Street Photography || Friday Action
আমাদের শহরের কিছু বিশেষ গুন আছে, যেগুলো নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেন আবার কেউ কেউ আগ বাড়িয়ে নিজের শহরের বদনাম করতে পিছ পা হন না। তবে বিষয়টি যাইহোক, বৈশিষ্ট্যগুলো যে সত্য সেটা নিয়ে কোন সন্দেহ নেই। আর সেগুলোর মাঝে অন্যতম হলো শহরের প্রচন্ড যানজট। শুধুমাত্র ঈদের ছুটিগুলো ব্যতিত ঢাকা শহরের দৃশ্য কখনো ফাঁকা ছিলো না, হরতালের মাঝেও ঢাকা শহরের যানজট তৈরী হয়েছে এই রকম উদাহরনও আছে।
যাইহোক, বর্তমান সময়ের প্রকৃতির নিষ্ঠুরতম আঘাতের নাম হলো করোনা, এই করোনা কারনে আমাদের দেশে বর্তমানে লকডাউন চলছে, যদিও সরকারের পক্ষ হতে কিছুটা শীথিল করা হয়েছে, অল্প পরিমানে গনপরিবহন চালু রয়েছে। কিন্তু তবুও চারপাশের দৃশ্যগুলোকে বড্ড বেমানান লাগে।
আজ শুক্রবার, গুলিস্তান পার্কের সম্মুখ হতে কিছু ফটোগ্রাফি করেছি, এই এলাকাটার বড় দুর্নাম রয়েছে, কারন এখানে প্রচন্ড ভীর থাকে মানুষের এবং অনেক অনাকাংখিত ঘনটা ঘটে থাকে এখানে। কিন্তু ছবিগুলোর দৃশ্য ভিন্ন কথা বলছে, বুঝাই যাচ্ছে না এই জায়গায় প্রচন্ড জ্যাম থাকে।
ক্যাপচার-১
ক্যাপচার-২
ক্যাপচার-৩
সকল ফটোগ্রাফি আমার অর্জিনাল এবং সবগুলো এমআই শাওমি ফোন দ্বারা ক্যাপচার করা হয়েছে।
ধন্যবাদ সবাইকে।
তানিয়া
09/04/2021
Always appreciated for the support-
@rex-sumon @wo-photography @steemcurator07
Hmmm