মাছের দোকান শহরে বা গ্রামে সকল স্থানে দেখা যায়।আপনি বগুড়া জেলার গাবতলী উপজেলার মাছের বাজার নিয়ে অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন।মাছ পাওয়ার আপনি সময় উল্লেখ করেছেন।একটি কথা জানতে পেলাম তা হলো যে মাছের দাম একবার বৃদ্ধি পাবে আর কখনো কমেনা উল্টো আরো বেশি বৃদ্ধি পায়।মাছ বিক্রেতার নির্দিষ্ট সময় ভাগ করা আছে তাও উল্লেখ করেছেন।মাছের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।মাছের দামও উল্লেখ করেছেন।আমি মাছের দাম জানিনা অনেক কিছুই জানলাম আপনার এ পোস্ট থেকে।ফেব্রুয়ারিতে বগুড়ায় পোড়াদহে জামাই মেলা হয় তাও জানা হলো।মাছ বিক্রেতা গুলোকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় তাও উল্লেখ করেছেন।আপনার পোস্ট পড়ে আমার মতো যাদের জানা নেই এসব বিষয় তাদের অনেকেরই অনেক কিছু জানা হলো আপনার এ পোস্ট দেখে।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য