"SEC-S13/W4| "The Role of the Caregiver ♥️ "

in Healthy Steem10 months ago
IMG_20231107_005001.jpgsource

Hello Friends,
Greetings from me to all steemians. Hope you all are well. Our health is very important to us. We all take care of ourselves. That is, we all belong to the Caregiver.

As a child I am a caretaker for my parents. Again my parents are caretakers for me. The importance of caregivers in health is undeniable. So I think it's a timely theme. I am very anxious to get the chance to participate in this competition.

👩‍⚕️ Have you played the role of caregiver or do you know someone who has put it into practice? Tell us about it.

IMG20231011145922.jpg Admitted in hospital

হ্যাঁ, আমি বিগত তিন মাস ধরে আমার বোনের জন্য পরিচর্যাকারীর ভূমিকা পালন করেছি।

আমার কাছে এটাই পরিচর্যা যখন কেউ আমার সামনে শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ থাকবে, সাধ্য মতো তার যত্ন নেওয়া। এমনকি আমার পরিবার মে খাবার ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়, এই বিষয়টিতে আমার তদারকির যে ভূমিকা, সেটি ও আমার কাছে পরিচর্যা।

যেভাবে আমি আমার বোনের পরিচর্যা করেছি:-
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার বোনের সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছিল। কিন্তু একটি মেয়ে শশুরবাড়িতে এভাবে বিশ্রাম নেওয়া সত্যিই দুঃসাধ্য ব্যাপার।

যাইহোক, এই সব চিন্তা করে আমি বোনকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার বোন গর্ভবতী ছিল ঐ মুহুর্তে, তাই আরো বেশি পরিচর্যা করতে হয়েছিল। কারণ ঐ সময়ের কোনো শারীরিক সাধারণ সমস্যা দেখা দিলেও সচরাচর ওষুধ সেবন করা সম্ভব না।

আমার বোনের স্নানের জল থেকে শুরু করে সকল ভারী কাজ আমিই করতাম। নিয়মিত ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো। আবার রাতে সঠিক ঘুম হচ্ছে কি না, ইত্যাদি।

👩‍⚕️ Do you think that caring for a sick person should be a team effort or the work of a single person?

IMG_20231107_010206.jpg

প্রথমত, একজন অসুস্থ মানুষের নিকটে অতিরিক্ত ভীড় না করাই উত্তম। অন্যথায় অক্সিজেনের সমস্যা হতে পারে। অনেক সময় হৃদরোগে আক্রান্ত রোগীদের কাছে বেশি শব্দ করলে ঐ রোগী দ্রুত বেশি অসুস্থ হয়।

আবার, একা একা ও কারো পরিচর্যা করা সম্ভব নয়। যেমন আমার বোনের ক্ষেত্রে ২৪ ঘন্টা খেয়াল রাখতে হবে। একজন মানুষ সারাক্ষণ খেয়াল রাখতে পারে না। কারণ প্রত্যেকেরই বিশ্রামের প্রয়োজন আছে।

সেই হিসেবে দলবদ্ধ ভাবে পরিচর্যা করা যায়। ঠিক যেমনটা বিভিন্ন সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালের লক্ষণীয়। দেখা যায় এখানে দায়িত্ব সময় অনুপাতে ভাগ করে দেওয়া আছে। তাই একই ব্যক্তি না থাকলেও ওই দলের কাউকে না কাউকে একটা সময় পাওয়া যাবে। উত্তর ২৪ ঘন্টা পরিচর্যা পাওয়া সম্ভব।

👩‍⚕️ What qualities do you think a caregiver should have?

IMG_20231107_010135.jpg

➡️ রোগীর যত্ন নেওয়ার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে।
➡️ অবশ্যই বুদ্ধিমত্তাগুন সম্পন্ন হতে হবে।

➡️ শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ্য থাকতে হবে। কারণ এই দুইটি ঠিক না থাকলে, কোনো কিছুই করা সম্ভব না।
➡️ প্রযুক্তিগত দক্ষতা থাকা খুবই জরুরি এই সময়ের পরিপ্রেক্ষিতে।
➡️ অবশ্যই নিজেকে পরিষ্কার - পরিচ্ছন্ন থাকতে হবে।
➡️ পরিচর্যাকারীর মন ফুরফুরে এবং তাকে দায়িত্বশীল হতে হবে।
➡️ পরিচর্যাকারীর মানুষের প্রতি যত্নশীল এবং নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে।

এক কথায় নিজের মধ্যে সেবার বৈশিষ্ট্য ধারণ করতে হবে। নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করতে হবে। নিজের কাজকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

👩‍⚕️ What advice would you give to a person who is performing this role?

➡️অর্থের জন্য নয়, বরং ভালোলাগা ও ভালোবাসা দিয়ে মানুষের পরিচর্যা করতে হবে।
➡️ একজন রোগী যেন পরিচর্যাকারীর কথায় নিজেকে আত্মবিশ্বাসী করতে পারে। কারণ রোগী তখন বেশি অসুস্থ হয়, যখন সে তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হয়।
➡️ আপনাদের মাঝে যেন রোগী আপনজনদের খুঁজে পায়, এরকম আচরণ করতে হবে। কারণ শারীরিক অবস্থা খারাপ থাকলে তখন আপনজনদের কথা বেশি মনে পড়ে।
➡️ রোগীর সমস্যা মেটাই হোক না কেন, রোগীকে অবগত করাবেন না। এতে অসুস্থ রোগী মানসিকভাবে আরো ভেঙে পড়বে।
➡️ নিজে পরিস্কার -পরিচ্ছন্ন এবং রোগীর পরিষ্কার -পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে।
➡️ শারীরিক কোনো ত্রুটি মনে হল, তাৎক্ষণিক ভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

সত্যি বলতে আমরা প্রত্যেকেই এক এক জন পরিচর্যাকারী ‌ হয়তো কেউ পেশাগতভাবে আবার আমরা পরিবারের দায়িত্বের জন্য। তবে শারীরিক ভাবে নিজেকে এবং পরিবারের সবাইকে সুস্থ্য রাখতে, নিজেকে পরিচর্যাকারী চিন্তা করাটা অযৌক্তিক না।

I would like to invite some of my honourable friends @leonciocast, @fantvwiki and @jyoti-thelight to participate this healthy topic.

END:

Sort:  
 10 months ago 
 10 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 10 months ago 

Hello @piya3. What an interesting post, obviously one of the well navigated and interesting post here on steemit today...
It is truly clear that you have answered the challenge questions for this week by explaining your position as a caregiver to your sister and she was ill. Your images perfectly show that you were really patient and happy with sister when she was down with illnesses.
Your images alone has already given good qualities that a caregiver should have. A caregiver should possess a line up of qualities that will enable him or her to administer care with ease. You mentioned all the qualities correctly which include the quality of peace, love patience and good communication skills... Without having all these qualities, administering care as a caregiver will be very hard because it may seem as an impossible task...

You've really written well ..

Thanks for sharing and good luck with the challenge..

Taking care of our parents is not only our duty it is also an opportunity to gratitude them who gave our life and teach us how to live, I appreciate you as you taking care of your parents, thanks for the invitation.

 10 months ago 

Hi @piya3
Treating a sick person is one of the greatest virtues that a person can achieve while living in this world. There is no doubt that a sick person needs a lot of love and he gets better before time. Taking care of the patient and treating him properly, meeting his needs and providing him with the best possible comfort in every way. We can perform the duties of caring for the patient, whoever he is, we should take care of him and treat him, it is a great virtue and blessing.

 10 months ago 

hey friend @piya3 nice to see your post
best of luck

 10 months ago 

বন্ধু,
মানসম্মত মন্তব্যের জন্য পোস্টের বিষয়ভিত্তিক অভিমত এবং সর্বনিম্ন ৫০ শব্দ বা তার বেশি থাকা উচিত।

 10 months ago 
Hola amigo, es un gusto saludarte. Sin dudas prestar los cuidados a las personas que están quebrantados de salud es bastante importante, me alegra que hayas prestado todo tu apoyo a tu hermana durante su embarazo, ayudarla a guardar su reposo, cuidar de sus medicinas y atenciones, fue una gran labora la que realizaste.

Como cuidadores debemos tener una actitud positiva, mucha paciencia y estar muy atentos. Excelente participación amigo.
Saludos y bendiciones.


Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59527.28
ETH 2462.24
USDT 1.00
SBD 2.49