My holiday time | contest 14 | week 04
একটি ছুটির দিন
যাইহোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিতেছিলাম। তখন আলভী(আমার বন্ধু) ফোন দিয়ে বললো বের হতে। বেলা তখনো পড়ে নি। এজন্য উত্তর দিলাম," এই সময়ে?"প্রতিত্তরে বললো," আজকে শুক্রবার না? "
যদিও এখন প্রতিদিন ই আমাদের কাছে শক্রবার। করোনার মহামারীতে দেড় বছর হয়ে গেলো ঘরে বসেই আছি। না করতে পাচ্ছি কোন কাজ, না পড়ালেখা। যাইহোক, আমি বের হয়ে পড়লাম। গিয়ে দেখি আরো দুজন বন্ধু আছে রাফা আর তনময়।
আমরা রওনা দিলাম 'বেলতলার' উদ্দেশ্যে। এটা আমাদের উপজেলার ই একটা গ্রাম। সেখানে আমাদের এক বন্ধু থাকে, নাম 'অয়ন'।
বেলতলা নেমেই সেল্ফি নিলাম একটা।
Location
এরপর অয়নের সাথে দেখা। তরপর থেকে মজা আর মজা। আঁরা-জঙ্গলের ভেতরে আমরা।
ছুটির দিন মানেই হাসির দিন 🙄 হাসুন আর প্রাণ ভালো রাখুন।
গ্রামীণ অঞ্চলের খেলাধুলার মধ্যে ৭গুটি, ১৪ গুটি অন্যতম। রাস্তায় বা মাটিতে ছক কেটে এ খেলার আয়োজন করা যায়। 'বেলতলায়' এসে এ ধরনের খেলা চোখে পড়লো।
গ্রামের ভেতর দিয়ে একটা খাল বয়ে গেছে। এখানে ছেলেপেলেরা গোসল করে, ঝাঁপাঝাপি করে।
প্রকৃতপক্ষে, ভালো উপভোগ করলাম পুরো দিনটা। অশংখ্য ধন্যবাদ @sm-shagor এমন একটি কনটেস্ট আয়োজনের জন্য।
your entry has been accepted.
Thanks @sm-shagor
JOIN WITH US ON DISCORD SERVER:
Thanks @sabbirrr