আলু দিয়ে মুরগী মাংস ভোনা তৈরি রেসিপি।

in Steemit Travellast year

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে মুরগীর মাংস ভোনা তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230822_195535.jpg

আলু দিয়ে মুরগীর মাংস ভোনা তৈরি রেসিপি।
উপকরণ -
১।মুরগী মাংস
২।আলু
৩।পিঁয়াজ রসুন
৪।শুকনো মরিচ
৫।জিরাগুঁড়া
৬।হলুদ গুঁড়া
৭।লবণ
৮।তেল

ধাপ-১
IMG_20230822_180255.jpg

IMG_20230822_171448.jpg

পথমে মুরগী মাংস আর আলু পিছ পিছ করে কেটে নিয়ে তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230822_171350.jpg

IMG_20230822_163156.jpg

পিঁয়াজ রসুন কেটে নিয়ে শুকনো মরিচ এক সাথে বেটে রাখতে হবে।এরপর বাটার মধ্যে একে একে হলুদগুড়া
জিরাগুঁড়া ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে দিতে হবে।

ধাপ-৩
IMG_20230822_182612.jpg

IMG_20230822_181247.jpg

IMG_20230822_180936.jpg

IMG_20230822_180801.jpg

IMG_20230822_180705.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে মসলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। মসলা মধ্যে কেটে রাখা মাংস আর আলু দিয়ে ভালো করে কষাতে হবে।

ধাপ-৪
IMG_20230822_184806.jpg

IMG_20230822_183216.jpg

কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর টগবগ করে উঠলে হালকা করে নেড়ে দিতে হবে।

ধাপ-৫
IMG_20230822_195535.jpg

কিছু সময় পর নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজেই তৈরি করতে পারবেন।আলু দিয়ে মুরগী মাংস ভোনা তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Sort:  
 last year 

Hi! do you like travelling? do you want to let us know about places in your country? your experiences?
Here is the community for you, sign up and publish your posts, we have a daily curation with many active contests and we are supported

https://steemit.com/trending/hive-188972

And now you can also share recipes and the food you eat around.

We look forward to reading your posts! see you soon!!!

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68668.50
ETH 2459.32
USDT 1.00
SBD 2.36