সূদুর গন্তব্যের উদ্দেশ্য ছুটে চলছে নৌকা
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আজকে আমি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো। গ্রামে রয়েছে অসংখ্য নদ নদী সেই নদীতে নৌকা চলে নৌকার দৃশ্য মনোমুগ্ধকর। মনে হয় আকাশ যেনো নেমে এসেছে পানিতে, চারদিকে শুধু পানি আর পানি সেই পানি দিকে তাকালে আকাশ দেখা যায়। আর পানি চলছে ছোট ছোট নৌকা যে নৌকা নিয়ে মানুষ মাছ ধরে আবার অনেক এ শাপলা ফুল তুলতে যায়। এটা আমাদের বাংলাদেশ এর সৌন্দর্য। সে দৃশ্য বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুজে পাবে নাতো, সে তো সকল দেশের রাণী আমার জন্মভূমি। তাইতো আমার গ্রাম অনেক ভালো লাগে। ভালো লাগে গ্রামের মুক্ত হাওয়া। প্রতিটি মানুষের জীবনের মূল শিখর হলো গ্রাম, অনেকে গ্রাম ছেড়ে শহরে বসবাস করো তবো বার বার ছুটে চলে যায় নারীর টানে। এ গ্রাম যেনো প্রতিটি মানুষের মা আর তাইতো গ্রাম কে মায়ের সাথে তুলনা করা হয়।