চিকলি ওয়াটার পার্ক রংপুর পর্ব - ১

in STEEM FOR TRADITIONN11 months ago (edited)

আসসালামুআলাইকুম,
আমি @afsanaety,
আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

IMG-20230918-WA0034.jpg

বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর শহরে অবস্থিত চিকলি ওয়াটার পার্ক।উত্তর অঞ্চলে থাকে কিন্তু রংপুরের চিকলি ওয়াটার পার্ক চিনে না এমন মানুষ পাওয়া যাবে না।এ জায়গাটি বহু প্রচলিত একটি জায়গা।আজ থেকে কয় বছর আগেও চিকলি ওয়াটার পার্ক এতো নাম করা ছিলো না।যত দিন যাচ্ছে এর সৌন্দর্য বেড়ে নাম আরো বেশি করে প্রচলিত হচ্ছে।আমি বেশ কয় বার এ জায়গায় গিয়েছি।ছোট বেলা থেকে শুনে এসেছি এ জায়গার নাম "চিকলি বিল" বা অনেকে চিকলি বললেই চিনে।আগে থেকেই সেই বিলের সৌন্দর্য মানুষের মনে জায়গায় করে আছে।

20230918_201324.jpg

২০১৩ সালে যখন গিয়েছিলাম তখন শুনেছি সেখানে পার্ক হবে,তবে কথাটি শুনে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল।ভেবেছিলাম হয়তো আর এ বিলটা দেখা হবেনা।তারপর যখন পরিকল্পনা বাস্তবায়ন হলো আর শুনলাম বিল রেখেই পার্ক হবে তখন অনেক ভালো লেগেছিল।দেখতে গেলাম তখন কেবল কাজ শুরু করেছে।আর রয়েছে শুধু বিল আর তার সৌন্দর্য।যখন কিছুই ছিলো না।তখন এ বিলের সৌন্দর্য আর সেখানকার ঠান্ডা বাতাস মন কেড়ে নিয়েছিল আমার মতো অনেক মানুষের।

20230918_201448.jpg

অনেক তো চিকলি বিলের প্রশংসা এবার চলুন আমরা এ চিকলি ওয়াটার পার্ক এ আমরা কিকি দেখতে পাবো তা নিয়ে আলোচনা করি।

চিকলি ওয়াটার পার্ক নিয়ে কিছু কথা
প্রথমে এ বিলটির নাম দেয়া হয় চিকলি বিল পার্ক পরবর্তিতে নাম পরিবর্তন করে চিকলি ওয়াটার পার্ক রাখা হয়।২০১৫ সালে চিকলি ওয়াটার পার্ক খোলা হয় কাজ তখনো চলছিল।এখন ২০২৩ সাল চলছে।এখনো কাজ চলছে।নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে।যাতে সৌন্দর্য বাড়িয়ে তোলে সাথে মানুষের ভিড় দিন দিন লেগেই থাকে।গুগোল উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি ১০০ একর জমির উপর এ পার্কটি অবস্থিত।কিন্তু অনেকেই বলছে ১০০ একরের চেয়েও বেশি জায়গা এখানে আছে।রংপুর শহরের হনুমান তলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিল মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন এক রুপে।

20230918_202200.jpg

আবারো ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ওয়াটার পার্কে প্রবেশ করলাম।মোট ৫০ টাকা লাগবে চিকলি বিলের সৌন্দর্য দেখতে হলে।ওয়াটার পার্কে স্পীড বোট এ উঠে সম্পুর্ণ চিকলি বিল দেখা যাবে।তবে আমি এবার উঠিনি বোটে।

IMG-20230918-WA0029.jpg

দাঁড়িয়ে শুধু ছবি নিচ্ছিলাম।অনেকে দেখলাম ভিডিও করছে জায়গাটির।স্পীড বোটে উঠতে হলে আগে পানির উপরে ভাসমান জায়গায় নামতে হবে।দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর দুলছিলাম।অনেক স্পীড বোট যাচ্ছিল আর আসছিল।বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছিল আসে পাশে খেয়াল করে দেখলাম।সেখান থেকে বের হয়ে এসে একটু হাটতেই একটি বিশাল ফাস্টফুডের রেস্টুরেন্ট দেখা যাবে।বাহির থেকে অনেক সুন্দর ডেকোরেশন করা।তেমনি ভিতরেও অনেক সুন্দর করে ডেকোরেশন করা, এবার সেখানে কিছু খাইনি তবে এর আগেরবার যতো বারই এসেছি খেয়ে গিয়েছি।খাবার যেমন দারুণ তেমনি দামও একটু বেশি।

IMG-20230918-WA0040.jpg

চিকলি ওয়াটার পার্কের সৌন্দর্যের বর্ণনা করতে আরো কয় পর্ব জরুরী।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

লিখায় কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।পোস্টটি পড়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন।সামনে বাকি পর্ব গুলো নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1RbvAcCQduMMwuHbDsRzVBx6AiL4yUe4c3jZrHTmXNfKgvnZvKjNgBNrnn9HXgQGoD3BF4CWs2mv1MiJ9.gif

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Sort:  
 11 months ago 

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। রংপুরের এই জনপ্রিয় চিকলি ওয়াটার পার্ক সম্পর্কে অনেক শুনেছি কিন্তু, কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে আপনি আপনার আজকের এই পোস্টে এই পার্ক এর বেশ কিছু অংশ ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সুবাদে এ পার্কের বেশ কিছু অংশ দেখা হয়ে গেল। আপনি চিকলি ওয়াটার পার্ক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। বিনোদন পার্ক হিসেবে এই চিকলি ওয়াটার পার্ক অল্প সময়ে অনেক সুনাম অর্জন করেছে। বিল দেখতে আমাদের সবারই ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি করেছেন।এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

পোস্টটা টুইটারে শেয়ার করে,লিংক কমেন্ট করেন।

 11 months ago 

জি করেছি।সারভার সমস্যার জন্য একটু দেরি হয়েছে।

 11 months ago 

চিকলি ওয়াটার পার্ক রংপুরের একটি বিখ্যাত দর্শনীয় স্থান। এখানে অনেক লোক ঘুরতে যায় এখানকার পরিবেশ অনেক চমৎকার। এখানে যে বিলটি রয়েছে সেটি অনেক চমৎকার দেখতে এবং এখানে বেশ কিছু দেখার মত রয়েছে। এখানে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যায় মাছগুলো একুরিয়ামে সুন্দর করে সাজানো রয়েছে। ধন্যবাদ আপাকে এত চমৎকার একটি পোস্ট করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ

 11 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 11 months ago 

চিকলি ওয়াটার পার্কে কখনো আমার যাওয়া হয় নি। তবে এর সৌন্দর্য দেখে বুঝা জাইতেছে অনেক সুন্দর একটি স্থান। তবে এখানে ৫০ টাকা খরচ হলেও আমাদের এলাকায় নির্মিত বিল গুলোতে প্রবেশের কোনো টিকেট লাগে না। এখানে আবার অনেক শাপলা এবং পদ্মফুল পাওয়া যায়। আশা করি পরবর্তী ধাপ গুলোতে আপনি আরো ছবি শেয়ার করবেন।

 11 months ago 

ধন্যবাদ

 11 months ago 

চিকলি ওয়াটার পার্ক সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে এই চিকলি ওয়াটার পার্ক অনেক সুন্দর একটি জায়গা এবং এর জনপ্রিয়তা অনেক। আমরা একবার গিয়েছিলাম দিনের বেলা কারণ ফোন নিতে গিয়েছিলাম তো ওই জন্য ওইখানে ঢুকেছিলাম কিন্তু দিনের বেলা গিয়ে তেমনটা মজা পায়নি যদি রাতের বেলা যেতাম অনেক সুন্দর একটি মুহূর্ত পার করতাম। আমার কাছে জায়গাটি অনেক সুন্দর লেগেছিল। অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং ঘোরার জন্য পারফেক্ট। সত্যি আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

আমার ক্ষুদ্র জীবনের একটি বছর কাটিয়েছি এই চিকলি ওয়াটার পার্কের পাশেই। এর ঠিক দক্ষিণ দিকের পুকুরগুলোর সঙ্গে আমার ম্যাচ ছিল। তখন চিকলি ওয়াটার পার্ক তেমনভাবে সাজানো হয়নি। আমরা বন্ধুরা মিলে মাঝে মাঝে কাঁঠাল গাছ টোপকে যেতাম সেই চিকলি ওয়াটার পার্কের ভিতরে।এছাড়া ভালোভাবে গিয়েছি অনেকবার বন্ধুবান্ধবদের সঙ্গে। সেখানে রাতের বেলা গেলে অনেক ভালো লাগে কারণ রাতের বেলা দৃশ্য অনেক মজাদার ও আনন্দময়।আপনি সেখানে গিয়েছিলেন শুনে বেশ ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

ধন্যবাদ

 11 months ago 

কিছুদিন আগেই আমি সব আমার বন্ধুরা ও গ্রামের কিছু বড় ভাইয়েরা মিলে রংপুরের চিকলি ওয়াটার পার্কে গিয়েছিলাম। বেশ ভালো সময় কেটেছে সেখানে আর পরিবেশটা ও বেশ ভালো। ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা আমার বন্ধুরা তো সেখানে এত এত ছবি তুলেছে যে বলার বাইরে। ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

চিকলি ওয়াটার পার্ক নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন আপু। বর্তমানে এটি রংপুর শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যতো দিন যাচ্ছে এখানে ততো বেশী নতুন নতুন কিছু যোগ করা হচ্ছে। এই চিকলি ওয়াটার পার্কে যে চটকিটি আছে সেটা দক্ষিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চড়কি। রাতের বেলা গেলে ভালো ভিউ পাওয়া যায়। আশা করি সুন্দর একটি মুহূর্ত পার করেছেন সেখানে।

 11 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.032
BTC 63760.92
ETH 2737.73
USDT 1.00
SBD 2.60