My Village in Ten pics. 07-06-2021. My Village Goshaidangi

in Steemit City3 years ago (edited)

IMG_20210223_075811.JPG
★W3W:https://w3w.co/courtrooms.strapless.multisport
গ্রামে প্রচুর ঘুড়ি উড়ানো হয়।ছোট ছোট ছেলেরা যখন ঘুড়ি নিয়ে মাঠে উড়ানো জন্য যাচ্ছিল, তখন আমি এই ছবিটা তুলেছিলাম।
IMG_20210607_150318.jpg
★W3W:https://w3w.co/concoct.history.schoolmate
এই দুইটি ছেলে করাত দিয়ে একটি বাঁশের খুঁটি কাটার চেষ্টা করছে। এই দুইটি ছেলে বাঁশের খুঁটি করাত দিয়ে কেটে, তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে।
IMG_20210607_095118.jpg
★W3W:https://w3w.co/paradoxical.smooth.emerge
এই দুইটি লোক এখানে বাঁশের চাটাই তৈরি করছে। এই বাঁশের চাটাই গুলো তৈরি করার পর,তাদের প্রয়োজন অনুযায়ী দামে এই চাটাই গুলো তারা বিক্রি করে থাকে।
1623051567806-01.jpeg
★W3W:https://w3w.co/saint.overplayed.spoof
সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল,তখন আমি এই ছবিটা তুলেছিলাম। সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের মেঘ খুবই সুন্দর লাগছিল।
1623051493447-01.jpeg
★W3W:https://w3w.co/clerks.conspicuous.beings
এটি একটি ব্রিজের ছবি।এই এই ব্রিজের নাম গড়াই ব্রিজ। এই ব্রিজ কুষ্টিয়া জেলায গড়াই নদীর উপর অবস্থিত।
1623051361645-01.jpeg
★W3W:https://w3w.co/silent.container.plaster

পদ্মা নদীর শাখা নদীর চরে, এই ছোট ছোট বাচ্চাগুলো বালির উপর ফুটবল খেলছে।
1623051279699-01.jpeg
★W3W:https://w3w.co/gutters.gruffly.screeching
এই পাঠকাঠি গুলো শুকিয়ে একজায়গায় পালা দিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য।
1623051138348-01.jpeg
★W3W:https://w3w.co/covert.fudging.overpowers
নদীতে এখন পানি নেই।এজন্য নৌঁকাগুলো নদী থেকে তুলে,আঁলকাতরা দিয়ে রোদে শুকাতে দেয়া হয়েছে। নৌঁকাতে আঁলকাতরা দিলে নৌঁকার কাঠ দীর্ঘদিন ভালো থাকে।
1623051010634-01.jpeg
★W3W:https://w3w.co/shuffling.thanksgiving.master
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,একটি ট্রাকটারের ভেঙে যাওয়া অংশ ঝালাইয়ের মাধ্যমে জোড়া দেওয়া হচ্ছে।
IMG_20210124_120836.jpg
★W3W:https://w3w.co/tropical.spoke.floated
এই পুকুর থেকে মাছ ধরার জন্য,পাম্প মেশিন দিয়ে এই পুকুর থাকে পানি সেঁচ দেওয়া হয়েছে।

Sort:  

Polish_20210425_125239192.jpg

Your post has been upvoted by @wo-photography courtesy of @sabbirrr

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @wo-photography & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44