Runabout .
ভ্রমণ আমাদের জন্য অনেক উপকারী , বিশেষ করে আমাদের যখন নিজেদের স্বাভাবিক জীবন যাপন এর উপর একঘেয়েমি চলে আসে। সবারই একটা বিশ্রামের দরকার হয় , তেমনি আমাদের মনের যখন আমাদের স্বাভাবিক জীবন যাপন থেকে বিরক্তি চলে আসে তখন আমাদের একটু মনটাকে শান্ত হওয়ার জন্য ভ্রমণ উত্তম একটা মাধ্যম।