সার্ভার জটিলতা সমস্যা || স্টীম প্রো অ্যাপ দিয়ে পোস্ট করার নিয়ম ||

in STEEM FOR TRADITIONN9 months ago (edited)

IMG-20230916-WA0014.jpg
Source

আজকে আমি আপনাদের সাথে স্টিম প্রো দিয়ে কিভাবে পোস্ট করা যায় তা আলোচনা করব।


প্রায় সময় সার্ভার জটিলতার কারনে পোস্ট করতে বেশ সমস্যা দেখা দিতেছে আবার অনেকেই পোস্ট করতে ব্যর্থ হচ্ছে। সহজ ভাবে আমি কিছু নিয়ম আজকে বলে দিবো আশা করি কারো পোস্ট করার কোনো সমস্যা হবে না।

প্রথমেই আপনাদের অবশ্যই পোস্টিং কি দিয়ে স্টিম প্রো এপস লগ ইন করে নিতে হবে। তারপর একাউন্ট অপশনে গেলে কয়েকটি বিষয় পাবেন তা হলো :- হোম, নোটিফিকেশন, একাউন্ট, ওয়ালেট। আপনারা পোস্ট করার জন্য অবশ্যই একাউন্ট অপশনে ক্লিক করবেন এবং তার পর আপনার কমিউনিটি সিলেক্ট করে পোস্ট অপশনে ক্লিক করবেন।


ধাপঃ-১

ধাপঃ-২


ধাপঃ-৩


IMG_20230912_182714.jpg


ধাপঃ-৪

Screenshot_2023-09-12-18-28-49-244_com.steempro.mobile.jpg

আপনারা কেমন লিখেছেন তা দেখার জন্য আই অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন। প্রথমেই দেওয়া রয়ে রয়েছে টাইটেল এখানে আপনারা যে বিষয় নিয়ে পোস্ট করবেন তা লিখে দিতে হবে। তারপরে রয়েছে এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনারা ট্যাগ দিয়ে আবার প্লাস বাটনে ক্লিক করবেন তাহলেই ট্যাগ যোগ হয়ে যাবে। মধ্যখানে রয়েছে বডি বা মূল অংশ এখানে আপনারা আপনাদের বিষয় সম্পর্কে লিখবেন। অবশেষে আপনাদের যোগ করতে হবে বেনিফিসারি সেটা রয়েছে একদম নিচে :-

IMG_20230912_183517.jpg

তারপর আপনারা আমাদের কমিউনিটির জন্য Waight লেখাতে দিবেন ৪% এবং ইউজার নামে দিবেন hive-157557.

তারপরেই আপনারা পোস্ট করে দিবেন। এই নিয়ম অনেকেই জানেন কিন্তু সার্ভার জটিলতার সময়ে কিভাবে পোস্ট করবেন এই বিষয়টি অনেকেই জানেন না সেটা আপনাদের এখন জানাবো।


সার্ভার ডাউনের সময়ে যেভাবে স্টিম প্রো দিয়ে পোস্ট করবেন:-


  • (1)
    IMG_20230912_185054.jpg

  • (2)

IMG_20230912_185305.jpg

  • (3)

IMG_20230912_185329.jpg

api.steemit.com হচ্ছে মেইন সার্ভার!
যখন এই সার্ভার কাজ করবে না, তখন অন্য গুলো ট্রাই করতে হবে। অনেকেই বড় পোস্ট করেন কিন্তু মেইন সার্ভার দিয়ে পোস্ট হয় না তখন আপনাদের ধাপে ধাপে বাকি গুলো ট্রাই করতে হবে। api.steemit.com কাজ না করলে steemapi.boylikegirl.club চেষ্টা করবেন, যদি এটিও কাজ না করে তাহলে steemy.com চেষ্টা করবেন, যদি এটিও কাজ না করে তাহলে amarbangla.net ট্রাই করবেন। তাহলে আশা করা যায় অবশ্যই পোস্ট করতে পারবেন।


post credit : @mainuna

Sort:  
Loading...
 9 months ago 

এই অ্যাপসে কিভাবে পোস্ট করতে হয় এটি আমার বিশেষ করে জানা ছিল না। আমি এই পোস্টএর মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে এই অ্যাপসে গিয়ে কাজ করতে হয়। ধন্যবাদ জানাচ্ছি এই পোস্টটি করার জন্য। এটি আমাদের অনেকটা সাহায্য করবে। আর এই পোষ্টের ক্রেডিট নুর আমিনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বিষয় আমাদের কাছে তুলে ধরার জন্য।

 9 months ago 

স্টিম প্রো অ্যাপ দিয়ে কিভাবে পোস্ট করতে হয় তা আপনার পোষ্টের মাধ্যমে আমরা খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম। সার্ভার জটিলতা বর্তমানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময়ই আমরা পোস্ট করতে ব্যর্থ হই। অথবা সঠিকভাবে আমাদের পোস্টটি করতে পারিনা। তবে স্টিম প্রো অ্যাপ দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আপনার পোস্টটি পেয়ে আমি বেশ উপকৃত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

বর্তমানে সার্ভার এর যে সমস্যা তাতে এই স্টিম প্রো অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে পোস্ট করার জন্য। আগে এমন সমস্যা ছিল না বর্তমানে যে সমস্যা হইতেছে তাতে এই অ্যাপ ছাড়া কোন গতি নাই। অনেক সুন্দর করে পোস্ট করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করায় আমার কাছে এই একটি সুবিধা জনক মনে হচ্ছে।

 9 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট। এই পোস্ট দেখে আমরা অনেক সহজেই স্টিম প্রো এপস দিয়ে পোস্ট করতে পারবো বলে মনে করি। এতে করে সার্ভার জটিলতার কারনে আমাদের পোস্ট করা বন্ধ থাকবে না। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 9 months ago 

বর্তমানে স্টিমিট প্লাটফর্মে সাভার জটিলতা চলছে। আর এই জটিলতার সময়ে স্টিপপ্রোই হলো আমাদের একমাত্র ভরসা। যা ব্যবহার করে ইউজাররা তাদের পোস্টগুলো বেশ সহজেই করতে পারবে। ধন্যবাদ এত সুন্দর করে টিউটোরিয়ালটি তুরে ধরার জন্য।

 9 months ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই পোস্টটি আমাদের মাঝে উল্লেখ করেছেন। বর্তমানে সার্ভারের জটিলতা থাকার কারণে আমরা অনেকেই সঠিক সময়ে ও সঠিক নিয়মে পোস্ট করতে পারছি না। সে ক্ষেত্রে আমাদের একটি বিকল্প পদ্ধতি খুব দরকার ছিল। আজকে আপনার শেয়ারকৃত এই পোস্টের মাধ্যমে আমরা সার্ভারের জটিলতা কাটিয়ে এই অ্যাপসের মাধ্যমে সঠিক সময়ে পোস্ট করতে পারব বলে আশা করছি। অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ বুঝিয়ে দিয়ে আজকের এ পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60984.38
ETH 3379.71
USDT 1.00
SBD 2.47