"Promotion Challenge-Steemit Promotion Design on Facebook & Instagram".

in STEEM FOR BETTERLIFElast year (edited)

png_20230506_192549_0000.png

Photo design by Canva


বর্তমান সময়ে প্রচারের বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এই যোগাযোগ মাধ্যম গুলোকে ব্যবহার করে খুব সহজে যে কোন জিনিস খুব দ্রুত প্রচার করা সম্ভব। আমরা একটু লক্ষ্য করলেই দেখব বর্তমান সময়ে অনেক বড় বড় ব্র্যান্ড তাদের প্রোডাক্টের প্রচারের মাধ্যমে হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করছে। তার একমাত্র কারণ এখানে বিভিন্ন বয়সের মানুষজনকে একসাথে পাওয়া যায়। পাশাপাশি সহজেই আমরা একটা নির্দিষ্ট বয়সের মানুষকে টার্গেট করে প্রচার করতে পারে। আবার নির্দিষ্ট আগ্রহ, পছন্দ অপছন্দ এগুলো কে ভিত্তি করে করে প্রচার করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো এমন অনেক ফিচার নিয়ে এসেছে যে ফিচারগুলো ব্যবহার করে বিক্রেতা বা যেকোন প্রতিষ্ঠান তার পণ্য বা সেবা নির্দিষ্ট টার্গেট কাস্টমার কে তার বিজ্ঞাপনটি প্রচারের জন্য দেখাতে পারে।


স্টিমিট নিজেও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আর স্টিমিট এর ভিতর পার্থক্য হল অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আয় করার সুযোগ থাকলেও সেগুলোর প্রক্রিয়া অনেক জটিল। যেটা স্টিমিটে অনেক সহজ। যেহেতু স্টিমেট সম্পর্কে এখনো অনেক মানুষ অজানা এবং এটার প্রচারের জন্য আমরা যারা এটার ব্যবহারকারী আছি আমাদের এই উদ্যোগ নিতে হবে। এবং খুব সহজে বিনা খরচে স্টিমিটের প্রচারের জন্য ভালো একটি মাধ্যম হতে পারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো। আমরা যদি স্টিমিটের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করি এর ফলে এমন অনেক যুবসমাজ রয়েছে যারা বেকার সময় কাটায় বা যারা কর্মসংস্থানের সন্ধানে রয়েছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। আবার নিজে আত্মকর্মসংস্থান করবে, ব্যবসা-বাণিজ্য করবে সে ধরনের পুজিও তাদের হাতে যথেষ্ট পরিমাণে নাই। তারা চাইলে খুব সহজেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখানে করতে পারে। তবে এটার জন্য আমরা যারা বর্তমানে স্টিমিট ব্যবহারকারী আছি আমাদের এই উদ্যোগ নিতে হবে। যাতে করে এই সাইট সম্পর্কে আমাদের যুবসমাজ জানতে পারে এবং এটার যেই সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে পারে।


আমি একটি বিজ্ঞাপন তৈরি করেছি যেটির মাধ্যমে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে আমার পরিচিত যারা রয়েছে, যাদের লেখালেখির শখ আছে এবং এই লেখালেখির শখটাকে যারা পেশা হিসেবে গ্রহণ করতে চায় তাদেরকে জানাতে এবং এটির মাধ্যমে তারা তাদের বেকার সময় গুলো ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং নিজের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে।

Facebook Post Link

Screenshot_2023-05-06-20-07-54-790_com.facebook.katana.jpg

Instagram post link

Screenshot_2023-05-06-20-30-22-720_com.instagram.android.jpg

এবং সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই যারা এই কনটেস্টের আয়োজন করেছে। কারণ এই কনটেস্টের মাধ্যমে স্টিমিটের একটা প্রচার হয়ে গেল। পাশাপাশি এই প্রচারের মাধ্যমে অনেক মানুষ নতুন করে এটা সম্পর্কে জানল ধন্যবাদ সবাইকে।

@rumman @nijam468 @ayeshasiddika18 invited to join this contest.

Thank you for Reading

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZwNLnLc4LoEZursb6ZFVuZQfHaMYmnkb4sXHETvWHfx845eNH8Z1R5dQtVPRd...fYgpxKamHSmp5ePxsZeFVNiQSGxG54RbfJK9YGrzmt9wT4UKNrp2YFQD6h1nCiLkiTgro5Y1rvSCmpDjdVH6ScyJPjFvUfXQcTkZDTbzTVAjeii1BYwnBZdAP8.png

20221005_204407_0000.png

Sort:  

TEAM MILLIONAIRE

Your post has been successfully curated by @irawandedy at 40%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high quality contests for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote in the weekly list of Top Contests.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67279.52
ETH 3104.87
USDT 1.00
SBD 3.78