আমার কনটেন্ট নং : 2 সাকার ফিস (Sucker Fish)
ছবিতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন,,, এটিকে সাকার ফিস (Sucker Fish) নামেই চিনি, যার বৈজ্ঞানিক নাম হলো Hypostomus Plecostomus.
এখন সারা দেশে সাকার মাছ দ্রুত ছড়িয়ে গেছে। দেশের অধিকাংশ নদ-নদীতে এ মাছ পাওয়া যাচ্ছে। এ মাছ দূষিত পানিতেও টিকে থাকতে পারে।। সাকার দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশবিস্তার নষ্ট করে। মাছটি খাওয়া যায় না। সর্বোপরি এই মাছ ফ্রিজে বরফ বানিয়ে ফেললেও, অনেকদিন পর তা বের করে বরফ গলালে মাছ নড়াচড়া শুরু করে
https://t.me/+qCItoNBec5pkMDFl এখানে অংশগ্রহণ করতে পারেন।
দালাল