সিরাজগঞ্জ শহরের কিছু দর্শনীয় স্থানের ফটোগ্রাফি।

in Steem For Bangladesh2 days ago
1000001705.png Edit by Canva

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি। স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সকলেই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।

1000001074.png

সিরাজগঞ্জ শহরের কিছু দর্শনীয় স্থানের ফটোগ্রাফি।:-

1000001074.png

তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক, আমি আজকে আপনাদের যে কয়েকটি ফটোগ্রাফি দেখাবো এই ফটোগ্রাফি গুলো সিরাজগঞ্জ শহরের কিছু মেডেল পয়েন্টের ফটোগ্রাফি। প্রথমত আমি সিরাজগঞ্জ শহরের মূল পয়েন্টে অবস্থিত স্বাধীনতা স্কয়ার এর ফটোগ্রাফি দেখাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (পাতা) পৌর মুক্তমঞ্চ এটি (স্বাধীনতা স্কয়ার) নামে প্রসিদ্ধি লাভ করেছে।

1000001436.jpg

আমি যখন ছোটবেলায় সিরাজগঞ্জ শহরে লেখাপড়া করতাম তখন স্বাধীনতা স্কয়ারে অনেক সময় হাটতে যেতাম। সেখানে দেখতাম সমস্ত রাজনৈতিক দলের অনুষ্ঠান হতো। আবার অনেক সময় দেখতাম সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এর আয়োজন করা হতো। তবে হ্যাঁ যদি কোন ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হতো তাহলে সেখানে যেতাম আর যদি অনৈসলামিক কোন আয়োজন করা হতো তাহলে সেখান থেকে বিরত থাকতাম।

1000001437.jpg

এর পরে দেখাবো খুবই প্রসিদ্ধ একটি জায়গা করিতলা। এ জায়গাটির করিতলা নামে প্রসিদ্ধ, যে যেখানেই থাকুক না কেন যদি বলা হয় আমি সিরাজগঞ্জ করিতলা আছি তাহলে সবাই এখানে এসে পৌঁছাবে। যদিও মাথার ওপরে দেখা যাচ্ছে বটগাছ কিন্তু জায়গাটি করিতলা নামে প্রসিদ্ধ। আমরা অনেক সময় সেই বটগাছ তলা বসে থাকতাম, কিন্তু দুঃখের বিষয় হল অনেক সময় পাখি সেই বট গাছের ফলগুলো খেয়ে নষ্ট করে ফেলে দেয়, আর আমাদের মাথার উপর পড়ে অথবা জামাকাপড়ের উপর পড়ে নষ্ট হয়ে যায়।

একদিন সে বট গাছের নিচে বসে একটি গল্প শুনছিলাম, এক ছোট ভাই বলছিল এত বড় গাছে এত ছোট ছোট ফল আর লাউ গাছ নিজেই দাঁড়াতে পারে না কিন্তু অনেক বড় বড় লাউ। হঠাৎ করে একটি বট গাছের গোটা তার সামনে পড়ে। তখন আমার আরেক বন্ধু বলতেছিল যদি এটি লাউ হতো আর তোমার মাথার ওপর পড়তো তাহলে কি তুমি সহ্য করতে পারতে? নিঃসন্দেহে তুমি মাটিতে বিছিয়ে যেতে। তাই আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্যই করেন।

1000001438.jpg

এরপরে বাজার স্টেশনে অবস্থিত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে শাহী জামে মসজিদ এর ফটোগ্রাফি দেখাবো। সিরাজগঞ্জ গেলে নামাজের সময় হলে আমরা বাজার স্টেশন মসজিদে নামাজ আদায় করি। এই মসজিদটি সকলের জন্য উন্মুক্ত, এ মসজিদটি অনেক পুরনো এখন মোটামুটি দুই তলা কমপ্লিট হয়েছে। তাই আপনাদের মধ্যে থেকে যদি কেউ সিরাজগঞ্জের থেকে থাকেন তাহলে অবশ্যই খোঁজখবর নিয়ে দেখবেন।

1000001439.jpg
1000001440.jpg

এর পরে দেখাবো শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে অসংখ্য মানুষ এর ভিড় হয়ে থাকে। ঢাকা থেকে যখন কেউ উত্তরবঙ্গে কোথাও যেতে চাই আর যদি সে ট্রেনে ভ্রমণ করে তাহলে শহীদ এম মনসুর আলী স্টেশন দিয়েই যেতে হবে। সিরাজগঞ্জের মধ্যে এটি একটি প্রসিদ্ধ জায়গা। এই জায়গাগুলো আপনাদেরও ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

বিশেষ দ্রষ্টব্য; এছাড়াও সিরাজগঞ্জে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, আজকে অল্প কিছু দেখালাম। বাকিগুলো পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ।

1000001074.png

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

1000001074.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Sort:  

আপনার দেওয়া সিরাজগঞ্জ শহরের কিছু দর্শনীয় স্থানের ছবি সহ বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।

 2 days ago (edited)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পরিদর্শন করার জন্য এবং একটি মন্তব্য করার জন্য।

 9 hours ago 

অনেক ভালো লাগলো ভাই আপনার ফটোগ্রাফি টি। আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম অনেক দিন আগে। অনেক দিন পরে আপনার পোস্টের মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ বন্ধু শেয়ার করার জন্য।

 6 hours ago 

ও আচ্ছা তাই নাকি, তাহলে আবার সিরাজগঞ্জ আসার আমন্ত্রণ জানাচ্ছি। কষ্ট করে আমার পোস্টটি পড়ে মূল্যবান একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 8 hours ago 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI40.8
Club Status5050
Period2024-07-13
 6 hours ago 

কষ্ট করে আমার পোস্টটি ভেরিফাই করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45