SEC-S13 / W5 | "How can alcohol cause damage to your health! 🍺"

in Healthy Steem11 months ago
IMG_20231116_002836.png Edited by Canva

Hello Everyone,
Friends, health is important to all of us. But the number of people addicted to alcohol is increasing day by day. Honestly we all know that excess of anything is bad for health. But this alcohol is more dangerous than that.

I personally don't like alcohol either. I think this is a timely topic. I am very anxious to have the opportunity to participate in this excellent content or to express my own opinion.

🍺 When can we say that a person is an alcoholic? Give reasons for your answer!

pexels-photo-7776220.jpegsource

যখন কেউ প্রতিনিয়ত অ্যালকোহল পান করে তখন আমরা তাকে অ্যালকোহলিক বলতে পারি। তবে হ্যাঁ অনেকেই শখের বশে মাঝেমধ্যে পান করে তাদেরকে এই দলে আমরা ফেলতে পারিনা। সহজ কথায় যারা এটিকে তাদের অভ্যাস এবং নেশাতে পরিণত করে তাদেরকেই এলকোহলিক বলা যেতে পারে।

আমার যুক্তিতে অ্যালকোহলিক:
উদাহরণস্বরূপ:- ধরে নিলাম রহিম এবং করিম দুই বন্ধু। তারা প্রতিনিয়ত একটি দোকানে সন্ধ্যাবেলায় আড্ডা দেয়। রহিম এবং করিম মাঝেমধ্যেই এলকোহল পান করে। একটা সময় রহিম প্রতিনিয়ত অ্যালকোহল পান করতে শুরু করে। ওই নির্দিষ্ট সময়ে অ্যালকোহল পান করতে না পারলেই তার যেন মাথায় আর কাজ করে না। এখানে আমি রহিমকে অ্যালকোহলিক বলতে পারি। এটাই হবে আমার যুক্তি।

🍺 Do you think alcohol is a drug? justify your answer!

আমি বাংলাদেশে বসবাস করি এবং আমাদের দেশে অ্যালকোহল বা মাদক জাতীয় পানীয় বা অন্যান্য দ্রব্য সামগ্রী সম্পন্ন সরকারিভাবে নিষিদ্ধ। বিভিন্ন তথ্য এবং সেটার উপর ভিত্তি করে আমার অভিমত এটাই যে অ্যালকোহল অবশ্যই মাদক।

আমাদের দেশে কমল পানীয় হিসেবে 7UP, Tiger, speed, sprit and mojo ইত্যাদি পাওয়া যায়। অনেকেই না জেনে এটাকে অ্যালকোহল বলে থাকে কিন্তু এটা সম্পূর্ণই অযৌক্তিক। তবে আবার তাদের কথা ফেলেও দেওয়া যায় না।

কারণ সীমিত পরিমান অ্যালকোহল এটাতেও থাকে। আমাদের দেশে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু কিছু বড় রেস্টুরেন্টে এই অ্যালকোহল পাওয়া যায়। যেহেতু আমি পূর্বেই বলেছি আমি বাংলাদেশ থেকে তাই আমাদের দেশে এটার উপর নিষেধাজ্ঞা রয়েছে। যে কারণে আমার জানা একটি স্থানীয় বড় রেস্টুরেন্টে এই অ্যালকোহল বিক্রি করা হয় কিন্তু এটাকে ওই রেস্টুরেন্ট এর বাইরে সচরাচর দেখা যায় না।

আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে দেশে যদি সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি থাকে তাহলে ওখানে কেন অ্যালকোহল পাওয়া যায়?

✅ অবশ্যই আপনাদের প্রশ্ন যুক্তি সঙ্গত। কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশ বা পৃথিবীর কয়েকটি দেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে অ্যালকোহল গ্রহণযোগ্যতা আছে। এবং আমি যে রেস্টুরেন্টের কথা বলছি এটাও একটি পর্যটন কেন্দ্র এলাকাতে অবস্থিত।

✅ এই পর্যটন কেন্দ্র বা নদীবন্দরের কাছাকাছি হওয়ার কারণে এখানে অ্যালকোহলের সরবরাহ দেখা যায়। তাছাড়া এখানে বিদেশি পর্যটকেরা ভ্রমণের জন্য আসে এবং আবাসিক হোটেলে থাকেন। যার ফলে এই রেস্টুরেন্ট গুলোতে অ্যালকোহল পাওয়া যায়।

🍺Can alcoholism be considered a disease? How to control it!

pexels-photo-4973806.jpegsource

✅হ্যাঁ, alcoholism একটি রোগ হিসেবে বিবেচিত হতে পারে।

➡️ যে কারণে আমার কাছে এরকমটা মনে হয় আমি সেটি উপস্থাপন করছি:-

👉 প্রথমত, অ্যালকোহলে আসক্ত ব্যক্তি তার সেই আপনজনদের কথা পর্যন্ত ভুলে যায় ওই নির্দিষ্ট সময়ে। অ্যালকোহল গ্রহণ না করা পর্যন্ত মাথা ঠিক থাকে না।
👉 যেখানে তার প্রিয় পরিবারের জন্য অর্থের প্রয়োজন ছিল, অ্যালকোহলের আসক্তির জন্য সে এই বিষয়টিও ভুলে যায়।
👉অ্যালকোহল গ্রহণ না করতে পারলে, একজন অ্যালকোহলিক হিংস্র হয়ে ওঠেন। সেই দৃষ্টি কোণ থেকে আমার রোগ বলতেই পারি।

✅ কিন্তু সত্যি বলতে এটা কোনো রোগ না বরং এটাকে বলা হয় আসক্তি বা নেশা। মরণব্যাধি ছাড়া সকল রোগের ওষুধ রয়েছে। কিন্তু অ্যালকোলিকদের কোনো ওষুধ নেই। তাই এই ক্ষেত্রে এটাকে রোগ বলছি না।

➡️যেভাবে নিয়ন্ত্রণ করা যায়:-
👉 পরিবেশের ওপর নির্ভর করে সব কিছুই। তাই ছোটদের একটি সুশৃঙ্খল পরিবেশ প্রয়োজন।

👉অ্যালকোহলের সহজলভ্যতা হ্রাস করা যেতে পারে।

👉যে যে দেশে গ্রহণযোগ্যতা আছে সেখানে যদি বয়সের সীমাবদ্ধতা করা সম্ভব হয়, তাহলে নিয়ন্ত্রণ করা যেতে পারে।

👉অ্যালকোহলের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা যেতে পারে।

👉 অভিভাবকদের সচেতনতা কার্যকরি বলে আমি মনে করি।

👉স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।

🍺Is every drinker considered an alcoholic?

✅ যে ব্যক্তি নিয়মিত অ্যালকোহল পান করেন তিনি অ্যালকোহলে আসক্ত। তাই আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে অ্যালকোহলিক বলতে পারি। কারণ আমি যদি শখের বশে বা বছরে ২/১টি অনুষ্ঠানে অ্যালকোহল পান করি, আমাকে কেউ অ্যালকোডহলিক বলবে না।

I would like to invite some of my honourable friends @sampabiswas, @msharif and @crismenia to participate this attractive topic.

END:

Sort:  
Loading...
 11 months ago 

You've done noble by giving this post abrupt and straightforward answers to the questions asked. It's good to know you don't like drinking alcohol. That's your own personal view and you may stick to it no matter the pressure. This is essentially good as the say prevention is better than cure. But what if your husband is a kind of person who loves drinking alcohol but not excessively and isn't an alcoholic,? How and what would you do?

 11 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 11 months ago 

Saludos amigo.

Así es para considerar a una persona alcohólica tiene que ser una persona que tiene años con la bebida que no puede resistirse a estar sin ella y que depende exclusivamente de ella para poder retomar su vida.

El alcoholismo definitivamente es una enfermedad y es una enfermedad grave que lleva la gente a su muerte, indiscutiblemente estoy de acuerdo con usted también es una droga letal.

Pero no todo el que consume alcohol debe ser considerado un alcohólico, porque hay muchas personas que toman alcohol para celebrar algunas ocasión especial, o simplemente para pasar un rato familiar o entre amigos.

Buena suerte

হায় বন্ধু! তোমার ব্লগ অ্যালকোহলিজম সম্পর্কে গভীরভাবে বিচার করা দরকারি। একজন এলকোহল ব্যবহারকারী সম্পর্কে স্পষ্টতা আমাদের জীবনে ব্যাপ্তি করে। তোমার আনুষ্ঠানিক উপায় রহিমের উদাহরণ দেওয়া অত্যন্ত স্পষ্ট। সাথে থাকো, সচেতনতা সৃষ্টি করতে! 🙌🍻

Congratulations!

This post has been supported through the account Steemcurator06 for containing good quality content.

Curated by : @sduttaskitchen

 11 months ago (edited)

@sduttaskitchen, thank you so much ma'am for your encouraging comment.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60767.58
ETH 2376.67
USDT 1.00
SBD 2.57