"Steemit Engagement Challenge S9-W2: "Easy Come, Easy Go"

in STEEM FOR BETTERLIFElast year

আসসালামু আলাইকুম সবাইকে



png_20230425_070417_0000.png

ইডিট করেছি ক্যানভা অ্যাপ থেকে

হ্যালো স্টিমিয়ান বন্ধুরা।

সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ এই কমিউনিটির এনগেজমেন্ট কনটেস্ট চ্যালেন্জে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি কমিউনিটির এডমিন মহোদয় ও মডারেটরগন এবং আমার প্রানপ্রিয় সদস্যরা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার পোস্ট লেখা। তো চলুন শুরু করা যাক।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

ইজি কাম, ইজি গো বলতে কী বুঝ?

wordpress-923188_1280.jpgsrc

ইজি কাম ইজি গো, এই বাক্যটি দারা আমার এই ছোট্ট জ্ঞানে যা বুঝতে পেরেছি তা হলো; এই প্রবাদের সাথে অসংখ্য অগনিত মানুষের সাথে জরিত আছে এর বাস্তবতা। একটা জিনিস যতদ্রুত আসা সম্ভব ঠিক সেই জিনিসটা ততটা দ্রুতই চলে যাওয়া সম্ভব। সহজে যেই কাজই হোক না কেন সেই কাজকে পরিশ্রম দিয়ে কঠিন বানিয়ে নিয়ে করা উচিত, এতে কঠোর পরিশ্রমের ফল অনেক মজবুত হয়, সহজে সেই কষ্টের সাধন শেষ হয় না। তার প্রাপ্য বিনিময় ঠিক থাকে এবং চলতেই থাকে। সেজন্য সহজে যে কাজ আসে সেটা সহজেই চলে যাওয়ার ভয় থাকে অনুশোচনা থেকে যায়।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErL3r54su1ZCcHrP4PK8m2h1CGCah3vGUo9uHCgrGWqzq2e4cqGDbWaEXaGCZ8AjnmXs3vbwTTah8tMQLsNtZrBd2jmGqFioqrzS.png


আপনি কি কখনো জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? আপনার কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন।

reading-2605540_1280.jpgsrc

মানুষের জীবনে এমন প্রবাদ বাক্যের সাথে অভিজ্ঞতা হয় প্রতিনিয়তই। বর্তমান মানুষ এখন সহজটাকেই প্রাধান্য দেয় বেশি। আর চলে যাওয়ার সময় অনুশোচনায় ভুগতে থাকে৷ পরিশ্রমী মানুষের বড়োই অভাব।

যাইহোক আমার জীবনেও এমন অহরহ ঘটনা ঘটেছিলো যা এই প্রবাদের সাথে মিল রাখা বাঞ্ছনীয়। প্রথমতঃ আমার পড়াশোনার বিষয় নিয়েই বলি। যখন আমি পড়াশোনা করতাম, তখন দেখতাম একটা অধ্যায় যখন সহজ আসতো সেই অধ্যায় টা পরিশ্রম বা মনোযোগ দিয়ে পড়তাম না।

ফলে মুখস্থ ঠিকই হতো কিন্তু সহজেই সেটা ব্রেন থেকে হারিয়ে যেতো। আর যেই অধ্যায় টা আমার কাছে খুব কঠিন মনে হয়েছিলো, ওর কাছে বুঝতে যেতে হয়েছে, আবার অন্য কারো কাছে বুঝতে যেতে হয়েছে, শেষ পর্যন্ত শিক্ষকের কাছেই গিয়ে একটার পর একটা বুঝে নিতে হয়েছে। সেই অধ্যায় টা এখনো আমার ব্রেইনে মুখস্থ আছে।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErL3r54su1ZCcHrP4PK8m2h1CGCah3vGUo9uHCgrGWqzq2e4cqGDbWaEXaGCZ8AjnmXs3vbwTTah8tMQLsNtZrBd2jmGqFioqrzS.png


অল্প সময়ে অদৃশ্য হয়ে যাওয়া তাৎক্ষণিক সাফল্যের সঙ্গে কীভাবে মোকাবিলা করলেন?

hands-3627162_1280.jpgsrc

এটা সহজেই একটা কথা বলে বুঝাতে পারি আমি। প্রথমত আমরা একটা জিনিসকে পাওয়ার আশায় নিজেকে সহজভাবে পরিচালনা করি, পরিশ্রমহীন কাজটাকে সফল করি। আমরা তখন জানিনা যে এই কাজটা এত সহজ হলে সেই কাজ টা স্থির থাকবে কতক্ষণ।

পরবর্তীতে স্থির না থাকলে সেই কাজটাকেই আমরা মনোযোগ সহকারে পরিশ্রম দিয়ে কাজ করি। এবং সেই কাজটাকে সফলতায় নিয়ে আসি কঠোর পরিশ্রম দিয়ে। অথচ এই কাজটাকেই সহজভাবে নেওয়াতে স্থির থাকেনি। এখন পুনরাবৃত্তি করে পরিশ্রম করে সেই কাজটাকে সফলতায় নিয়ে আসছি।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErL3r54su1ZCcHrP4PK8m2h1CGCah3vGUo9uHCgrGWqzq2e4cqGDbWaEXaGCZ8AjnmXs3vbwTTah8tMQLsNtZrBd2jmGqFioqrzS.png


এই অভিব্যক্তি থেকে কি শিক্ষা নেওয়া যেতে পারে?

rage-1564031_1280.jpgsrc

শিক্ষা একটাই, সেটা হলো সহজ কাজটাকে বাদ দিয়ে কঠিন কাজটাকে বেছে নেওয়াই উচিত। অথবা সহজ কাজকে কঠিন মনে করে অকাট্য পরিশ্রম দিয়ে কাজ টাকে তুলে নেওয়া উচিত। যাতে করে কোন কাজই আমার সামন্য পরিশ্রমের বিনিময়ে আসা জিনিসটা সহজে নষ্ট না হয়ে যায়। সহজ কে সহজ নয়, কঠিনকে সহজ মনে করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মনোযোগ সহকারে সফলতায় নিয়ে আসা হলো এই অভিব্যক্তি থেকে শিক্ষা অর্জন।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErL3r54su1ZCcHrP4PK8m2h1CGCah3vGUo9uHCgrGWqzq2e4cqGDbWaEXaGCZ8AjnmXs3vbwTTah8tMQLsNtZrBd2jmGqFioqrzS.png


যদি আপনি উপরের বিবৃতিটিকে একটি রোমান্টিক সম্পর্কের সাথে যুক্ত করেন তবে আপনার যদি কোন থাকে তবে আপনি এটি বর্ণনা করতে পারেন?

couple-5302344_1280.jpgsrc

আসলে এমন কঠিন রোমান্টিকতার ছোয়া হয়তো পাইনি, তবে জীবনে এমন প্রবাদের সাথে মিল রেখে, প্রেম এসেছিলো খুব সহজেই আবার অল্প ত্রুটিতেই হারিয়ে গেছে। এটা সত্যিই আমার সাথে ঘটেছিলো অহরহবার। তবে একটা প্রেম আসতে অনেক কষ্ট করতে হয়েছে, সম্পর্ক তৈরি করতে প্রচুর সময় আর পরিশ্রম করতে হয়েছে। আর সেই সম্পর্ক এখনো টিকে আছে প্রায় ৬ বসর যাবৎ। তাই আমার জীবনের এই রোমান্টিকতার বিষয়ে সহজে চলে আসা আর সহজে চলে যাওয়ার এক অসাধারণ মুহুর্ত শেয়ার করলাম।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErL3r54su1ZCcHrP4PK8m2h1CGCah3vGUo9uHCgrGWqzq2e4cqGDbWaEXaGCZ8AjnmXs3vbwTTah8tMQLsNtZrBd2jmGqFioqrzS.png


পরিশেষে, আমার কিছু স্টিমিয়ান বন্ধুদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। @jakaria121, @aparajitoalamin@shikhurana

অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমার পোস্ট টি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।


Picsart_23-03-29_21-48-05-415.jpg


Sort:  
 last year 

আপনি এতো সুন্দর করে ব্যাখ্যা করেছেন খুবই ভালো লাগলো আপনার লেখাটা পড়ে।ভাই ৬ বছর যে সম্পর্ক টিকে আছে তাতে অবশ্যই রোমান্টিকতা মিশে আছে। নয়তো সম্পর্ক টিকতে না। আপনার আমন্ত্রন গ্রহন করলাম অবশ্যই চ্যালেঞ্জে অংশগ্রহন করবো।

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই, সুন্দর মন্তব্য পেশ করার জন্য ❤️

 last year 

Saludos.

Muy buen trabajo es cierto que la frase que nos exponen en este concurso se puede aplicar muy bien al trabajo y a los estudios.

Porque realmente todo lo que no se trabaja duro, y se hace con sacrificio no dura nada.
Espero se entienda lo que quise expresarte.

Buena suerte y éxitos en el concurso.

 last year 

Thank you for carefully observing my post and giving nice comments accordingly.

I also understood what you meant in your comment. Very nice to get your comment, thanks stay well.

 last year 

Nice examples and nice views about the basic phrase. If all of us understand that there is nothing easy to achieve in life, our lives would be different.

 last year 

thank you my friend. For valuable comment ❤️

 last year 

Tingkat kompleksitas dari suatu tugas atau masalah akan mempengaruhi seberapa sulit atau mudah suatu hal itu dianggap oleh seseorang

 last year 

right talking my friend. Thank you for nicely comment

 last year 

Welcome

 last year 

Hi, I enjoyed reading your post. You complement the images nicely with your content. Congratulations on your beautiful writing.

 last year 

thank you for nicely comment ❤️

This example of the lottery or inheritance is an excellent way to make sense of this phrase, and it has been shown that when a person receives something without any kind of merit or effort, in this case we are talking about money, it is very easy squander it and spend them without any kind of measure.

 last year 

right talking my friend, so Thank you

 last year 

Thanks for sharing your coments with us that we considered easy is not easy but difficulty is easy in this sense we put effort delegation and loyalty in something the result is much better for us

 last year 

Thank you my friend ❤️

 last year 

Dear brother,

Your presentation on today's Engagement Challenge was really nice. You have set yourself a wonderful example of what is easily gained and easily lost. You said you memorize a subject easily by studying. But just as easily as you memorize it, rote knowledge is easily lost from your head, which is similar to the topic of today's Engagement Challenge. I appreciate your excellent presentation.

 last year 

thank you for nicely comment ❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.029
BTC 56269.96
ETH 2364.95
USDT 1.00
SBD 2.26