছিল, তাই গরমে একটি ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিলাম। গরমে লেবুর শরবত শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু আমার ঠান্ডার সমস্যার কারণে আমি সব সময় খেতে পারি না। তবে বন্ধুদের সাথে মাঝে মাঝে ঠান্ডা লেবুর শরবত খাই। এক গ্লাস লেবুর শরবত দশ টাকা করে। আমরা যেহেতু দুই বন্ধু ছিলাম তাই দুই গ্লাস শরবত খেয়েছি বিশ টাকা দিয়ে। বাসায় যাওয়ার সময় ভ্যানের উপর লেবু দেখে কিছু লেবু কিনে নিয়ে গেলাম।

1000002929.jpg

বিকেলবেলা সময় মত নামাজ আদায় করার পাশাপাশি দেশের খবর শুনেছি। এভাবেই সন্ধ্যা হয়ে গেলো, রাত্রের খাবার বন্ধুদের সাথে খাব তাই বন্ধুরা বাজার করে নিয়ে আসলো। যেহেতু আমার বন্ধুরা বেচেলার তাই নিজেদেরকেই রান্না করতে হয়। তবে আমার বন্ধুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে। রাতের খাবারে ছিল মুরগির মাংস ভুনা। আমার বন্ধুর হাতের রান্না তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে পড়লাম, কিন্তু রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল।

1000001074.png

এই ছিল আমার শুক্রবার সারাদিনের ডাইরি গেম, আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পোস্টে।

1000001074.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Sort:  
 3 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI19.5 ( 0.00 % self, 469 upvotes, 408 accounts, last 7d )
Result Club5050
 3 months ago 

কষ্ট করে আমার পোস্টটি ভেরিফাই করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69771.45
ETH 2506.54
USDT 1.00
SBD 2.56