Contest: Tell Your Story#4|| Neighbors must come forward in danger ||

in Steem For Ladieslast month
pexels-george-pak-7983749.jpg
Source

আমার প্রিয় বান্ধবীরা,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে ভালোই আছি । আমাদের জীবন চলার পথে নানা ঘটনার সম্মুখীন হই ।যে ঘটনা গুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। Steem For Ladies কমিউনিটির পক্ষ থেকে শ্রদ্ধেয়া মডারেটর ম্যাম @ruthjoe আমাদের জীবনে ঘটে যাওয়া সেই গল্প নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমি আমার প্রিয় বান্ধবীদের @adrianagl,@ mokerrima & @yulexys21কে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

✅What happened and
তিন সপ্তাহের আগের ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ।

ভালোবাসা অন্ধ হয় তা শুনেছি কিন্তু আমি তা বিশ্বাস করতাম না ।মিথিলাকে দেখে মনে হয়েছে সত্যি ভালোবাসা অন্ধ । আমার প্রতিবেশী জিহাদ ও মিথিলা ।ওদের ভালোবাসার বিয়ে, জিহাদ ও মিথিলার সংসার জীবন হলো এই দুই বছর ।হঠাৎ এই সুখের সংসারে এক কালো ছায়া নেমে আসে।

pexels-gabriel-bastelli-865174-1759823.jpg
Source

জিহাদের সাথে মিথিলার অনলাইন মাধ্যম প্রথম পরিচয় হয় , সেখান থেকে প্রেম। দীর্ঘ এক বছর তাদের প্রেম ছিল এবং মিথিলা তার পরিবারকে জানিয়েছিল কিন্তু পরিবার মিথিলার এই প্রস্তাবে রাজি হয়নি তাই মিথিলা বাবা-মাকে না জানিয়ে পালিয়ে জিহাদকে বিয়ে করে এবং নতুন সংসার জীবন শুরু করে ।

তখন মিথিলা জানতো না, জিহাদের প্রথম পক্ষের স্ত্রী ছিল এবং তার একটি সন্তান ছিল ।মিথিলাকে বিয়ে করার কিছুদিন আগে জিহাদ প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করে ।এই সব কিছু মিথিলা জানতো না । জিহাদ নতুন ফ্ল্যাট কিনে এবং মিথিলা সুন্দরভাবে তাদের সংসার সাজিয়ে নিয়েছির হঠাৎ কিছুদিন থেকে তার স্বামীর আচরণে অন্যরকম পরিবর্তন এসেছে।

কথায় কথায় বিরক্তিকর আচরণ করছে। কথায় কথায় রেগে যাচ্ছে, মাঝে মাঝে তো তার গায়ে হাত তুলে। এমনকি মিথিলা মা হতে চলেছে তা জেনেও মাঝে মাঝে তার গায়ে হাত তুলে। এ নিয়ে মিথিলা প্রায় আমার কাছে বলত। সে এবিষয় বাবা আমাকে জানাতে চাচ্ছেন কারণ সে বাবা-মায়ের অমতে জিহাদকে বিয়ে করে ছিলো ।

pexels-rdne-6003787.jpg
Source

হঠাৎ সেদিন রাত্রে জিহাদ প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল এগুলো মিথিলা শুনতে পেরেছে ।এই নিয়ে ওদের ভিতরে অনেক ঝগড়া হয় এবং এক পর্যায়ে মিথিলাকে প্রচুর মারধোর করে। মিথিলার কাছ থেকে সে ফোন কেড়ে নিয়ে যায় । পরবর্তী দিন জিহাদ যখন অফিসে চলে যায় মিথিলা আমার বাসায় আসে। ওকে দেখে খুবই মায়া লেগেছে ।মানুষ কতটা নির্দয় হলে এভাবে মারতে পারে ।মিথিলার ভাইকে আমি সমস্ত কিছু ফোন করে জানাই এবং তাকে আসতে অনুরোধ করি ।

পরদিন মিথিলার ভাই ও বাবা আসেন এবং জিহাদের বাবা-মা আসলেন । তাদের দুই পক্ষ আলোচনা করে এবং জিহাদ তার সমস্ত ভুল শিকার করে মিথিলের কাছে ক্ষমা চায় । নিজেকে পরিবর্তন করার একটি সুযোগ চাচ্ছে ।মিথিলার বাবা ও ভাই মিথিলাকে নিয়ে বাড়ি চলে যায় । মিথিলাকে হারিয়ে জিহাদ অনেক কষ্টো পেয়েছে ।সে অনুতপ্ত ছিলো । জিয়াদ যাচ্ছে আবার মিথিলাকে নিয়ে নতুন করে সংসার সাজাতে চায় ।

pexels-vjapratama-935789.jpg
Source

মিথিলা আমাকে ফোন দিয়েছিল, সে কি করতে পারে? আমি তাকে বলেছিলাম জীবন একটাই, তাকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব আমাদের । জিহাদ দ্বিতীয়বার এমন কোন ভুল করবেনা তা নিশ্চিত হয়ে তাকে সুযোগ দেওয়া উচিত । যদি সে নিজেকে শুধরে নিতে পারে ।মিথিলা জিহাদকে মাফ করে দেয় এবং নতুন করে সংসার শুরু করে।

ভাইয়াকে আমরা অনেক বুঝিয়েছি আপনারা সন্তানের মা হতে চলেছে । এই সংসার জীবনটা অনেক সুন্দর যদি আমরা তাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। কিছুদিন পরে জিহাদ মিথিলাকে ফিরিয়ে নিয়ে আসে ।আইনগতভাবে এবং সকলের সম্মতিতে তাদের নতুন সংসার জীবন শুরু হয় ।

✅What you have learned from it

বাস্তব এই ঘটনা থেকে আমি যা শিখেছি।

প্রথমত যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হল:-

বাবা মাকে রেখে অন্য কাউকে অন্ধ বিশ্বাস করা উচিত না । বাবা-মা সন্তানের সবথেকে ভালো বন্ধু তারাই সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে। জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বাবা-মার অনুমতি নিয়ে করতে হবে । যদি মিথিলা তার বাবা-মায়ের কথা শুনতো তাহলে হয়তো জিহাদের হাতে এভাবে মার খেতে হতো না।

দ্বিতীয় যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হল:-

প্রতিবেশীরা একে অপরের বিপদের সময় এগিয়ে আসা উচিত কারণ আমাদের বাবা-মা, ভাই-বোন, আপনজন সকলেই অনেক দূরে থাকে তাই কোন বিপদ আসলে আমাদের প্রতিবেশীরা এগিয়ে আসবে আগে। মানবতার দিক থেকে প্রতিবেশীর সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠা উচিত ।

তৃতীয় যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হল:-

যে চলে গেছে তাকে পিছু না টেনে বর্তমানে যে সাথে আছে তাকে নিয়ে সুখে থাকার চিন্তা করাটাই ভালো । আমরাই পারি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে । যাকে ভালোবেসেন তাকে সারা জীবনের সঙ্গী করে সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করে তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করা উচিত।

পৃথিবীর সকল ভালোবাসা শুদ্ধ ভালবাসা হোক । সকল পবিত্র ভালবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাই ।আজ এখানেই বিদায় নিচ্ছি ।সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন ।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
 last month 
Estado del club#Club5050
Exclusivo de Steem
Libre de plagio
Sin bots
Votación CSI[? ] (14.2 ( 0.00 % self, 77 upvotes, 70 accounts, last 7d )
Damas de Steem0%
Burnsteem250%
Contenido de IAHumano
Recuento de palabras719

Gracias por compartir tu participación con nosotros, te deseo mucho éxito...

 last month 

Thank you, Mam.

 last month 

Saludos amiga. Es triste ver está historia porque últimamente se ve como engañan a muchas mujeres. A través de medios, de internet. Es importante cuidarnos y conocer muy bien a una persona antes de tomar una decisión tan importante como lo es el casarse. Es tan triste ver qué ella paso está situación por desobediencia a sus padres. Ojala puedas seguir aconsejandola y ojalá no pase lo mismo. Es un gusto que te quedaron enseñanzas de esta situación también pienso que nuestros padres siempre seran nuestros mejores amigos, ojala ella este bien. Saludos para ti hasta la próxima. Éxitos en tu participación.

 last month 

Congratulations!
Your post is nominated by Steem For Ladies for booming vote as a contest winner.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
"Only posts that are original, adhere to the rules, and are not cross-posted are nominated."

Well done!
@ruthjoe

 28 days ago 

Thank you, Mam.

 27 days ago 

💕

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54