World Food competition 🍌 Food Reviews of Banena

in Photography-bd4 years ago (edited)

আমি একটা কন্টেস্ট এ জয়েন করতেছি সেই কন্টেস্ট এর নাম হলো photography-bd

কলার উপকারিতা ও অপকারিতা::

প্রতিদিন একটি বা দুটি কলা খেলে আপনার হৃদযন্ত্র অনেক বেশি সচল থাকবে এবং হার্ট এ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাবে
কলা কিডনিও ভালো রাখে। ক্যালসিয়াম জমা হতে বাধা দেয় বলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। এর ফলে হাঁড় মজবুত হওয়ার জন্যও আরও বেশি ক্যালসিয়াম বরাদ্দ থাকে।
কলাতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা যা ধীরে হলেও দৃঢ় শক্তির যোগান দেয় শরীরে। এ কারণে খেলোয়াড়দের প্রায়ই খেলার আগে বা খেলা চলাকালীন সময়ে কলা খেতে দেখা যায়।এর ফলে আপনার শরীর আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর হয়।
কলায় আছে প্রচুর পরিমাণে বিটামিন বি৬, যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো এ্যাসিড সৃষ্টি করে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করে।
অতিরিক্ত পাকা কলা শরীরের জন্য গুরুত্বপূর্ণ । যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়ায়। এতে করে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়।
কলা শরীরকে সার্বিক ক্ষতির হাত থেকে রক্ষার কাজ করে।
কলায় টাইরামাইন নামে এক ধরনের উপাদান থাকে।
প্রচুর পরিমাণে শর্করা থাকায় বেশি কলা খেলে দাঁতের ক্ষতি হয়। এমনকী দাঁতের স্বাস্থ্যের জন্য কলা নাকি চকোলেটের থেকেও বেশি ক্ষতিকর।
কলা অনেক সময়ই অ্যালার্জির কারণ হয়ে থাকে। ঠোঁট ফুলে যায়, গলা জ্বালা করে।
কলাতে থাকা ফ্রুক্টোজ এবং ফাইবার এক সঙ্গে গ্যাস সৃষ্টি করতে পারে ইত্যাদি।

prothomalo-bangla_2020-12_beee7ac2-c59e-4ac6-acec-d34bb0df0cc7_Photo_by_Kimona_from_Pexels.jpg

IMG_20210302_073630.jpg

IMG_20210302_073328.jpg

IMG_20210302_073320.jpg

you can joined this Contest hear:

https://steemit.com/hive-155524/@photography-bd/food-photography-and-review-competition-is-open-to-all-steemit-users-in-photography-bd

See you next time
Allah hafiz

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.039
BTC 95294.07
ETH 3307.23
USDT 1.00
SBD 3.91