ফটোগ্রাফি পোস্ট(@toma60)
আসসালামু-আলাইকুম/ আদাব।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কমিউনিটির সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি বাংলা লিখতে পড়তে বলতে এবং প্রকাশ করতে ভালোবাসি। এই কমিউনিটিতে স্বাধীনভাবে বাংলা ভাষায় পোস্ট করতে পারার জন্য আমি অনেক আনন্দিত। আজকে আমাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।
নিচে যে ফুলটি দেখতে পাচ্ছেন ফুলটির আমাদের এলাকায় লজ্জাবতী ফুল নামে পরিচিত।এই ফুলের গাছ উপকারী গাছ। বিভিন্ন ধরনের ঔষধি কাজে এই কাজ ব্যবহৃত হয়।ফুলগুলো দেখতে অনেক সুন্দর।
এখন যে ফুলগুলো দেখতে পারছেন এই ফুলগুলো দেখতে অনেকটা নাকের নথের মতো। ফুলটির নাম হল গেট ফুল আমাদের এলাকায় গেট ফুল নামে পরিচিত।এই ফুলগুলো বাড়ির সামনে গেটে লাগানো হয়ে থাকে। ছোট্ট আকারের ফুল হওয়াতে দেখতে অনেক সুন্দর লাগে। গাছগুলো লতার মতো এঁকেবেঁকে ঝাপটি হয়ে থাকে যে কারণে ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়।
আশা করছি ফটোগ্রাফি থেকে সকলের চিনতে পারছেন ফুলটির নাম কি।আমাদের এলাকায় আকন্দ গাছ নামে পরিচিত। এখন তো কাজ দুই ধরনের হয়ে থাকে একটি সাদা ও একটি লাল। লাল রঙের আকন্দ কাজটি বেশি পাওয়া যায়। এই ফুলের পাতা শিকড় ও কষ সবই মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারকৃত হয়। এখন তোমার বিভিন্ন ঔষধ দিয়ে কাজে ব্যবহার করতে হয়।
আমার পরিচয়।
আমার নাম তমা খাতুন। আমি বাংলাদেশি নাগরিক। আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা, পাইকপাড়া নামক একটি গ্রামে বসবাস করি। আমার বাবা একজন বেসরকারি চাকরিজীবী। মা গৃহিণী আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট করার জন্য এবং কমিউনিটির মান বজায় রাখার জন্য ধন্যবাদ সবাইকে।
ডিভাইস -স্যামসাং এম ২১।
লোকেশন - বাংলাদেশ।