Story In Pictures and Nature calling

in STEEM FOR BETTERLIFE2 years ago
Story in Pictures

20221023_012031_0000.png

Cover photo design by Canva

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভাল এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

আজকের ব্লগে আমি স্টোরি শেয়ার করব পাশাপাশি এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি। @monnacox @ayeshasiddika18 @rumman

এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত করেছিল ক্ল্যামনের উদ্যোগে ঢাকা ভার্সিটির একটা টিম। কক্সবাজার সমুদ্র সৈকতে এটি তৈরি করে। কত সালে এটা করা হয়েছিল ঠিক মনে নাই। যখন এই কনটেস্ট দেখলাম তখন মনে করলাম এরকম তো অনেক ছবি আমার মোবাইলে রয়েছে। যেগুলো আমি অনেক আগে তুলেছিলাম আজকের এই কনটেস্টের মাধ্যমে সেই পুরনো ছবিগুলো আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই মাটির ভাস্কর মাধ্যমে আমাদের শহীদ মিনার এবং ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

photo (95).jpg
শহিদ মিনার

এই ছবিটা কোথায় তুলেছিলাম মনে পড়তেছে না। অনেক আগে তোলা যখন এই পোস্টটি লেখার জন্য মোবাইলে ছবি খুঁজতেছিলাম, তখন এই ছবিটি চোখের সামনে আসে। যতদূর মনে পড়ে এটি হয়তোবা কুমিল্লার কোন একটি জায়গায় তোলা হয়েছিল। তবে আমি নিশ্চিত নয় যে এটা আসলে কুমিল্লার কিনা? এখানে আমাদের বাংলাদেশের মানচিত্র টি সিমেন্টের মাধ্যমে তৈরি করে দেখানো হয়েছে।

photo (130).jpg
মানচিত্র

যে ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি মূলত বান্দরবান। আমাদের স্কুল থেকে একবার বান্দরবানে শিক্ষা সফরে গিয়েছিল সে সময় এইটা তোলা। এছাড়াও আমরা বন্ধুরাও মিলে কয়েকবার বান্দরবান গিয়েছিলাম খুব সম্ভবত আমাদের কলেজ থেকেও একবার বান্দরবান যাওয়া হয়েছিল। বান্দরবনে যে মেঘলা এরিয়াটা রয়েছে সেখানে মূলত আপনি এই ব্রিজ দেখতে পাবেন। অপূর্ব সুন্দর এই ব্রিজ ব্রিজের ওই পাড়ে রয়েছে পাহাড় অনেকটা এটা চিড়িয়াখানার মতো।

photo (131).jpg
ঝুলন্ত ব্রিজ

বান্দরবান, রাঙ্গামাটি খাগড়াছড়ি, কক্সবাজার এবং মহেশখালী এরকম বিভিন্ন জায়গায় আপনি বুদ্ধদেবের এ ধরনের মূর্তিগুলো দেখতে পাবেন। অনেকগুলো মূর্তি রয়েছে যেগুলো এক সিমেট দিয়ে তৈরি আবার অনেকগুলো এরকম বোদ্ধ মন্দিরে স্বর্ণের তৈরি। মূর্তিও রয়েছে এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটা মূলত বান্দরবানের একটি মন্দিরের ছবি আমরা যখন বান্দরবান গিয়েছিলাম তখন। কোন এক মন্দির থেকে এই ছবিটি তোলা হয়েছিল যেগুলো এখন স্মৃতি হিসেবে রয়ে গেছে।

photo (132).jpg
বৌদ্ধ মূর্তি

ইউনিভারসিটি থাকাকালীন সময়ে যখন এমবিএ করছিলাম কাপ্তাই লেকে যাওয়ার একটা পরিকল্পনা হয়। আমরা বেশ কয়েকজন বন্ধু সেবার কাপ্তাই গিয়েছিলাম। কাপ্তাই একটা অসাধারণ সুন্দর জায়গা। লেকের উপরে অনেকেই নৌকা চলাচ্ছিল এই সময়টাই এই ছবিটি তোলা।

photo (156).jpg
কাপ্তাই লেক

আমাদের রাস্তার দুই পারে অনেকগুলো আগাছা টাইপের গাছ জন্ম নেয়। সেখানে মাঝে মাঝে এমন কিছু ফুল ফুটে যেগুলো দেখলে চোখ সরানো যায় না। আপনি খেয়াল করবেন যখন রাস্তা দিয়ে হেটে যাবেন রাস্তার দু'পাশে এ ধরনের ফুল গাছ খেয়াল করলেই চোখে পড়বে। সাধারণত হয়তো আমরা ওভাবে খেয়াল করি না বলেই এগুলো আমাদের চোখে পড়ে না।

IMG_20220923_141117.jpg
রাস্তার ফুল

গত মাসে আমাদের কক্সবাজারের উদ্যোক্তা ক্লাবের সদস্যদের নিয়ে কলাতলী বিচে একটা মাসিক সভা হয়েছিল। সভা করতে এসে আমরা রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার খাই। কলাটতলি বিচের মোড়েই দেখবেন অনেকগুলো ডাব ওয়ালা এভাবে ডাব নিয়ে বসে আছে। যেহেতু এখন জিনিসপত্রের অনেক বেশি দাম তারাও ডাবগুলো একটু বেশি দামে বিক্রি করে। এক একটা ডাব প্রায় ১০০ টাকার কাছাকাছি।

IMG_20220916_144405.jpg
ডাবের দোকান

সে মিটিং এর দিনেই কক্সবাজারে বিচে এ ধরনের অনেকগুলো উদ্ভিদ দেখতে পায়। আমরা এটাকে তাদের এগুলো সামুদ্রিক এলাকায় এ ধরনের পাতা জাতীয় গাছগুলো দেখা যায়। এক সময় কক্সবাজার বিছে এ ধরনের পাতা জাতীয় গাছগুলো প্রচুর দেখা যেত, কিন্তু কালের পরিক্রমায় এখন ওভাবে আর চোখে পড়ে না। হয়তো কিছু কিছু জায়গায় অল্প কিছু চোখে পড়বে।

IMG_20220902_165643.jpg
উদ্ভিদ বৃক্ষ

আমি ধন্যবাদ জানাতে চাই টিম ফর বেটার লাইফ কমিউনিটিকে। এ ধরনের একটি কনটেস্ট আয়োজন করার জন্য। এই কনটেস্টে জয়েন করার মাধ্যমে আমার পুরনো অনেক স্মৃতি, নতুন করে জাগ্রত হল।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZwNLnLc4LoEZursb6ZFVuZQfHaMYmnkb4sXHETvWHfx845eNH8Z1R5dQtVPRd...fYgpxKamHSmp5ePxsZeFVNiQSGxG54RbfJK9YGrzmt9wT4UKNrp2YFQD6h1nCiLkiTgro5Y1rvSCmpDjdVH6ScyJPjFvUfXQcTkZDTbzTVAjeii1BYwnBZdAP8.png

Post Details
Post CategoryStory Contest
Photographer@joynalabedin
CommunitySteem For Betterlife

ধন্যবাদ সবাইকে

20221005_204407_0000.png

Sort:  
 2 years ago 

Your post is very well presented. I really want to go to the hanging bridge. Good luck to you. Thank you for sharing your beautiful post with us.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63