একটু খাওয়া দাওয়া।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটু সন্ধার সময় হালকা নাস্তার খাওয়া দাওয়ার মুহুর্তটা আপনাদের সাথে শেয়ার করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
কিছু ব্যক্তিগত কারণে, বাড়ীর বাইরে বেশি একটা যাওয়া হয় না৷ সারাটা দিন বাড়ীতে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। এজন্য মাঝে মাঝেই নিজের পছন্দ মতো কিছু একটা রান্না করে খাই। আজকে হঠাৎই সন্ধার সময় মনে হলে লুচি আর তরকারি করে খাই। এজন্য একটু আটা নিয়ে লুচি বানিয়ে নিলাম। এরপর একটু নিরামিশ তরকারি রান্না করে নিলাম। যেটা দিয়ে লুচিটা খাবো। খেতে বেশ ভালোই লাগল। আমার খেতে বেশ ভালোই লাগে। রান্না শেষে পরিবারের সবার সাথে বসে মজা করে লুচি আর তরকারি খেলাম।
খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখি আমার আব্বু বাজার থেকে পুড়ি আর টক নিয়ে আসছে। আজকেই লুচি বানালাম। আর আজকেই আব্বু পুড়ি আর টক নিয়ে আসল। কি আর করব৷ ওইগুলোও খেয়ে নিলাম। আজকে আর রাতের খাবার না খেলেও চলবে। আজকের সন্ধার নাস্তাটা বেশ ভালোই কাটল।
আশা করি আপনাদের সবার কাছে ভালে লেগেছে৷ সবাই ভালে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।