আসসালামু আলাইকুম।
হ্যালো বন্ধুরা, আমি @shopon700🇧🇩বাংলাদেশ থেকে। The Steemit City কমিউনিটিতে আজ আমি Street Photography Contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন।
Street Photography.
(pic-1)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/bullion.novels.flasks
(pic-2)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/bullion.novels.flasks
☝️ এই রাস্তার পাশের ফলের দোকান গুলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত।এই ছোট ছোট ফলের দোকানগুলো রাস্তার দুইধার দিয়ে গড়ে উঠেছে।এই দোকানগুলো দেখতে অনেক সুন্দর।এই দোকানগুলো রাস্তার পাশে গড়ে উঠায় ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে বিভিন্ন রঙিন ছাতার ব্যবহার করে থাকে। যা দোকানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।
(pic-3)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/misleads.dumbness.patting
(pic-4)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/misleads.dumbness.patting
👆 এই রাস্তাটি কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।এই রাস্তাটি কুড়িগ্রাম শহরের বিভিন্ন উপজেলা এবং থানার রাস্তাকে বিভক্ত করেছে।মোটকথায় বলা চলে এই জায়গাটি সকল রাস্তার মিলিত স্থান। এই জায়গাটি কুড়িগ্রাম শাপলা চত্বর নামে পরিচিত।এখানে গড়ে উঠেছে বিভিন্ন ফলের দোকান।এই দোকানগুলো থেকে মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় ফলমূল কিনে থাকে।
(pic-5)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/dispersed.cohort.biopsies
👆 এই চিত্রে একটি কলেজ দেখা যাচ্ছে। এই কলেজটি কুড়িগ্রাম - চিলমারী মহাসড়কের পাশেই অবস্থিত। এটি একটি ভোকেশনাল কলেজ।তাই এই জায়গাটি ভোকেশনাল মোড় নামে পরিচিত।আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হেটে যাই।তাই হঠাৎ একদিন আমি আমার ফোনে এই ছবিটি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।
(pic-6)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/blogs.reward.agree
(pic-7)👇
Cemera: Oppo-A12.
Location:
https://w3w.co/blogs.reward.agree
👆 রাস্তার পাশের এই ছোট ছোট দোকানগুলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কলেজ মোড়ে অবস্থিত।এখানে পানের দোকান ও ফলের দোকান রয়েছে। এই দোকানগুলো সকাল থেকে অনেক রাত পর্যন্ত খোলা থাকে।এই স্থানটিতে মিনিবাস গুলো কিছুক্ষণের জন্য দাঁড়ায় তখন যাত্রীরা রাস্তার পাশের এই দোকান গুলো থেকে পান,ফলমূল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকে।
Cc:
@tarpan
@wo-photography
@sabbirrr
@sm-shagor
@msharif
সকলকে ধন্যবাদ।
JOIN WITH US ON DISCORD SERVER:
Thanks.