কংক্রিটের জঙ্গল - Street Photography Contest

in Steemit City3 years ago

IMG_20200620_175929~2.jpg

এই শহরে হাজারে হাজারে লাখে লাখে শুধু কংক্রিটের শরীর। যেদিকে তাকাবেন, যত দূরে তাকাবেন, শুধু দালান দেখতে পাবেন।

জি, আমি ঢাকা শহরের কথা বলছি। আমার বাসস্থান। পৃথিবীর অন্যতম বসবাসের অযোগ্য নগরী।

এই ছবিটা তুলেছিলাম অনেক আগে, হয়তো বছর খানিক হবে। একজন শুভাকাঙ্খির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ছবিটা সেই বাড়ির ছাদ থেকে তোলা। এই শহরের আবাসিক এলাকাগুলোতে কোন গাছ নেই, নেই দম নেয়ার কোন জায়গা। দমবন্ধ পরিবেশে লাখে লাখে মানুষ শুধু জীবন যাপনের জন্য বেঁচে আছে।

IMG_20200620_175936~2.jpg

ছবি দুটোর ঠিক স্ট্রীট ফটোগ্রাফির সবার সাথে মিলে না, আমি জানি। তারপরও মনে হল ছবি দুটোতে কিছু একটা আছে। না! কোন মায়ার কথা বলছি না। বরং কিছু একটা আছে ছবিগুলোতে যেটা চোখকে টানে।

হয়তো এই আবদ্ধ পরিবেশ অথবা এই কংক্রিটের দালান; কিছু একটা। অথবা হয়তো এই ছবিগুলোই সত্যিকার অর্থে ঢাকা শহরের প্রতিচ্ছবি।

ডিভাইস: শাওমি নোট 7 প্রো
লোকেশন: বাড্ডা, ঢাকা।
লোকেশন লিংক

ধন্যবাদ @tarpan এই কনটেস্টের জন্য। এবং আমার পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 71174.86
ETH 2484.37
USDT 1.00
SBD 2.42