THE DIARY GAME 《BETTER LIFE》What activities did i do today?

25 May 2021
@shakilsheikh256 From Bangladesh

"THE DIARY GAME"

প্রতিদিনের মত আমি আজ আবারও আমার দিনলীপি নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক...

IMG_20210525_224204_909.jpg

⏰First Morning⏰

সকাল 4:30 এ ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে মসজিদে যায় ফজরের নামাজ আদায় করতে। ফজরের নামাজ জামাতে আদায় করি এবং বাড়ি এসে বিছানায় শুয়ে একটু রেস্ট নেই।

⏰Morning⏰

কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠে দেখি সকাল 9 টা বাজে। তো ঘুম থেকে উঠেই আমি প্রথমেই আমি আমার পোষা কবুতর গুলোকে খাবার দিতে যাই। সেখান থেকে ফিরে এসে কবুতরের জন্য একটা ঘর বানানোর প্রচেষ্টা চালায়।

IMG_20210525_224208_194.jpg

⏰NOON⏰

তার জন্য প্রথমে যায় কাঠ চিড়াই মিলে কাঠ চেরাই করতে।

IMG_20210525_224209_926.jpg

তারপর কবুতরের ঘর বানানোর জন্য সবকিছু প্রস্তুত করে বানানোর কাজে লেগে পড়ি। যখন যোহরের আযান শুনতে পায় তখনই কাজ বন্ধ করে মসজিদে যায় নামাজ আদায় করতে।

⏰AFTERNOON⏰

নামাজ আদায় শেষে বাড়ি এসে খেয়ে কিছুক্ষণ টিভি দেখে আবার কাজ শুরু করি। একটানা আসরের নামাজ পর্যন্ত কাজ করি।

⏰EVENING⏰

আসরের আজান হলে আবার আছরের নামাজ পড়তে যায়। আসরের নামাজ পড়ে এসে আবার শুরু করি কাজ। মাগরিবের 20 মিনিট আগে কাজ বন্ধ করি এবং কবুতরগুলোকে খাবার দিতে যাই। তারপর বাসায় এসে একটু জিরিয়ে মাগরিবের আজান শুনতে পাই। মাগরিবের আযান শুনামাত্র মসজিদে যাই নামাজ পড়তে।

IMG_20210525_224206_341.jpg

⏰NIGHT⏰

তারপর বাড়ি এসে কিছুক্ষণ টিভি দেখে পড়তে বসি। এশার আযান হওয়া মাত্রই মসজিদে যায় নামাজ পড়তে। নামায শেষে বাড়ি এসে কিছু খেয়ে দেয়ে আবার পড়তে বসি। দশটা পর্যন্ত পড়ালেখা করে ঘুমিয়ে পড়ি।

20210421_212729.jpg

এটাই ছিল আজকে দিনলিপি।

আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে❤

Thank you so much for reading.🧡

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.045
BTC 101903.37
ETH 3674.42
SBD 2.57